০১:৩২ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
কেন পৃথিবী জুড়ে ঘূর্ণিঝড় আগের থেকে বেশি হচ্ছেঃ বাংলাদেশ, ফিলিপাইন ও জাপান বিপদের মুখে দক্ষিণ ব্রাজিলে ভয়াবহ টর্নেডোতে অন্তত ৬ জন নিহত, আহত শতাধিক ফিলিপাইনে সুপার টাইফুন ‘ফুং-ওয়ং’-এর আঘাত: কালমাগি’র ধ্বংসের পর নতুন বিপর্যয়ের আশঙ্কা সংযুক্ত আরব আমিরাত ও চীনের বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতায় নতুন দিগন্ত মার্ক উড আশ্বাস দিলেন, অস্ট্রেলিয়ান মিডিয়ার কটাক্ষ সত্ত্বেও আত্মবিশ্বাসী ইংল্যান্ড দল তাপ থেরাপিতে রক্তচাপ কমানোর আশার আলো: নতুন গবেষণায় চমকপ্রদ ফলাফল জাকার্তার মসজিদে ভয়াবহ বিস্ফোরণ: আতঙ্কে শহর, আহত ৫৫ জন গাজায় বর্জ্য সংকট: দূষণে ডুবে স্বাস্থ্য বিপর্যয় তানজানিয়ায় রক্তে রাঙানো দমন-পীড়ন: এক ভয়াবহ নতুন বাস্তবতা ভারতের অদ্ভুত স্থিতিশীলতা

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-৬৪)

  • Sarakhon Report
  • ১২:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • 68
শশাঙ্ক মণ্ডল
নীল

তৃতীয় অধ্যায়

ইতিমধ্যে জিনিসপত্রের মূল্য বেড়েছে-কৃষিজাত অন্য ফসলের দামও সেই সাথে বেড়েছে কিন্তু নীলগাছের দাম ৪ বান্ডিল ১ টাকা তাই বজায় থাকল। ছোটলাট তার রিপোর্টে এ বিষয়ে বলেছিলেন নীল সংকট চরমে ওঠার সব থেকে বড় কারণ হল সাম্প্রতিক মূল্যবৃদ্ধি। সব কৃষিজাত জিনিসের দাম গত তিন বছর দ্বিগুণ বেড়েছে-কৃষি শ্রমিকদের মজুরি, গোরু রাখার খরচ বেড়ে চলেছে কিন্তু নীলের কোন দাম বাড়েনি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ-রায়তের কাছে নীলচাষের খারাপ দিকগুলি আরও বেশি প্রকট হয়ে উঠেছে।

এর পাশাপাশি নীলকর সাহেবদের নানা ধরনের অত্যাচার মীরজাম মন্ডলের ভাষায় নীলকর সাহেব একাধারে নীলকর মহাজন জমিদার সেই সঙ্গে সে শাসক শ্রেণীর অন্তর্ভুক্ত। আর একজন চাষি অভিযোগ করেছেন-তার ১১ বিঘা জমিকে মেপে ৭ বিঘাতে পরিণত করা হয়েছে। এ ভাবে সে যুগে চাষিকে বেশি জমিতে নীলচাষ করতে বাধ্য করা হত। চাষিদের কাছ থেকে কুঠি বাঁশ কিনেছে-তার দাম সে সময়মত পাচ্ছে না, ফসল ওঠার পর চাষিকে বাধ্য করা হত গোরুর গাড়িতে অথবা নৌকার দ্বারা কুঠিতে মাল পৌঁছে দিতে।

নীলকর সাহেবদের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ এভাবে ধূমায়িত হচ্ছিল তা ফেটে পড়ে ১৮৫৯ খ্রীষ্টাব্দে। বারাসাতের তরুণ ম্যাজিস্ট্রেট অ্যাসলি ইডেন হাবড়া নীল কলসার্নের অন্তর্গত চৌরাশি গ্রামের কৃষকদের সঙ্গে নীলকর সাহেবদের বিরোধের ব্যাপারে রায় দিতে গিয়ে মন্তব্য করেন, চাষিরা নীল চাষ করবে কিনা তা তাদের ব্যাপার, নিজের জমিতে চাষি কি চাষ করবে সে স্বাধীনতা তার আছে।

ইতিপূর্বে বিভিন্ন এলাকায় চাষীদের বিক্ষোভ লক্ষ করা যাচ্ছিল; এই রায় সমগ্র চাষিদের মনে দারুণ উৎসাহের সৃষ্টি করে, চারিদিকে নীলকর সাহেবদের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নীল বিদ্রোহ শুধু মাত্র কৃষকদেরই নাড়া দেয়নি বাঙালি সমাজের ওপর তলার মানুষদের উদাসীন থাকতে দেয়নি।

সাংবাদিক হরিশচন্দ্র থেকে শুরু করে শিশির কুমার ঘোষ, নীলদর্পণের নাট্যকার দীনবন্ধু মিত্র, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র বিদেশি মিশনারি লঙ্ সাহেব সহ সমাজের ওপর তলাকার অনেক মানুষ এই বিক্ষোভের আবর্তে জড়িয়ে পড়লেন। লড়াই ছড়িয়ে পড়ল বাংলাদেশ থেকে ভারতে এমনকি ইংলন্ডেও তার রেশ পৌঁছে গিয়েছিল।

 

 

জনপ্রিয় সংবাদ

কেন পৃথিবী জুড়ে ঘূর্ণিঝড় আগের থেকে বেশি হচ্ছেঃ বাংলাদেশ, ফিলিপাইন ও জাপান বিপদের মুখে

ব্রিটিশ রাজত্বে সুন্দরবন (পর্ব-৬৪)

১২:০০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
শশাঙ্ক মণ্ডল
নীল

তৃতীয় অধ্যায়

ইতিমধ্যে জিনিসপত্রের মূল্য বেড়েছে-কৃষিজাত অন্য ফসলের দামও সেই সাথে বেড়েছে কিন্তু নীলগাছের দাম ৪ বান্ডিল ১ টাকা তাই বজায় থাকল। ছোটলাট তার রিপোর্টে এ বিষয়ে বলেছিলেন নীল সংকট চরমে ওঠার সব থেকে বড় কারণ হল সাম্প্রতিক মূল্যবৃদ্ধি। সব কৃষিজাত জিনিসের দাম গত তিন বছর দ্বিগুণ বেড়েছে-কৃষি শ্রমিকদের মজুরি, গোরু রাখার খরচ বেড়ে চলেছে কিন্তু নীলের কোন দাম বাড়েনি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ-রায়তের কাছে নীলচাষের খারাপ দিকগুলি আরও বেশি প্রকট হয়ে উঠেছে।

এর পাশাপাশি নীলকর সাহেবদের নানা ধরনের অত্যাচার মীরজাম মন্ডলের ভাষায় নীলকর সাহেব একাধারে নীলকর মহাজন জমিদার সেই সঙ্গে সে শাসক শ্রেণীর অন্তর্ভুক্ত। আর একজন চাষি অভিযোগ করেছেন-তার ১১ বিঘা জমিকে মেপে ৭ বিঘাতে পরিণত করা হয়েছে। এ ভাবে সে যুগে চাষিকে বেশি জমিতে নীলচাষ করতে বাধ্য করা হত। চাষিদের কাছ থেকে কুঠি বাঁশ কিনেছে-তার দাম সে সময়মত পাচ্ছে না, ফসল ওঠার পর চাষিকে বাধ্য করা হত গোরুর গাড়িতে অথবা নৌকার দ্বারা কুঠিতে মাল পৌঁছে দিতে।

নীলকর সাহেবদের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভ এভাবে ধূমায়িত হচ্ছিল তা ফেটে পড়ে ১৮৫৯ খ্রীষ্টাব্দে। বারাসাতের তরুণ ম্যাজিস্ট্রেট অ্যাসলি ইডেন হাবড়া নীল কলসার্নের অন্তর্গত চৌরাশি গ্রামের কৃষকদের সঙ্গে নীলকর সাহেবদের বিরোধের ব্যাপারে রায় দিতে গিয়ে মন্তব্য করেন, চাষিরা নীল চাষ করবে কিনা তা তাদের ব্যাপার, নিজের জমিতে চাষি কি চাষ করবে সে স্বাধীনতা তার আছে।

ইতিপূর্বে বিভিন্ন এলাকায় চাষীদের বিক্ষোভ লক্ষ করা যাচ্ছিল; এই রায় সমগ্র চাষিদের মনে দারুণ উৎসাহের সৃষ্টি করে, চারিদিকে নীলকর সাহেবদের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নীল বিদ্রোহ শুধু মাত্র কৃষকদেরই নাড়া দেয়নি বাঙালি সমাজের ওপর তলার মানুষদের উদাসীন থাকতে দেয়নি।

সাংবাদিক হরিশচন্দ্র থেকে শুরু করে শিশির কুমার ঘোষ, নীলদর্পণের নাট্যকার দীনবন্ধু মিত্র, কালীপ্রসন্ন সিংহ, বঙ্কিমচন্দ্র বিদেশি মিশনারি লঙ্ সাহেব সহ সমাজের ওপর তলাকার অনেক মানুষ এই বিক্ষোভের আবর্তে জড়িয়ে পড়লেন। লড়াই ছড়িয়ে পড়ল বাংলাদেশ থেকে ভারতে এমনকি ইংলন্ডেও তার রেশ পৌঁছে গিয়েছিল।