চীনের প্রধান খাদ্য ডেলিভারি প্ল্যাটফর্মগুলো সম্প্রতি তাদের ডেলিভারি রাইডারদের সামাজিক নিরাপত্তা সুবিধা প্রদান করার ঘোষণা দিয়েছে।
চীনের ই-কমার্স প্ল্যাটফর্ম জেডি, ফেব্রুয়ারিতে ডেলিভারি পরিষেবা শুরুর পর জানায়, তারা ১ মার্চ থেকে পূর্ণকালীন রাইডারদের জন্য সামাজিক নিরাপত্তা এবং হাউজিং প্রভিডেন্ট ফান্ড দেবে। সেইসঙ্গে খণ্ডকালীন রাইডারদের জন্য থাকবে স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা।
আরেকটি বড় অন-ডিমান্ড পরিষেবা প্ল্যাটফর্ম মেইথুয়ান ঘোষণা করেছে, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিক থেকে তারা রাইডারদের জন্য সামাজিক নিরাপত্তা সুবিধা চালু করবে।
এলে ডট মি গত বছর কিছু শহরে তাদের ডেলিভারি কর্মীদের জন্য সামাজিক নিরাপত্তা সুবিধা চালু করেছে এবং ভবিষ্যতে ভাতার পরিমাণ ও আরও সুবিধা বাড়ানোর পরিকল্পনা করেছে।
সরকারি তথ্যে দেখা যায়, চীনে এখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ১ কোটি ২০ লাখেরও বেশি নিবন্ধিত ডেলিভারি কর্মী রয়েছে।
সিএমজি বাংলা