সারাক্ষণ ডেস্ক
দেশের চলমান পরিস্থিতিতে আইনশৃংখলা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে দেশব্যাপী পেশাদারিত্বের সাথে কাজ করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ০৩ এপ্রিল ২০২৫ থেকে ০৯ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীনস্থ ইউনিট অজেয় চার এর কামরাঙ্গীরচর ক্যাম্প কর্তৃক ভান্ডারী মোর কামরাঙ্গীরচর এলাকা হতে দেশীয় অস্ত্র সহ চারজন ডাকাতকে আটক করা হয় এবং কামরাঙ্গীরচর থানায় হস্তান্তর এর একটি দৃশ্য
এ সকল যৌথ অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চোর, ডাকাত, চাঁদাবাজ, একাধিক মামলার পলাতক আসামি, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত এবং দালালচক্রের সদস্যসহ মোট ৬০৮ জন অপরাধীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপরাধীদের নিকট হতে ২১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২৯৫টি বিভিন্ন ধরনের গোলাবারুদ, মাদকদ্রব্য, সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার দেশী অস্ত্র, চোরাই মোবাইল ফোন, পাসপোর্ট, ল্যাপটপ, জালনোট, বৈদেশিক মুদ্রা ও নগদ অর্থ উদ্ধার করা হয়। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ইউনিট কর্তৃক শ্যামলী হাউজিং, আদাবর হতে কব্জিকাটা আনোয়ার এর গ্রুপের ০৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়
এছাড়াও, ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে গণপরিবহনের টার্মিনাল ও স্টেশনসমূহে টহল, সচেতনতামূলক মাইকিং, কালোবাজারি রোধ ও টিকিটের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মহাসড়কে বিকল্প রুট, পার্কিং ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং রোড ব্লক প্রতিরোধে দিনরাত কাজ করেছে সেনা টহল দল, যা ঘরমুখো মানুষের যাত্রাকে করেছে সহজ ও নিরাপদ। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনার প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে সম্পৃক্তদের আটক করে আইনি ব্যবস্থা গ্রহণ করাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সার্বিক নিরাপত্তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও, নিষিদ্ধ পলিথিন কারখানা সিলগালাসহ অবৈধ পার্কিং এবং রাস্তা ও ফুটপাত বেদখলকারীদের অপসারণ করা হয়। এছাড়া, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব মহা অষ্টমী, পূণ্যস্নান ও বাসন্তী পূজা উপলক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পূজামন্ডপ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে নিরাপত্তা নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ জনগণকে যেকোন সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য প্রদান করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ইউনিট কর্তৃক নীল ক্ষেত এলাকা হতে ২০ কেজি গাজা, ০৮টি মোবাইল ফোন এবং ০৭টি সুইস ব্লেডসহ মাদক চক্রের ১২ জনকে গ্রেফতার করা হয়

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ইউনিট কর্তৃক পশ্চিম নাখালপাড়া এলাকা হতে ৯.৬ কেজি গাজাসহ দুই মহিলা মাদক কারবারীকে গ্রেফতার করা হয়

নবীনগর এলাকায় ৯ পদাতিক ডিভিশনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে আটককৃত মাদকদ্রব্যসহ ৯ জন শীর্ষ মাদক কারবারি

দূর্ঘটনা কবলিত বাসে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করছে ৯ পদাতিক ডিভিশনের টহল দল

৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড এর অভিযানে বালুঘাট এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানা সিলগালা করেন পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট

৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড কর্তৃক ভাষানটেক ধামালকোট বস্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আটক

রংপুর অঞ্চলের একটি ইউনিটের সেনাসদস্য এবং পুলিশ সদস্যগণ কর্তৃক রংপুর জেলায় যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে দেশীয় অস্ত্র এবং বৈদেশিক মুদ্রা উদ্ধার

রংপুর অঞ্চলের সেনা সদস্যগণ কর্তৃক কুড়িগ্রাম জেলায় চিলমারী এলাকায় পূণ্যস্নানে আসা ব্যক্তিবর্গদের টহলের মাধ্যমে নিরাপত্তা প্রদান

নারায়ণগঞ্জ এর বন্দর এলাকায় লাঙ্গলবন্দ পূণ্যস্নানে আসা ধর্মীয় ব্যক্তিবর্গের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর টহল দলের মতবিনিময়

১১ পদাতিক ডিভিশনের দ্বায়িত্বপুর্ন এলাকা নাটোরে উদ্ধারকৃত মাদক ও ধারালো দেশী অস্ত্রসমূহ

