মহামারীতে লকডাউনে সব থেকে ক্ষতি হয়েছে শিশুদের
ব্রিটেনের টেলিগ্রাফ জানিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্ট জনিয়েছেন, কোভিড মহামারীতে লকডাউনে স্কুল বা সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাথা একটা বড় ভুল ছিলো। এই বন্ধ রাখার ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে শিশুরা। তারা তাদের নরমাল স্কুলের সময় যা শিখেছিলো তার প্রায় এক তৃতীয়াংশই ভুলে গেছে।
কোলকাতার ধর্ষন ও মৃত্যু’ কেসটি সিবিআই ও হাসপাতালের ফরেনসিক বিভাগে
হিন্দুস্তানটাইমস, কোলকাতা, জানিয়েছে গত ৯ আগষ্ট কোলকাতার আর জে কর হাসপাতালে যে ধর্ষন ও হত্যার ঘটনাটি ঘটে তার অধিকতর তদন্তের জন্যে বিষয়টি সিবিআইতে নেয়া হয়েছে। এবং পোস্ট মর্টেমের পরে দেহের ফরেনসিক রিপোর্টের উন্নত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে জানা যাচ্ছে পুলিশ যা ধারণা করেছে বিষয়টি ধর্ষন ও হত্যা বাস্তবে সেটাই হবে।
আমেরিকা ১০টি ওষুধের দাম কমালো
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস জানিয়েছে, ওষুধের দাম নির্ধারনের বিষয়ে বাইডেন প্রশাসন কোনরূপ অনিয়ম হতে না দেবার নীতি নিয়েছে। তাছাড়া ৬০ বছরের ওপরের বয়সের মানুষরা যে ওষুধগুলো সাধারণত ব্যবহার করে থাকেন। সে ধরনের ১০ টি ওষুধরে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে ২০২৬ এর মধ্যে এই ওষুধগুলোর দাম ৩৯% থেকে ৭৯% কমে আসবে।
থাইল্যান্ডের কোয়ালিশন সরকার পেথনথার্ন সিনওয়ার্থাকে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে
নিক্কি এশিয়া জানিয়েছে, থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনওয়ার্থার ছোট মেয়ে পেথনথার্ন সিনওয়ার্থা সে দেশের কোয়ালিশন সরকার প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। ৩৭ বছরের পেথনথার্ন গত বৃহস্পতিবার সে দেশের পার্লামেন্টের ৫০০ সদস্য’র মধ্যে ৩১৪ জনের ভোটে নির্বাচিত হয়েছেন। এবং তিনিই সে দেশের দ্বীতিয় মহিলা প্রধানমন্ত্রী। এর আগে তারই বড় বোন ইয়াংলাক সিনওয়ার্থা সে দেশের প্রধানমন্ত্রী ছিলেন।