০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
সংযুক্ত আরব আমিরাত–পাকিস্তান সম্পর্ক নতুন উচ্চতায়, বাণিজ্য ও বিনিয়োগে জোর লাইফ এন্ডাওমেন্ট উদ্যোগে গুরুতর রোগীদের নতুন আশার আলো, একশ চল্লিশ রোগীর চিকিৎসায় টেকসই অর্থায়ন শুরু চাঁদপুর–শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু, কুয়াশার কারণে ছিল দীর্ঘ বিরতি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ ইনকিলাব মঞ্চের রোববার সর্বাত্মক অবরোধ ঘোষণা খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় কঠিন সময় পার করছেন ঘরে ঢুকে ছাত্রলীগ নেতার বাবা ও চাচাকে কুপিয়ে হত্যা বিজিবির হস্তক্ষেপে জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করল বিএসএফ জামায়াতের সঙ্গে জোট না করতে নাহিদ ইসলামকে অনুরোধ এনসিপির ৩০ নেতার রিহ্যাব মেলা ২০২৫-এর শেষ দিনে উপচে পড়া ভিড়, স্বপ্নের বাড়ির খোঁজে ক্রেতাদের শেষ মুহূর্তের সিদ্ধান্ত

পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতিকথা (পর্ব-২০)

  • Sarakhon Report
  • ১১:০০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • 84

আমার অন্ধ দাদা

দ্রুত লয়ে খাটো করিয়া, কখনও ধমকের সুরে, কখনও আবেগমিশ্রিত সুরে, কখনও জোরে জোরে দাপটের সঙ্গে, কখনও ফিসফিস করিয়া মনে মনে কথা বলার মতো করিয়া, কাহিনীর বিষয়বস্তুটিকে তিনি শ্রোতাদের মধ্যে জীবন্ত করিয়া তুলিতেন।

এইভাবে দাদার মুখে যে কত কেচ্ছা শুনিয়াছি তাহার আর ইয়ত্তা নাই। সেইসব কেচ্ছা বলাইতে আমাকে আর নেহাকে অনেক কাঠখড়ি পোড়াইতে হইত। কত কষ্ট করিয়া খেজুর টোকাইয়া আনিয়া অনেক সাধ্যসাধনা করিয়া দাদাকে তাহার ভাগ দিতাম। ডুমকুর, জাম, পেয়ারা, বেথুল পাড়িয়া আনিয়া দাদাকে সাধিয়া সাধিয়া খাওয়াইতাম। আর গল্প আরম্ভ করিবার আগে যে কত অনুনয়-বিনয় করিতে হইত তাহার কিছুটা পরিচয় পাঠক আগেই পাইয়াছেন। দাদার নিকট আমরা আবদুল বাদশার গল্প, জিতুধরের গল্প, রূপবান কন্যার গল্প, আরও কত কি শুনিয়াছি, আজ ভালোমতো মনেও নাই। যে-বয়সে গল্প শুনিয়া মনে রাখিতে পারিতাম, দাদা তখন চিরনিদ্রায় নিদ্রিত হইয়াছেন। মনের অগোচরে কখনও কখনও কোনো কোনো গানের কলি আমার কণ্ঠে আসিয়া ভর করে-

“মা তো আমার বকরি রাখে

বাপতো অন্ধ ঘরেরে,

লাউকি মইল পথের দিকে চায়ায়ে।”

এই লাউকি কে? কেন পথের দিকে চাহিয়া থাকে? গান গাহিতে গাহিতে কেবলি এই প্রশ্ন আমার মনে উদয় হয়। কিন্তু কে ইহার উত্তর দিবে? আরও একটি গানের কলি মনে পড়ে:

“পূর্ণিমার চান্দ উঠছেরে

ও বিবি তারা লয়া সাথেরে,

হারে নারে ও নারে নারেরে।”

তারা সঙ্গে লইয়া কোন দেশে এমন চাঁদ উঠিয়াছে?

একথা কোন বিবিকে কে বলিতেছে,

কেন বলিতেছে?

আরও একটি গানের কলি:

“আমার ভুজা রসের ভুজারে

ও কন্যা লক্ষ টাকা দামরে,

ও হারে নারে ও নারে নারে নারেরে।”

কে সেই ভুজাওয়ালা? কোন কন্যার দুয়ারে দাঁড়াইয়া সে ভুজা বেচিতে আসিয়াছে? এই প্রশ্নের উত্তর কে দিবে?

সেই কহকুণ্ড পাখির কেচ্ছার গান:

“আজ কেন কহরে কুণ্ড কোথায় রইলো?

মাতো গেল আগুন আনতে

ফিরা নহেরে-আইল।”

আরও একটা কিচ্ছার গান মনে পড়ে:

“তোমার হাতে দেখি নাল গামছা-

তোমার কান্ধে নাল ও ছাতিরে,

হ্যাদেরে গিধাড়ী

কোন শহরে ভালো তোমার বাড়ি ঘর হে।”

গান গাহিতে গাহিতে দুই চোখ ভরিয়া পানি আসে। ভাসাভাসা মনে পড়িতেছে, স্বামীকে খাইয়া তার রক্তে সমস্ত অঙ্গ লাল করিয়া গিধারী আসিয়া রাজকন্যার ছাতের উপর বসিয়াছে। রাজকন্যার প্রশ্নের উত্তরে গিধারী কি উত্তর দিল? এইসব কথা বিস্মৃতির অন্ধকারে মিলাইয়া গিয়াছে। হয়তো আজও কোনো গ্রামবৃদ্ধ এইসব গল্প বলিয়া আমাদেরই মতো তার নাতি-নাতনিদের মুগ্ধ করিতেছে। যদি সামর্থ্য থাকিত, পল্লীবাংলার ঘরে ঘরে ঘুরিয়া বেড়াইবার শক্তি পাইতাম, তবে এই অমৃত ভোগ কুড়াইয়া আনিয়া আমার দেশবাসীকে উপহার দিতাম: কিন্তু বাতব্যাধিতে প্রায় পঙ্গু হইতে বসিয়াছি। আর কি ফিরাইয়া পাইব স্বাস্থ্য? আর কি ফিরাইয়া পাইব সামর্থ্য? জীবনে কত আজেবাজে কাজ করিয়া সময় নষ্ট করিয়াছি। তখন সামর্থ্য থাকিতে কেন এ-কাজ করি নাই?

জনপ্রিয় সংবাদ

সংযুক্ত আরব আমিরাত–পাকিস্তান সম্পর্ক নতুন উচ্চতায়, বাণিজ্য ও বিনিয়োগে জোর

পল্লী কবি জসীমউদ্দীনের স্মৃতিকথা (পর্ব-২০)

১১:০০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

আমার অন্ধ দাদা

দ্রুত লয়ে খাটো করিয়া, কখনও ধমকের সুরে, কখনও আবেগমিশ্রিত সুরে, কখনও জোরে জোরে দাপটের সঙ্গে, কখনও ফিসফিস করিয়া মনে মনে কথা বলার মতো করিয়া, কাহিনীর বিষয়বস্তুটিকে তিনি শ্রোতাদের মধ্যে জীবন্ত করিয়া তুলিতেন।

