সুহিতা সুলতানা
গ্রীস্মের খরায় ঝলসে যাচ্ছে নদী ও পথ। তৃষ্ণার্ত
জনপদে খুলে পড়েছে আর্দশের জিপার!প্রেমহীন
দৈত্যর নগরে অচেনা হাওয়ায় উড়ে যাচ্ছে
মহাকাব্যের নায়ক। অভিশাপ মাথায় নিয়ে দৌঁড়ে
যাচ্ছে ভোকাট্টা ঘুড়ি!যে দিকে চোখ যায় বৃষ্টির
জলের সাথে অদেখা আয়নায় ধূসর ও অস্পষ্ট হয়ে
ভেঙে পড়েছে করিডর! অগণিত মানুষের দেশে
ছোট হতে হতে হাতের তালুতে উঠে আসে দেশ!
নখের ডগায় স্বপ্নহীন ধ্রুপদী নকশা, প্রতিহিংসার
অনলে অচেনা হয়ে ওঠে ভূমি।ভেসে আসা মেঘ
জলে ভেজা পাথরের রূপ কতটা অচেনা হয়েছে
দ্যাখো।শ্যাওলার মত ভেসে থাকা জীবনে তোমার
কোনো মূল্য নেই!চিন্তার ভেতরে একটা নিঝুম
সন্ধ্যা জড়িয়ে ধরেছে দু’পা!সম্ভাবনাহীন ভবঘুরে
এক মাতালও ভীষণ চিন্তিত হৈ হুল্লোড় দেখে!
১৮ মে ২০২৫
ঢাকা