০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
ঝিনাইদহের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো: গৌরব থেকে ধুলোর পথে ইউএনবি মিয়ানমার সীমান্তে তীব্র সংঘর্ষের প্রভাব টেকনাফে, বিস্ফোরণ ও গুলির শব্দে আতঙ্ক সোমালিয়ার সার্বভৌমত্বে বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত শুল্কের প্রতিশ্রুতি, কারখানার হতাশা: আমেরিকার হারিয়ে যাওয়া শিল্প পুনর্জাগরণ সংস্কারপন্থী রাজনীতিতে নতুন মুখ, লন্ডনের মেয়র দৌড়ে মুসলিম নারী প্রার্থী লায়লা কানিংহাম নারীর স্বাস্থ্য নিয়ে ভুল ধারণা: হৃদরোগ থেকে মেনোপজ পর্যন্ত যে সত্যগুলো জানা জরুরি লেবাননের দক্ষিণে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের প্রথম ধাপ শেষ, চাপের মুখে সরকার ভারতের নীতি বদলের ইঙ্গিত চীনা সংস্থার দরপত্রে পাঁচ বছরের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তুতি পঞ্চাশ ডলারের দিকে অপরিশোধিত তেলের গতি, সরবরাহ উদ্বৃত্তে চাপে বিশ্ববাজার প্যারিসে ট্র্যাক্টর মিছিল, বাণিজ্য চুক্তির বিরুদ্ধে কৃষকদের বিস্ফোরণ

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১১৭)

  • Sarakhon Report
  • ০৩:৪৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
  • 88

প্রদীপ কুমার মজুমদার

হিষ্টা অব ম্যাথেমেটিকসের কোন এক জায়গায় স্মীথ বলেছেন হিন্দাসী বলতে হিন্দুকে বা হিন্দু সম্পর্কিত বিষয়কেই বোঝায়। ভারতবর্ষে এবং আরব জগতে গুণ করার একটি কৌশল প্রচলিত ছিল। এবং এর সঙ্গে জড়িত numerical’ কেই হিন্দাসি বলা হয়ে থাকে।

যাই হোক আমরা লক্ষ্য করলাম জাহিজ ইবন ওয়াসিয়া, আলবিরূণী, শরাফ এদ্দিন প্রন্থেরা অঙ্ক বোধক চিহ্নকে হিন্দের চিহ্ন বলেছেন। এবং কো প্রমুখের মন্তব্য এ প্রসঙ্গে একেবারেই খাটে না। কারণ স্পষ্টই বোঝা যায় তাজকির ফি অল-হিসাব ওয়াল মাদ বি আল অরকম অল সিন্দ ওয়াল হিন্দ, অল অরকম অল হিন্দ, অল অরকম অল সিন্দ প্রভৃতি শব্দ হিন্দু সংখ্যা চিহ্ন বা হিন্দু সম্পর্কিত বিষয়কেই বোঝাচ্ছে।

আধুনিক আরবী অঙ্কবোধক চিহ্ন এবং ভারতীয় অঙ্কবোধক চিহ্ন থেকে বেশ পার্থক্য লক্ষ্য করা যায়। এটা স্বাভাবিক যে কোন দেশ উন্নতির দিকে অগ্রসর হলে তার অঙ্কবোধক চিহ্নগুলিও কিছুটা পরিবর্তন হয় এবং এই কারণেই আল-বিন্ধণীর সময়ে ভারতে যে নানা প্রকার অঙ্কবোধক চিহ্ন ছিল আজ তার পরিবর্তন হয়েছে এবং এরই ফলে আরব জগতে এবং ভারতবর্ষে অঙ্কবোধক চিহ্নের পার্থক্য লক্ষিত হয়।

