ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
আজতেক শব্দটির মূল উৎস হল আজলান (ইংরেজীতে Aztlan)/অবিন কোডেক্স থেকে জানা যায় আজলান অঞ্চলে নাইয়াদের (Nahua) সাতটি আদিবাসীগোষ্ঠী শক্তিশালী এক শাসকের অধীনে বাস করত।
এই সাতটি গোষ্ঠী হঠাৎই নতুন অঞ্চলের সন্ধানে আজলান থেকে পালিয়ে যায়। এর মধ্যে মেক্সিকা (Mexica) গোষ্ঠী সব শেষে আজলান ছাড়ে। এই গোষ্ঠীর নেতা ছিলেন মহাপুরোহিত ইইভজিল (Huitzil)।
অবিন কোডেক্স (Aubin codex) থেকে আরও জানা যায় মেক্সিকা গোষ্ঠীর নেতা হুইজিপো পোচলি (Huizilopochtie)। তাঁর বাহিনীকে এই মর্মে নির্দেশ দেন যে কখনও যেন নিজেদের আজতেকা (Azteca) হিসেবে, পরিচয় না দেয়।
এই আজতেকা হল তাদের পূর্ববর্তী শাসকের নাম। এর পরিবর্তে নিজেদের পরিচিত করেন মেক্সিকা (Mexica) নামে।
(চলবে)
Leave a Reply