প্রদীপ কুমার মজুমদার
অষ্টাবক্র উবাচ-
চতুষ্টয়ং ব্রাহ্মণানাং নিকেতং
চত্বারো বর্ণা যজ্ঞমিমং বহন্তি।
দিশশ্চতস্রো বর্ণচতুষ্টয়ঞ্চ
চতুষ্পদা গৌরপি শশ্বছক্তা।
অর্থাৎ ব্রাহ্মণের আশ্রম চার, এই যজ্ঞের অধিকারী চার দিক চার, গো চতুষ্পাৎ, তা সর্ব্বদাই কথিত হয়।
বন্দী উবাচ-
পঞ্চান্নয়ঃ পঞ্চপদা চ পঙক্তি বক্তাঃ
পঞ্চৈবাপ্যথ পঞ্চেন্দ্রিয়াণি।
দৃষ্টা বেদে পঞ্চ চূড়ান্সরাশ্চ
লোকে খ্যাতং পঞ্চনদঞ্চ পুণ্যম্।
অর্থাৎ, অগ্নি পাঁচ। পঙক্তি পাঁচ পদযুক্ত, যজ্ঞ নিশ্চয়ই পাঁচ, ইন্দ্রিয়ও পাঁচ বেদে দেখা যায়, চূড়া পাঁচ এবং অপ্সরা পাঁচ। পুণ্য-পঞ্চনদ লোকে খ্যাত আছে।
(চলবে)