লক্ষ্য করলেই দেখা যাবে আরবের দুই ও তিন সংখ্যাদ্বয় সংস্কৃত দুই ও তিন সংখ্যাদ্বয় থেকে খুব বেশী একটা পার্থক্য নেই। এবং দশমশতাব্দীতে এই দুই অঙ্কবোধক চিহ্ন একই ডিল। ভারতীয় শিক্ষিত সমাজে তখনকার দিনে প্রচলিত দেবনগরী অক্ষর মোতাহার ইবন তাহিরের গ্রন্থে দেখতে পাওয়া যায়। অবশ্বা এই দেবনগরী অঙ্কবোধক চিহ্নগুলি জনসাধারণের মাঝে প্রচলিত ছিল না। আল-বিরূণী অবশ্য তার গ্রন্থে স্পষ্টই বলে গিয়েছেন আরবীয় অঙ্কবোধক চিহ্ন ভারতীয় অঙ্ক-বোধক চিহ্ন থেকে উদ্ভূত।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১১৬)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১১৬)

জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো: গৌরব থেকে ধুলোর পথে ইউএনবি

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১১৭)

০৩:৪৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

প্রদীপ কুমার মজুমদার

হিষ্টা অব ম্যাথেমেটিকসের কোন এক জায়গায় স্মীথ বলেছেন হিন্দাসী বলতে হিন্দুকে বা হিন্দু সম্পর্কিত বিষয়কেই বোঝায়। ভারতবর্ষে এবং আরব জগতে গুণ করার একটি কৌশল প্রচলিত ছিল। এবং এর সঙ্গে জড়িত numerical’ কেই হিন্দাসি বলা হয়ে থাকে।

যাই হোক আমরা লক্ষ্য করলাম জাহিজ ইবন ওয়াসিয়া, আলবিরূণী, শরাফ এদ্দিন প্রন্থেরা অঙ্ক বোধক চিহ্নকে হিন্দের চিহ্ন বলেছেন। এবং কো প্রমুখের মন্তব্য এ প্রসঙ্গে একেবারেই খাটে না। কারণ স্পষ্টই বোঝা যায় তাজকির ফি অল-হিসাব ওয়াল মাদ বি আল অরকম অল সিন্দ ওয়াল হিন্দ, অল অরকম অল হিন্দ, অল অরকম অল সিন্দ প্রভৃতি শব্দ হিন্দু সংখ্যা চিহ্ন বা হিন্দু সম্পর্কিত বিষয়কেই বোঝাচ্ছে।

আধুনিক আরবী অঙ্কবোধক চিহ্ন এবং ভারতীয় অঙ্কবোধক চিহ্ন থেকে বেশ পার্থক্য লক্ষ্য করা যায়। এটা স্বাভাবিক যে কোন দেশ উন্নতির দিকে অগ্রসর হলে তার অঙ্কবোধক চিহ্নগুলিও কিছুটা পরিবর্তন হয় এবং এই কারণেই আল-বিন্ধণীর সময়ে ভারতে যে নানা প্রকার অঙ্কবোধক চিহ্ন ছিল আজ তার পরিবর্তন হয়েছে এবং এরই ফলে আরব জগতে এবং ভারতবর্ষে অঙ্কবোধক চিহ্নের পার্থক্য লক্ষিত হয়।

লক্ষ্য করলেই দেখা যাবে আরবের দুই ও তিন সংখ্যাদ্বয় সংস্কৃত দুই ও তিন সংখ্যাদ্বয় থেকে খুব বেশী একটা পার্থক্য নেই। এবং দশমশতাব্দীতে এই দুই অঙ্কবোধক চিহ্ন একই ডিল। ভারতীয় শিক্ষিত সমাজে তখনকার দিনে প্রচলিত দেবনগরী অক্ষর মোতাহার ইবন তাহিরের গ্রন্থে দেখতে পাওয়া যায়। অবশ্বা এই দেবনগরী অঙ্কবোধক চিহ্নগুলি জনসাধারণের মাঝে প্রচলিত ছিল না। আল-বিরূণী অবশ্য তার গ্রন্থে স্পষ্টই বলে গিয়েছেন আরবীয় অঙ্কবোধক চিহ্ন ভারতীয় অঙ্ক-বোধক চিহ্ন থেকে উদ্ভূত।

(চলবে)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১১৬)

প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-১১৬)