২৪ পদাতিক ডিভিশন এর অধীনস্থ একটি ইউনিট কর্তৃক বেসামরিক প্রশাসনের সহায়তায় মোতায়েনকৃত এলাকার গার্মেন্টস কর্মীদের আন্দোলন নিয়ন্ত্রণের দৃশ্য

বরিশাল অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীদের বাসন্তী পূজা উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকল্পে ৭ পদাতিক ডিভিশনের মোতায়েনরত সেনাসদস্যরা দায়িত্ব পালন করেন

বরিশাল অঞ্চলে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় অগ্নি দূর্ঘটনা নিয়ন্ত্রণে ৭ পদাতিক ডিভিশনের মোতায়েনরত সেনাসদস্যগণ অগ্নি নির্বাপণ ব্যবস্থাপনায় সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেন

১০ পদাতিক ডিভিশনের সেনাসদস্য কর্তৃক টহল কার্যক্রম পরিচালনা

১০ পদাতিক ডিভিশনের সেনাসদস্য কর্তৃক টহল কার্যক্রম পরিচালনা

১৯ পদাতিক ডিভিশনের দায়িত্বপূর্ণ এলাকা ভালুকা থেকে আটককৃত সন্ত্রাসী

১৯ পদাতিক ডিভিশন কর্তৃক কিশোরগঞ্জ জেলায় যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকসহ মাদক ব্যবসায়ীকে আটকের একটি চিত্র

৬ স্বতন্ত্র এডি ব্রিগেড এর অধীনস্থ একটি ইউনিট কর্তৃক মোতায়েন এলাকায় অবৈধ মাদক সেবনকারী ও বিক্রেতা আটক এর একটি আলোকচিত্র

৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিটের দায়িত্বপূর্ণ এলাকায় স্থিত গুরুত্বপূর্ণ স্থাপনায় (বিদ্যুৎ কেন্দ্র) নিরাপত্তা নিশ্চিত কল্পে প্রয়োজনীয় সমন্বয় সাধনের একটি মূহুর্ত

রবিনটেক্স লিমিটেড এর অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে শক্ত অবস্থানে রয়েছে ৯ পদাতিক ডিভিশনের টহল দল

১৯ পদাতিক ডিভিশনের একটি কম্পোজিট ব্রিগেড কর্তৃক টাঙ্গাইল জেলার ধলেশ্বরী নদীর তীরে মহা অষ্টমী ও বাসন্তী পূজা উদযাপন কালে নিরাপত্তা প্রদান

১৯ পদাতিক ডিভিশনের একটি কম্পোজিট ব্রিগেড কর্তৃক টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় হিন্দুদের মহা অষ্টমী এবং বাসন্তী পূজা উদযাপন কালে পূজা মন্ডপে নিরাপত্তা প্রদান

১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড এর অধীনস্থ রামপুরা আর্মি ক্যাম্প কর্তৃক যানজট নিরসণ এবং নিরাপত্তা নিশ্চিত করণে টহল কার্যক্রম পরিচালনা।

এম্ব্যাসি নিরাপত্তার অংশ হিসেবে গুলশান-বাড্ডা লিংক রোডে ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড এর অধীনস্থ রামপুরা ক্যাম্পের অবস্থান।

চট্টগ্রাম এরিয়ায় যৌথ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য, দেশী/বিদেশী ধারালো অস্ত্র, নগদঅর্থ ও মোবাইল ফোনসহ ০৪ জন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রাম এরিয়ায় যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লা এরিয়ায় যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাটা শোরুম ভাঙচুর কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ত চার ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযান দল

যশোর অঞ্চলের মাগুরা আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করে তিনটি আগ্নেয়াস্ত্র, বোমা এবং দেশীয় অস্ত্রসহ তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়

৩৩ পদাতিক ডিভিশন এর দায়িত্বাধীন কুমিল্লা জেলার তিতাস উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক একটি পিস্তল এবং ২ রাউন্ড এ্যামোনিশনসহ মোঃ রিপন মিয়া নামক একজনকে গ্রেফতার করা হয়

নবীনগর এলাকায় ৯ পদাতিক ডিভিশনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে আটককৃত মাদকদ্রব্যসমূহ

রংপুর অঞ্চলের একটি ইউনিটের সেনাসদস্য এবং পুলিশ সদস্যগণ কর্তৃক দিনাজপুর জেলায় যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য উদ্ধার
Sarakhon Report 



















