মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৭৬)

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৭.০০ এএম

সুবীর বন্দ্যোপাধ্যায়

ইনকা সমাজ এবং সাম্প্রতিক প্রেক্ষাপট

লাতিন আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে মায়া সভ্যতার পাশাপাশি প্রায় সমসাময়িক পর্যায়ে ছিল ইনকা সভ্যতা। স্প্যানিশ আক্রমণের পর থেকে এবং প্রাসঙ্গিক অন্যানা কারণে এই ঐতিহ্যপূর্ণ জনজাতিপ্রধান সভ্যতা ক্রমশ বিলীন হয়েছে। এই পর্বের আলোচনা কেন্দ্রীভূত হয়েছে সাম্প্রতিক ইনকাদের অবস্থান বিশ্লেষণ করে। এই দিকগুলির মধ্যে আছে জন সাধারণের অবস্থা এবং সামগ্রিক জীবনযাত্রা।

ইনকা সাম্রাজ্যের সূচনা হয়েছিল আমেরিকা ও ভারতীয় জনজাতিদের মিশ্রণে। দক্ষিণ আমেরিকার আন্দেস পর্বতমালার কোল থেকে দ্বাদশ শতকের (১১০০ খ্রিষ্টাব্দ) শুরুতে কুজকো শহরকে কেন্দ্র করে ইনকা সাম্রাজের শুরু। এরপর থেকে সাংকোকাপাক থেকে শুরু করে লোকে উপাত্তি হয়ে তোপা ইনকা ছড়িয়ে হুয়াস্কার পর্যন্ত এই সাম্রাজ্য টিকে ছিল। সবচেয়ে লক্ষ্যণীয় বৈশিষ্ট।

হল, জনজাতি এবং আদিবাসী গোষ্ঠী ও তাদের সমাজ সংস্কৃতিই ইনকা সভ্যতাকে এক বিশেষ মাত্রা দিয়েছিল। ইনকাদের নিজস্ব এক বৈশিষ্ট্য গড়ে উঠেছিল স্থাপত্য, শিল্পকলা, গ্রামীণ সভ্যতা, শহরকেন্দ্রিক সৌন্দর্যকে নিয়ে। কিন্তু এই পাহাড়ঘেরা জনজাতি সংস্কৃতির নিজস্বতায় ভরপুর ইনকাদের পতন শুরু হয়েছিল নিজেদের মধ্যে গৃহযুদ্ধকে কেন্দ্র করে।

এই যুদ্ধ শুরু হয়েছিল ইনকা হুয়াসকার এবং আডাহুলাপার মধ্যে। এর সঙ্গে যুক্ত হয়েছিল স্প্যানিশদের অভিযান। ঐ সময় স্প্যানিশ উপনিবেশবাদ তার সাম্রাজ্য বাড়াবার চেষ্টা করছিল।

(চলবে)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৭৫)

ইনকা সভ্যতার ইতিহাস (পর্ব-৭৫)

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

kjhdf73kjhykjhuhf
© All rights reserved © 2024