এইভাবে দাদার মুখে যে কত কেচ্ছা শুনিয়াছি তাহার আর ইয়ত্তা নাই। সেইসব কেচ্ছা বলাইতে আমাকে আর নেহাকে অনেক কাঠখড়ি পোড়াইতে হইত। কত কষ্ট করিয়া খেজুর টোকাইয়া আনিয়া অনেক সাধ্যসাধনা করিয়া দাদাকে তাহার ভাগ দিতাম। ডুমকুর, জাম, পেয়ারা, বেথুল পাড়িয়া আনিয়া দাদাকে সাধিয়া সাধিয়া খাওয়াইতাম। আর গল্প আরম্ভ করিবার আগে যে কত অনুনয়-বিনয় করিতে হইত তাহার কিছুটা পরিচয় পাঠক আগেই পাইয়াছেন। দাদার নিকট আমরা আবদুল বাদশার গল্প, জিতুধরের গল্প, রূপবান কন্যার গল্প, আরও কত কি শুনিয়াছি, আজ ভালোমতো মনেও নাই। যে-বয়সে গল্প শুনিয়া মনে রাখিতে পারিতাম, দাদা তখন চিরনিদ্রায় নিদ্রিত হইয়াছেন। মনের অগোচরে কখনও কখনও কোনো কোনো গানের কলি আমার কণ্ঠে আসিয়া ভর করে-

“মা তো আমার বকরি রাখে

বাপতো অন্ধ ঘরেরে,

লাউকি মইল পথের দিকে চায়ায়ে।”

এই লাউকি কে? কেন পথের দিকে চাহিয়া থাকে? গান গাহিতে গাহিতে কেবলি এই প্রশ্ন আমার মনে উদয় হয়। কিন্তু কে ইহার উত্তর দিবে? আরও একটি গানের কলি মনে পড়ে:

“পূর্ণিমার চান্দ উঠছেরে

ও বিবি তারা লয়া সাথেরে,

হারে নারে ও নারে নারেরে।”

তারা সঙ্গে লইয়া কোন দেশে এমন চাঁদ উঠিয়াছে?

একথা কোন বিবিকে কে বলিতেছে,

কেন বলিতেছে?

আরও একটি গানের কলি:

“আমার ভুজা রসের ভুজারে

ও কন্যা লক্ষ টাকা দামরে,

ও হারে নারে ও নারে নারে নারেরে।”

কে সেই ভুজাওয়ালা? কোন কন্যার দুয়ারে দাঁড়াইয়া সে ভুজা বেচিতে আসিয়াছে? এই প্রশ্নের উত্তর কে দিবে?

সেই কহকুণ্ড পাখির কেচ্ছার গান:

“আজ কেন কহরে কুণ্ড কোথায় রইলো?

মাতো গেল আগুন আনতে

ফিরা নহেরে-আইল।”

আরও একটা কিচ্ছার গান মনে পড়ে:

“তোমার হাতে দেখি নাল গামছা-

তোমার কান্ধে নাল ও ছাতিরে,

হ্যাদেরে গিধাড়ী

কোন শহরে ভালো তোমার বাড়ি ঘর হে।”

গান গাহিতে গাহিতে দুই চোখ ভরিয়া পানি আসে। ভাসাভাসা মনে পড়িতেছে, স্বামীকে খাইয়া তার রক্তে সমস্ত অঙ্গ লাল করিয়া গিধারী আসিয়া রাজকন্যার ছাতের উপর বসিয়াছে। রাজকন্যার প্রশ্নের উত্তরে গিধারী কি উত্তর দিল? এইসব কথা বিস্মৃতির অন্ধকারে মিলাইয়া গিয়াছে। হয়তো আজও কোনো গ্রামবৃদ্ধ এইসব গল্প বলিয়া আমাদেরই মতো তার নাতি-নাতনিদের মুগ্ধ করিতেছে। যদি সামর্থ্য থাকিত, পল্লীবাংলার ঘরে ঘরে ঘুরিয়া বেড়াইবার শক্তি পাইতাম, তবে এই অমৃত ভোগ কুড়াইয়া আনিয়া আমার দেশবাসীকে উপহার দিতাম: কিন্তু বাতব্যাধিতে প্রায় পঙ্গু হইতে বসিয়াছি। আর কি ফিরাইয়া পাইব স্বাস্থ্য? আর কি ফিরাইয়া পাইব সামর্থ্য? জীবনে কত আজেবাজে কাজ করিয়া সময় নষ্ট করিয়াছি। তখন সামর্থ্য থাকিতে কেন এ-কাজ করি নাই?