০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
চীনের বায়োফার্মা উত্থান: ইভি শিল্পের সাফল্যের প্রতিধ্বনি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ ভারতে লেন্সকার্টের শেয়ার বাজারে সূচনা দিনে পতন চীনের স্বনির্ভরতার নতুন অধ্যায় , নতুন কারখানা নির্মাণে ইয়াংজি মেমোরি টেকনোলজি রমজান ২০২৬: রোজা শুরু ফেব্রুয়ারি ১৭ থেকে ১৯-এর মধ্যে, ঈদুল ফিতর ২০ মার্চ হাটহাজারীতে ২৪ ঘণ্টায় তিন অজ্ঞাত মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য বিশ্ববাজারে শেয়ারমূল্য বৃদ্ধি: মার্কিন সরকারের শাটডাউন সমাপ্তির আশায় উল্লাস, প্রযুক্তিখাতে উদ্বেগ অব্যাহত জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন হবে না: জামায়াত আমিরের ঘোষণা বিদেশগামী শ্রমিকদের কল্যাণে গালফ প্রদেশ কাউন্সিল ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ বৈঠক কৃষিজমি রক্ষায় জরুরি আইন প্রণয়নের আহ্বান ২৭তম সাংবিধানিক সংশোধনী: পাকিস্তানের সামরিক নেতৃত্ব কাঠামোয় কীভাবে বড় পরিবর্তন আনবে

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ০৩)

  • Sarakhon Report
  • ০৪:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • 63

ম্যাকসিম গোর্কী

চার

শপ্যর একটি সুর বাজিয়ে শোনাচ্ছিলেন গোল্ডেনভাইসার। ফলে লিও নিকোলাইয়েভিচ মন্তব্য করলেন, “কোনো একজন জার্মান রাজকুমার বলেছিলেন: ‘যদি তোমার কোথাও গোলামের দরকার হয়, তবে সেখানে যথাসম্ভব সংগীতের সরবরাহ করো।’ কথাটা সত্যি; এর মধ্যে সত্য-দৃষ্টির পরিচয় আছে। সুর মনকে অলস ক’রে দেয়। ক্যাথলিকরা এ ব্যাপারটি বিশেষ ভাবেই বোঝেন।

অবশ্য, আমাদের পুরোহিতরাও মেণ্ডেলসনের গানকে কখনো কোনোক্রমে গির্জায় ঢুকতে দেবেন না। হ্যাঁ, টুলায় আমার সংগে এক পুরোহিতের আলাপ হয়েছিল। তিনি আমাকে নিশ্চিত ক’রে জানালেন যে খৃস্ট কখনো ইহুদি ছিলেন না। যদিও তিনি স্বীকার করলেন যে খৃস্ট ছিলেন ইহুদি দেবতার পুত্র, এবং তাঁর মাও ছিলেন ইহুদির মেয়ে। তবু তিনি বললেন, ‘খুস্ট ইহুদি, এ অসম্ভব।’ আমি জিজ্ঞাসা করলাম, ‘কিন্তু তবে কেমন করে….?’ পুরোহিত ঘাড় নেড়ে বললেন, ‘সেইটুকুই তো হোলো দুর্বোধ্য।’

পাঁচ

গ্যালিসিয়ান রাজকুমার বৃদ্ধ ভ্লাদিমির্কো দ্বাদশ শতাব্দীতেও ‘সাহসের’ সংগে ঘোষণা করেছিলেন, ‘মিরাল্ ব’লে কোনো বস্তু নেই।’ মনীষীরা হোলেন সেই বৃদ্ধ ভ্লাদিমির্কোর মতো। তারপর ছশ বছর কেটে গেছে, কিন্তু আজো মনীষীরা পরস্পরের উদ্দেশ্যে চোঁচাচ্ছেন, মিরাক্ল্ ব’লে কিছু নেই হে, মিরাল্ ব’লে কিছু নেই। অথচ আজো সবাই মিরাকলে বিশ্বাস করে, তারা যেমনটি করতো সেই দ্বাদশ শতাব্দীতে।”

জনপ্রিয় সংবাদ

চীনের বায়োফার্মা উত্থান: ইভি শিল্পের সাফল্যের প্রতিধ্বনি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ

টলস্টয়ের স্মৃতি (পর্ব- ০৩)

০৪:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

ম্যাকসিম গোর্কী

চার

শপ্যর একটি সুর বাজিয়ে শোনাচ্ছিলেন গোল্ডেনভাইসার। ফলে লিও নিকোলাইয়েভিচ মন্তব্য করলেন, “কোনো একজন জার্মান রাজকুমার বলেছিলেন: ‘যদি তোমার কোথাও গোলামের দরকার হয়, তবে সেখানে যথাসম্ভব সংগীতের সরবরাহ করো।’ কথাটা সত্যি; এর মধ্যে সত্য-দৃষ্টির পরিচয় আছে। সুর মনকে অলস ক’রে দেয়। ক্যাথলিকরা এ ব্যাপারটি বিশেষ ভাবেই বোঝেন।

অবশ্য, আমাদের পুরোহিতরাও মেণ্ডেলসনের গানকে কখনো কোনোক্রমে গির্জায় ঢুকতে দেবেন না। হ্যাঁ, টুলায় আমার সংগে এক পুরোহিতের আলাপ হয়েছিল। তিনি আমাকে নিশ্চিত ক’রে জানালেন যে খৃস্ট কখনো ইহুদি ছিলেন না। যদিও তিনি স্বীকার করলেন যে খৃস্ট ছিলেন ইহুদি দেবতার পুত্র, এবং তাঁর মাও ছিলেন ইহুদির মেয়ে। তবু তিনি বললেন, ‘খুস্ট ইহুদি, এ অসম্ভব।’ আমি জিজ্ঞাসা করলাম, ‘কিন্তু তবে কেমন করে….?’ পুরোহিত ঘাড় নেড়ে বললেন, ‘সেইটুকুই তো হোলো দুর্বোধ্য।’

পাঁচ

গ্যালিসিয়ান রাজকুমার বৃদ্ধ ভ্লাদিমির্কো দ্বাদশ শতাব্দীতেও ‘সাহসের’ সংগে ঘোষণা করেছিলেন, ‘মিরাল্ ব’লে কোনো বস্তু নেই।’ মনীষীরা হোলেন সেই বৃদ্ধ ভ্লাদিমির্কোর মতো। তারপর ছশ বছর কেটে গেছে, কিন্তু আজো মনীষীরা পরস্পরের উদ্দেশ্যে চোঁচাচ্ছেন, মিরাক্ল্ ব’লে কিছু নেই হে, মিরাল্ ব’লে কিছু নেই। অথচ আজো সবাই মিরাকলে বিশ্বাস করে, তারা যেমনটি করতো সেই দ্বাদশ শতাব্দীতে।”