সারাক্ষণ ডেস্ক
বাংলাদেশ সেনাবাহিনী গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে, ভারতের কিছু গণমাধ্যম—যেমন দ্য ইকোনমিক টাইমস ও ইন্ডিয়া টুডে—সম্প্রতি ভিত্তিহীন ও মনগড়া প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে সেনাবাহিনীর কমান্ড কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা ও সামরিক অভ্যুত্থানের মতো মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এই প্রতিবেদনগুলো সম্পূর্ণ অসত্য এবং এটি বাংলাদেশ ও এর সশস্ত্র বাহিনীর স্থিতিশীলতা ও সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিচালিত একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণার অংশ বলে মনে করা হচ্ছে।
আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে, বাংলাদেশ সেনাবাহিনী শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং প্রধান সেনাপতির দক্ষ নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। সেনাবাহিনীর কমান্ড কাঠামো অত্যন্ত সুসংহত এবং সব পর্যায়ের কর্মকর্তা ও সৈনিকরা সংবিধান, চেইন অব কমান্ড এবং বাংলাদেশের জনগণের প্রতি দৃঢ়ভাবে অনুগত। সেনাবাহিনীর ভেতরে কোনো প্রকার বিভক্তি বা অসন্তোষের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
বিশেষভাবে উদ্বেগের বিষয় হলো, দ্য ইকোনমিক টাইমস বারবার এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করে আসছে। গত ২৬ জানুয়ারি ২০২৫-এও একই গণমাধ্যম মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছিল, যা এই সাম্প্রতিক মিথ্যা খবরের পূর্বসূরি হিসেবে কাজ করেছে। এ ধরনের ধারাবাহিক অপপ্রচার এই গণমাধ্যমগুলোর উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। এছাড়া, কিছু অনলাইন পোর্টাল ও একাধিক অখ্যাত ও অসৎ টেলিভিশন চ্যানেলও এসব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি বাড়াচ্ছে। তারা দায়িত্বশীল সাংবাদিকতার নীতি অনুসরণ করার পরিবর্তে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও জনগণের মধ্যে অবিশ্বাস তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
আমরা এসব গণমাধ্যম, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমগুলোকে, দায়িত্বশীল সাংবাদিকতার নীতি মেনে চলার আহ্বান জানাই এবং যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিমূলক ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ করি। যথাযথ তথ্য প্রকাশের স্বার্থে তারা যেন ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর সঙ্গে যোগাযোগ করে মন্তব্য ও ব্যাখ্যা গ্রহণ করে। বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কিত সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করতে আইএসপিআর সবসময় প্রস্তুত।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষার জন্য সদা প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সব গণমাধ্যমকে আহ্বান জানাই যে, তারা দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশ করুক এবং এ ধরনের ভিত্তিহীন প্রচার থেকে বিরত থাকুক, যা শুধুমাত্র অপ্রয়োজনীয় উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি করে।
Leave a Reply