০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
নরওয়ের বড়দিনে বিতর্কিত খাবার লুটেফিস্কের প্রত্যাবর্তন, ঐতিহ্যেই ফিরছে স্বাদ প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩৪৫) নিউজিল্যান্ডে গ্যাং প্রতীক নিষিদ্ধ: রাস্তায় শান্তি, কিন্তু অপরাধ কি সত্যিই কমল সৌদিতে বিরল তুষারপাতের পর প্রশ্ন: সংযুক্ত আরব আমিরাতেও কি আবার তুষারপাত সম্ভব? যে রিকশায় গুলিবিদ্ধ হন হাদি, সেই চালকের আদালতে জবানবন্দি তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হবো: মির্জা ফখরুল পারমাণবিক সাবমেরিন থেকে কে-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের তারেক রহমানের প্রত্যাবর্তনে বহুদলীয় গণতন্ত্র আরও শক্তিশালী হবে: নাহিদ ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ মগবাজারে ককটেল বিস্ফোরণে শ্রমিক নিহত, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

প্রতিদিন একটি রুমাল (পর্ব-২৬)

জোনাকি

মাঝেমাঝে মাথায় একটা গামছা ফেলে বাঁশগাঁও থেকে মাইলখানেক পথ ভেঙে দড়িকান্দা পার হয়ে মেঘনার পাড়ে চলে যেতেন, ঘণ্টার পর ঘণ্টা পানিতে পা চুবিয়ে বসে থাকতেন, হুশহুশ করে ডুব দিতেন ইচ্ছেমতো। নরোম মাংসের মতো থরপড়া বেলেমাটিতে হাঁটা, মেঘনার ভিজে কোল বরাবর হাঁটা আর হাঁটা, কত কিছু।

কী খাওয়াটাই না খেয়েছেন এই ক’টা দিন। খিদেও পেত, রাক্ষুসে। শুধু পাটশাক দিয়েই থালার পুরো ভাত সাবাড় করে দিতেন। নড়বড়ে চৌকিতে শুয়ে ইচ্ছে করে পা ঝুলিয়ে দিতেন ঝাড়াই কাওনের শীষের ডাঁই-এ। মনে হতো মখমল। মনে হতো আদর। পায়ের পাতার সেকি আহ্লাদিপনা, শুধু উম্ চায়, ভালোবাসা চায়, শুধু ছেলেমানুষি চায়, শৈশব চায়। যতো বলো, শৈশব মানে বিমাতার অত্যাচার, শৈশব মানে দুঃখ, সে তবু চায়, কিছুতেই তাকে বোঝানো যায় না, বলে আরো দাও, আরো দুঃখ দাও, আমাকে শৈশব দাও, আমাকে কোলে নাও, আমাকে মারো…

চোখের পাতা ভিজে আসে আবুল হোসেনের, তাই-ই, সত্যিই তিনি ছেলেমানুষের মতো যাচ্ছেতাই করে বেড়িয়েছেন ক’দিন। শুধু একা একা ঘুরে বেড়ানো আর বিড়বিড় করে নিজের সঙ্গে কথা বলা। না ছিলো মানুষের ভিড়, না চক্ষুলজ্জা, পেয়ে বসেছিলো পাগলামি। গ্রাম প্রত্যেকটি মানুষকে বড়ো আড়াল করে রাখে। হরহামেশাই তিনি একা একা কথা বলতেন। বলতেন, আবুল হোসেন, এখন তুমি আবুল হয়ে যাও, আবুল, আ-বুলি, মাদার গাছ তোমার ভালো লাগে, খেজুর গাছের বালদোয় ঘেরা তিলক্ষেত তোমার ভালো লাগে?

