১০:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
সাঙ্গু নদী: বান্দরবানের হৃদয়ে পাহাড়, নদী আর জীবনের ছন্দ একটি বিষয় এখনও জেন- জি দের জন্য ম্যানুয়ালি আছে জাপানে ভালুকের হামলা থামছে না, নীতিতে ‘নিরাপত্তা–সংরক্ষণ’ সমন্বয়ের ভাবনা” নোরা ফাতেহি তার নতুন গান শেয়ার করলেন, শুরু হলো তার পপ গার্ল যুগ ব্ল্যাক ফ্রাইডের আগেই এম৪ ম্যাকবুক এয়ারে রেকর্ড ছাড় বিশ্বের সেরা ডিজিটাল স্বাস্থ্যসেবা ব্যবস্থার স্বীকৃতি পেল সংযুক্ত আরব আমিরাতের ফাকিহ হাসপাতাল সংখ্যালঘু কলেজছাত্রী শমরিয়া রানী নিখোঁজের ১৫ দিন: পরিবার ও মানবাধিকার কর্মীদের রহস্যজনক আচরণের অভিযোগ তারকাখচিত রক অ্যান্ড রোল হল অব ফেম ২০২৫, একযোগে ডিসনি প্লাসে সম্প্রচার  গুগল প্লে ও ইউটিউবের নতুন কেনা সিনেমা আর পড়বে না মুভিজ অ্যানিওয়্যারে সাহিত্য প্রচারে শারজাহের ভূমিকা: সংস্কৃতি ও জ্ঞানের সেতুবন্ধন

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৬)

  • Sarakhon Report
  • ০৬:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • 20

সুবীর বন্দ্যোপাধ্যায়

১৭. মামা কিল্লা (Mama Quilla)-মামা কিলা ছিলেন বিবাহ, উৎসব এবং চাঁদ-এর দেবী। এই দেবী বীরাকোচা ও মামা কোচার কন্যা। ইনকা সম্রাট মাত্রকে কাপার এবং পাচাকামাক কন এবং মামা অক্লোর মা-হলেন এই মামাকিলা।

১৮. মামা জারা (Mama Zara)-বা আকা জারামামা (aka zaramama) মামা জারাকে বলা হয় বৃষ্টির দেবী। এই দেবীকে ভুট্টা এবং ভুট্টার প্রচুর ফসলের সঙ্গে সম্পর্কিত করে ভাবা হয়। উইলো গাছের মঙ্গলময়ী দেবী হিসেবেও মামাজারার পরিচিতি আছে।

১৯. পাচা কামাক (Pacha Camac)-পাচা কামাককে বলা হয় সৃষ্টির দেবতা।

অনেক কাল আগে এই দেবতাকে ইচমারা (Ichma) পূজো করত। কিন্তু পরবর্তীকালে ইনকাদের সৃষ্টিরহস্য সম্পর্কিত লোকবিশ্বাস-এর অন্তর্ভূক্ত হয়ে যান।

২০. পারিকাকা (Paricaca)-প্রাক-ইনকা পুরাণে পারিকাকা-কে জল-এর দেবতা বলেই ভাবা হত। পরবর্তীকালে ইনকারা এই বিশ্বাসকেই মেনে নেয়। পারিকাকা হলেন ঝড় জলের দেবতা এবং সেই সঙ্গে সৃষ্টিও করেন। প্রথমে পারিকাকা বাজপাখী হয়ে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু পরে মানুষের রূপ ধারণ করেন।

২১. পারিসিয়া (Paricia)- পারিসিয়া এমন একজন দেবতা যিনি নিজের প্রতি আনুগত্য বা সম্মান বাড়াবার জন্য মানুষ হত্যা করেছিলেন। পাচাকামাক-এর অন্য এক নাম হিসেবেও তাকে ভাবা হয়।

২২. সুপাত্র (Supay)-সুপাএ হলেন মৃত্যুর দেবতা। তিনি উকা পাচা (Uca pacha)-র শাসক ছিলেন। মনে করা হয় এই উকা পাচারা ছিল এক দানব জাতি।

২৩. উরকাগুয়ারি (Urcaguary)-উরকাণ্ডয়ারিকে বলা হয় ধাতু। স্বর্ণালঙ্কার এবং গোপনীয় নানা মহামূল্য দ্রব্যের দেবতা।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৫)

 

জনপ্রিয় সংবাদ

সাঙ্গু নদী: বান্দরবানের হৃদয়ে পাহাড়, নদী আর জীবনের ছন্দ

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৬)

০৬:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

সুবীর বন্দ্যোপাধ্যায়

১৭. মামা কিল্লা (Mama Quilla)-মামা কিলা ছিলেন বিবাহ, উৎসব এবং চাঁদ-এর দেবী। এই দেবী বীরাকোচা ও মামা কোচার কন্যা। ইনকা সম্রাট মাত্রকে কাপার এবং পাচাকামাক কন এবং মামা অক্লোর মা-হলেন এই মামাকিলা।

১৮. মামা জারা (Mama Zara)-বা আকা জারামামা (aka zaramama) মামা জারাকে বলা হয় বৃষ্টির দেবী। এই দেবীকে ভুট্টা এবং ভুট্টার প্রচুর ফসলের সঙ্গে সম্পর্কিত করে ভাবা হয়। উইলো গাছের মঙ্গলময়ী দেবী হিসেবেও মামাজারার পরিচিতি আছে।

১৯. পাচা কামাক (Pacha Camac)-পাচা কামাককে বলা হয় সৃষ্টির দেবতা।

অনেক কাল আগে এই দেবতাকে ইচমারা (Ichma) পূজো করত। কিন্তু পরবর্তীকালে ইনকাদের সৃষ্টিরহস্য সম্পর্কিত লোকবিশ্বাস-এর অন্তর্ভূক্ত হয়ে যান।

২০. পারিকাকা (Paricaca)-প্রাক-ইনকা পুরাণে পারিকাকা-কে জল-এর দেবতা বলেই ভাবা হত। পরবর্তীকালে ইনকারা এই বিশ্বাসকেই মেনে নেয়। পারিকাকা হলেন ঝড় জলের দেবতা এবং সেই সঙ্গে সৃষ্টিও করেন। প্রথমে পারিকাকা বাজপাখী হয়ে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু পরে মানুষের রূপ ধারণ করেন।

২১. পারিসিয়া (Paricia)- পারিসিয়া এমন একজন দেবতা যিনি নিজের প্রতি আনুগত্য বা সম্মান বাড়াবার জন্য মানুষ হত্যা করেছিলেন। পাচাকামাক-এর অন্য এক নাম হিসেবেও তাকে ভাবা হয়।

২২. সুপাত্র (Supay)-সুপাএ হলেন মৃত্যুর দেবতা। তিনি উকা পাচা (Uca pacha)-র শাসক ছিলেন। মনে করা হয় এই উকা পাচারা ছিল এক দানব জাতি।

২৩. উরকাগুয়ারি (Urcaguary)-উরকাণ্ডয়ারিকে বলা হয় ধাতু। স্বর্ণালঙ্কার এবং গোপনীয় নানা মহামূল্য দ্রব্যের দেবতা।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-১৫)