ড. সুবীর বন্দ্যোপাধ্যায়
মেক্সিকো এবং মেক্সিকা সহ এই ভৌগোলিক অঞ্চল ছিল কৃষিকেন্দ্রিক। কার্যত বলা যায় আজতেক অর্থনীতিটা দাঁড়িয়ে ছিল কৃষিব্যবস্থার উপর। খেত, খামার, চাষ এসব দিয়েই আজতেক অর্থনীতি গড়ে উঠেছিল। হ্রদ, নদীর পাশে ছড়ানো জমি ছিল উর্বর।
এখানে সারা বছরে চাষী এবং কৃষিজীবীরা নানারকমের শস্য, সবজি, ফল চাষ করত। এই ফসল ফলন এবং যাবতীয় কৃষিশ্রমকে কেন্দ্র করে গড়ে উঠেছিল জীবিকা ও রুজিরোজগারের ব্যবস্থা। চাষবাস ফলন সাম্রাজ্য শুরুর সময় ভাল ছিল না।
কিন্তু পরবর্তীকালে তারা সেচ ব্যবস্থার উন্নতি ঘটায় এবং পাহাড়ের উপর নানা কৌশলে তৈরি করে জমির ছোট ছোট এলাকা। এই সঙ্গে আজতেকরা উচ্চ ফলনের জন্য সার তৈরি করা এবং জমিতে সার দিয়ে অধিক ফলনকে সুনিশ্চিত করে।
(চলবে)
Sarakhon Report 



