আবুল, আ-বুলি ঐ যে দ্যাখো প্রজাপতির ঝাঁক। গতরাতে ধানক্ষেতের ওপর ঢেউয়ের মতো জোনাকির সারি দেখতে তোমার ভালো লেগেছিলো তো! আবুল, কোথায় ছিলে এতোদিন, মনে পড়ছে সবকিছু, চিনতে পারছো। বলতেন, হে হিজলগাছ, হে মৌরলা মাছ, ঘাসফড়িং, তোমরা আমাকে চিনতে পেরেছ তো? তারপরই বলতেন, আবুল, ওরে বিশ্বাসঘাতক, মাপ চেয়ে নে, বল আমি আর কোথাও যাবো না. আমি মরবো, আমি এইখানেই এই মাটিতেই মরবো, ঘাসের বিছানায়, জামগাছের ছায়ায়, এই একরত্তি টুনটুনির দস্যিপনা দেখতে দেখতেই মরবো।

 

জনপ্রিয় সংবাদ

নরওয়ের বড়দিনে বিতর্কিত খাবার লুটেফিস্কের প্রত্যাবর্তন, ঐতিহ্যেই ফিরছে স্বাদ

প্রতিদিন একটি রুমাল (পর্ব-২৬)

১২:০০:১০ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

জোনাকি

মাঝেমাঝে মাথায় একটা গামছা ফেলে বাঁশগাঁও থেকে মাইলখানেক পথ ভেঙে দড়িকান্দা পার হয়ে মেঘনার পাড়ে চলে যেতেন, ঘণ্টার পর ঘণ্টা পানিতে পা চুবিয়ে বসে থাকতেন, হুশহুশ করে ডুব দিতেন ইচ্ছেমতো। নরোম মাংসের মতো থরপড়া বেলেমাটিতে হাঁটা, মেঘনার ভিজে কোল বরাবর হাঁটা আর হাঁটা, কত কিছু।

কী খাওয়াটাই না খেয়েছেন এই ক’টা দিন। খিদেও পেত, রাক্ষুসে। শুধু পাটশাক দিয়েই থালার পুরো ভাত সাবাড় করে দিতেন। নড়বড়ে চৌকিতে শুয়ে ইচ্ছে করে পা ঝুলিয়ে দিতেন ঝাড়াই কাওনের শীষের ডাঁই-এ। মনে হতো মখমল। মনে হতো আদর। পায়ের পাতার সেকি আহ্লাদিপনা, শুধু উম্ চায়, ভালোবাসা চায়, শুধু ছেলেমানুষি চায়, শৈশব চায়। যতো বলো, শৈশব মানে বিমাতার অত্যাচার, শৈশব মানে দুঃখ, সে তবু চায়, কিছুতেই তাকে বোঝানো যায় না, বলে আরো দাও, আরো দুঃখ দাও, আমাকে শৈশব দাও, আমাকে কোলে নাও, আমাকে মারো…

চোখের পাতা ভিজে আসে আবুল হোসেনের, তাই-ই, সত্যিই তিনি ছেলেমানুষের মতো যাচ্ছেতাই করে বেড়িয়েছেন ক’দিন। শুধু একা একা ঘুরে বেড়ানো আর বিড়বিড় করে নিজের সঙ্গে কথা বলা। না ছিলো মানুষের ভিড়, না চক্ষুলজ্জা, পেয়ে বসেছিলো পাগলামি। গ্রাম প্রত্যেকটি মানুষকে বড়ো আড়াল করে রাখে। হরহামেশাই তিনি একা একা কথা বলতেন। বলতেন, আবুল হোসেন, এখন তুমি আবুল হয়ে যাও, আবুল, আ-বুলি, মাদার গাছ তোমার ভালো লাগে, খেজুর গাছের বালদোয় ঘেরা তিলক্ষেত তোমার ভালো লাগে?

আবুল, আ-বুলি ঐ যে দ্যাখো প্রজাপতির ঝাঁক। গতরাতে ধানক্ষেতের ওপর ঢেউয়ের মতো জোনাকির সারি দেখতে তোমার ভালো লেগেছিলো তো! আবুল, কোথায় ছিলে এতোদিন, মনে পড়ছে সবকিছু, চিনতে পারছো। বলতেন, হে হিজলগাছ, হে মৌরলা মাছ, ঘাসফড়িং, তোমরা আমাকে চিনতে পেরেছ তো? তারপরই বলতেন, আবুল, ওরে বিশ্বাসঘাতক, মাপ চেয়ে নে, বল আমি আর কোথাও যাবো না. আমি মরবো, আমি এইখানেই এই মাটিতেই মরবো, ঘাসের বিছানায়, জামগাছের ছায়ায়, এই একরত্তি টুনটুনির দস্যিপনা দেখতে দেখতেই মরবো।