ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
ফ্র্যানসিসকো পিজারো (Fraincisco Pizzaro) ১৫৩১ খ্রিষ্টাব্দে স্প্যানিশ রাজার অনুমতি নিয়ে (ইনকাদের সোনার [Gold] কথা শুনে) কমবেশি ২০০ লোকের এক বাহিনী নিয়ে ষাট লক্ষ লোকের ইনকা অভিযান শুরু করে। আজতেক জয়-এর অভিজ্ঞতা থেকে কিছু কৌশল তিনি সংগ্রহ করেছিলেন। ইনকাদের মধ্যে চলতে থাকা গৃহযুদ্ধর কথা শুনে পিজারো বুঝেছিলেন এই হল ইনকা আক্রমণের মোক্ষম সময়।
এই অভিযান কাণ্ডের মধ্যে ছিল আরও কূটনৈতিক কৌশল। এই কৌশলের অঙ্গ হল কিছু স্প্যানিশ কর্তাদের ইনকা আতাহুয়ালপা অঞ্চলে ঢুকে পড়া। আতাহুয়ালপা পিজারের সঙ্গে দেখা করতে রাজী হয়, পিজারোকে নৈশ ভোজে আমন্ত্রণ জানায় এবং শর্ত দেন নিরস্ত্র অবস্থায় আসার জন্য।
এই সাক্ষাতের সময় একজন স্প্যানিশ পুরোহিত ইনকাকে খ্রিষ্টধর্ম গ্রহণ করার প্রস্তাব সেদ। এই প্রস্তাবটি ছিল মূলত একটি প্রতীকী বার্তা। এর ত্রিশ মিনিটের (১৫৩২ নভেম্বর ১৬) মধ্যে আতাইয়ালিশকে আক্রমণ করা হয় এবং প্রায় তিন হাজার ভূকোর মৃত্যু হয়।
এই আক্রমণ-এর মধ্য দিয়ে স্প্যানিশরা ইনকাদের গচ্ছিত আনেক সোনা কেড়ে নেয়। এই ঘটনার পর ইনকা আতায়য়ালকা তার ভাই প্রয়াসকার মৃত্যুসংবাদ পাঠিয়ে দেন। উদ্দেশ্য ছিল যাতে ভাই-এর জমির ভাগটুকু আত্মসাৎ করা যায়।
(চলবে)
Leave a Reply