সারাক্ষণ ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫ (১লা বৈশাখ ১৪৩২) ‘বাংলা নববর্ষ’ উপলক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি বাফওয়া আঞ্চলিক শাখা এ কে খন্দকার কর্তৃক ‘বাংলা নববর্ষ’ এর মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার এ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এবং বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এর সম্মানিত সভানেত্রী সালেহা খান ‘বাংলা নববর্ষ’ মেলা এর উদ্বোধন করেন। এছাড়া, সম্মানিত বিমান বাহিনী প্রধান ও সম্মানিত বাফওয়া সভানেত্রী মেলায় স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
উল্লেখ্য যে, গত ১৩ এপ্রিল ২০২৫ (৩০ চৈত্র ১৪৩১) তারিখে ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি বাফওয়া আঞ্চলিক শাখা বাশার কর্তৃক ‘চৈত্র সংক্রান্তি’ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিমান বাহিনী ঘাঁটি বাশার এ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এবং বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এর সম্মানিত সভানেত্রী সালেহা খান মেলা এর উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানদ্বয়ে বাফওয়ার সহ-সভানেত্রীবৃন্দ, আঞ্চলিক সভানেত্রীদ্বয়, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কেন্দ্রীয় বাফওয়া এবং আঞ্চলিক বাফওয়ার সদস্যবৃন্দ এবং ঢাকা এরিয়ায় কর্মরত বিমান বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply