০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
অস্ট্রেলিয়ার বন্ডি বিচে রক্তাক্ত উৎসব, বন্দুক সহিংসতায় ১৫ প্রাণহানি ৭৫ বছরের বন্ধন জোরদার করতে জর্ডানে মোদি, শুরু তিন দেশ সফর সিডনির বন্ডি সৈকতে বন্দুক তাণ্ডব, শোকস্তব্ধ অস্ট্রেলিয়া, অস্ত্র আইন আরও কঠোরের পথে ২ লাখ ১০ হাজার বছরের মানবপথের সাক্ষী ফায়া প্যালিওল্যান্ডস্কেপ রিলস আর ভিউয়ের বাইরে সংযুক্ত আরব আমিরাতে সঠিকভাবে হাইকিং করার উপায় বিশ্বের দীর্ঘতম ফ্লাইট উড্ডয়ন মেক্সিকোতে জরুরি অবতরণের চেষ্টায় ছোট ব্যক্তিগত জেট বিধ্বস্ত, নিহত অন্তত সাত জাপানের পরবর্তী শিল্প অধ্যায়ে পথ দেখাচ্ছে উদ্ভাবনী দক্ষতা নির্ভুল স্টিল সমাধানে আগামীর রূপ নির্মাণ ট্রাম্পের ছায়ায়, জেডি ভ্যান্স নীরবে ২০২৮ ও তার পরবর্তী সময়ে ম্যাগা আন্দোলনের উত্তরাধিকার গ্রহণের পরিকল্পনা গড়ে তুলছেন।

মহামারীতে লকডাউনে সব থেকে ক্ষতি হয়েছে শিশুদের

  • Sarakhon Report
  • ০১:০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪
  • 130

মহামারীতে লকডাউনে সব থেকে ক্ষতি হয়েছে শিশুদের

ব্রিটেনের টেলিগ্রাফ জানিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্ট জনিয়েছেন,  কোভিড মহামারীতে লকডাউনে স্কুল বা সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাথা একটা বড় ভুল ছিলো। এই বন্ধ রাখার ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে শিশুরা। তারা তাদের নরমাল স্কুলের সময় যা শিখেছিলো তার প্রায় এক তৃতীয়াংশই ভুলে গেছে।

কোলকাতার ধর্ষন ও মৃত্যু’ কেসটি সিবিআই ও হাসপাতালের ফরেনসিক বিভাগে

 হিন্দুস্তানটাইমস, কোলকাতা, জানিয়েছে গত ৯ আগষ্ট কোলকাতার আর জে কর হাসপাতালে যে ধর্ষন ও হত্যার ঘটনাটি ঘটে তার অধিকতর তদন্তের জন্যে বিষয়টি সিবিআইতে নেয়া হয়েছে। এবং পোস্ট মর্টেমের পরে দেহের ফরেনসিক রিপোর্টের উন্নত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে জানা যাচ্ছে পুলিশ যা ধারণা করেছে বিষয়টি ধর্ষন ও হত্যা বাস্তবে সেটাই হবে।

আমেরিকা ১০টি ওষুধের দাম কমালো

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস জানিয়েছে, ওষুধের দাম নির্ধারনের বিষয়ে বাইডেন প্রশাসন কোনরূপ অনিয়ম হতে না দেবার নীতি নিয়েছে। তাছাড়া ৬০ বছরের ওপরের বয়সের মানুষরা যে ওষুধগুলো সাধারণত ব্যবহার করে থাকেন। সে ধরনের ১০ টি ওষুধরে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে ২০২৬ এর মধ্যে এই ওষুধগুলোর দাম ৩৯% থেকে ৭৯% কমে আসবে।

থাইল্যান্ডের কোয়ালিশন সরকার পেথনথার্ন সিনওয়ার্থাকে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে

 নিক্কি এশিয়া জানিয়েছে, থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনওয়ার্থার ছোট মেয়ে পেথনথার্ন সিনওয়ার্থা সে দেশের কোয়ালিশন সরকার প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। ৩৭ বছরের পেথনথার্ন গত বৃহস্পতিবার সে দেশের পার্লামেন্টের ৫০০ সদস্য’র মধ্যে ৩১৪ জনের ভোটে নির্বাচিত হয়েছেন। এবং তিনিই সে দেশের দ্বীতিয় মহিলা প্রধানমন্ত্রী। এর আগে তারই বড় বোন ইয়াংলাক সিনওয়ার্থা সে দেশের প্রধানমন্ত্রী ছিলেন।

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ার বন্ডি বিচে রক্তাক্ত উৎসব, বন্দুক সহিংসতায় ১৫ প্রাণহানি

মহামারীতে লকডাউনে সব থেকে ক্ষতি হয়েছে শিশুদের

০১:০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪

মহামারীতে লকডাউনে সব থেকে ক্ষতি হয়েছে শিশুদের

ব্রিটেনের টেলিগ্রাফ জানিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্ট জনিয়েছেন,  কোভিড মহামারীতে লকডাউনে স্কুল বা সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাথা একটা বড় ভুল ছিলো। এই বন্ধ রাখার ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে শিশুরা। তারা তাদের নরমাল স্কুলের সময় যা শিখেছিলো তার প্রায় এক তৃতীয়াংশই ভুলে গেছে।

কোলকাতার ধর্ষন ও মৃত্যু’ কেসটি সিবিআই ও হাসপাতালের ফরেনসিক বিভাগে

 হিন্দুস্তানটাইমস, কোলকাতা, জানিয়েছে গত ৯ আগষ্ট কোলকাতার আর জে কর হাসপাতালে যে ধর্ষন ও হত্যার ঘটনাটি ঘটে তার অধিকতর তদন্তের জন্যে বিষয়টি সিবিআইতে নেয়া হয়েছে। এবং পোস্ট মর্টেমের পরে দেহের ফরেনসিক রিপোর্টের উন্নত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে জানা যাচ্ছে পুলিশ যা ধারণা করেছে বিষয়টি ধর্ষন ও হত্যা বাস্তবে সেটাই হবে।

আমেরিকা ১০টি ওষুধের দাম কমালো

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস জানিয়েছে, ওষুধের দাম নির্ধারনের বিষয়ে বাইডেন প্রশাসন কোনরূপ অনিয়ম হতে না দেবার নীতি নিয়েছে। তাছাড়া ৬০ বছরের ওপরের বয়সের মানুষরা যে ওষুধগুলো সাধারণত ব্যবহার করে থাকেন। সে ধরনের ১০ টি ওষুধরে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে ২০২৬ এর মধ্যে এই ওষুধগুলোর দাম ৩৯% থেকে ৭৯% কমে আসবে।

থাইল্যান্ডের কোয়ালিশন সরকার পেথনথার্ন সিনওয়ার্থাকে প্রধানমন্ত্রী নির্বাচন করেছে

 নিক্কি এশিয়া জানিয়েছে, থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনওয়ার্থার ছোট মেয়ে পেথনথার্ন সিনওয়ার্থা সে দেশের কোয়ালিশন সরকার প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। ৩৭ বছরের পেথনথার্ন গত বৃহস্পতিবার সে দেশের পার্লামেন্টের ৫০০ সদস্য’র মধ্যে ৩১৪ জনের ভোটে নির্বাচিত হয়েছেন। এবং তিনিই সে দেশের দ্বীতিয় মহিলা প্রধানমন্ত্রী। এর আগে তারই বড় বোন ইয়াংলাক সিনওয়ার্থা সে দেশের প্রধানমন্ত্রী ছিলেন।