০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৩০)

  • Sarakhon Report
  • ০৬:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • 18

সুবীর বন্দ্যোপাধ্যায়

কবর দেওয়ার পদ্ধতি

 সামাজিক আচার এর অন্যতম একটি সাধারণ প্রথা হল মৃত্যুর পর শব কবর দেওয়ার বিশেষ পদ্ধতি। ইনকাদের মধ্যে জন্মের মত মৃত্যু এবং মৃতদেহের গুরুত্ব সমান। কেননা ইনকারা মায়াদের মত পূর্বপুরুষদের এবং আত্মার প্রতিই খুবই শ্রদ্ধাশীল। কবর দেওয়ার ‘রীতি’ পদ্ধতিটি এরকম। রাজা বা কারো মৃত্যু হলে ইনকারা সেই দেহ সংরক্ষণ করে রাখে।

বিশেষ করে রাজাদের দেহ তারা মন্দিরের মঠে রেখে দেয়। এই মন্দিরের নাম কোরি-কাঞ্চা। ইনকারা বিশ্বাস করে রাজা মহারাজারা আদতে ভগবানের দূত। তবে সাধারণ মানুষের মৃতদেহ পর্বত বা পাহাড়ের গুহায় কবর দেওয়া হয়। কবর দেওয়ার আগে কিছু লোকাচার পালনের রীতি আছে। যেমন প্রথমে মৃতদেহটি পাথর ও মাটি দিয়ে ঢাকা দেওয়া হয়।

তবে এর আগে মৃত যে সব খাবার, বাসন, পোশাক পছন্দ করত সেইসব দ্রব্য তাদের দান করা হয়। এই বিশ্বাস ইনকারা অনেককাল যাবৎ পালন করেছে এবং পেরুতে স্প্যানিশ উপনিবেশ স্থাপিত হবার পরেও এই লোকাচার বিশ্বাস তারা হারায়নি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ইনকারা নিজেদের আপনজনের আত্মার পুর্নজন্মের জন্য অপেক্ষা করে। ইনকারা একে বলে ইনকারি।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-২৯)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-২৯)

২০২৫ সালে ফিলিপাইনের ১২টি প্রধান অবকাঠামো প্রকল্প: রিয়েল এস্টেটের রূপান্তর

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৩০)

০৬:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

সুবীর বন্দ্যোপাধ্যায়

কবর দেওয়ার পদ্ধতি

 সামাজিক আচার এর অন্যতম একটি সাধারণ প্রথা হল মৃত্যুর পর শব কবর দেওয়ার বিশেষ পদ্ধতি। ইনকাদের মধ্যে জন্মের মত মৃত্যু এবং মৃতদেহের গুরুত্ব সমান। কেননা ইনকারা মায়াদের মত পূর্বপুরুষদের এবং আত্মার প্রতিই খুবই শ্রদ্ধাশীল। কবর দেওয়ার ‘রীতি’ পদ্ধতিটি এরকম। রাজা বা কারো মৃত্যু হলে ইনকারা সেই দেহ সংরক্ষণ করে রাখে।

বিশেষ করে রাজাদের দেহ তারা মন্দিরের মঠে রেখে দেয়। এই মন্দিরের নাম কোরি-কাঞ্চা। ইনকারা বিশ্বাস করে রাজা মহারাজারা আদতে ভগবানের দূত। তবে সাধারণ মানুষের মৃতদেহ পর্বত বা পাহাড়ের গুহায় কবর দেওয়া হয়। কবর দেওয়ার আগে কিছু লোকাচার পালনের রীতি আছে। যেমন প্রথমে মৃতদেহটি পাথর ও মাটি দিয়ে ঢাকা দেওয়া হয়।

তবে এর আগে মৃত যে সব খাবার, বাসন, পোশাক পছন্দ করত সেইসব দ্রব্য তাদের দান করা হয়। এই বিশ্বাস ইনকারা অনেককাল যাবৎ পালন করেছে এবং পেরুতে স্প্যানিশ উপনিবেশ স্থাপিত হবার পরেও এই লোকাচার বিশ্বাস তারা হারায়নি। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ইনকারা নিজেদের আপনজনের আত্মার পুর্নজন্মের জন্য অপেক্ষা করে। ইনকারা একে বলে ইনকারি।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-২৯)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-২৯)