সানজিদা কানিজ। বিটিভিতে প্রচারিত পীরজাদা হারুনের সহযোগিতায় অনুপম আইচের নির্দেশনায় ‘আতঙ্ক’ নাটক দিয়ে প্রথম অভিনয় শুরু করেন তিনি। তবে ২০১২ সাল থেকে দীর্ঘ এক যুগের বিরতিতে ছিলেন নাটকের প্রিয় মুখ সানজিদা কানিজ।
দীর্ঘদিন বিরিতির পর ২০২৪ সালে ‘রূপ না মন’ নাটকের মধ্যদিয়ে ফের অভিনয় শুরু করেছেন তিনি। এরইমধ্যে সানজিদা কানিজ বহু নাটকে অভিনয়ও করেছেন। এবার সুন্দর গল্পের একটি ধারাবাহিক ‘প্রেম পুকুর’ নাটকে কাজ করেছেন সানজিদা কানিজ। ‘প্রেম পুকুর’ শিরোনামের এই নাটকটি রচনা করেছেন সুজিত বিশ্বাস। পরিচালনা করেছেন মোহাম্মদ আলী মুন্না। জানা যায়, ‘প্রেম পুকুর’ ধারাবাহিকটি শিগগিরই একটি চ্যানেলে প্রচারে আসবে।
উল্লেখ্য, ২০০৮ সালে অভিনয়ের শুরুটা হয়েছিলো সানজিদা কানিজের। ‘ছায়াঘাতক’, ‘অবশেষে তারা’, ‘রইচউদ্দিনের স্বপ্ন দুঃস্বপ্ন’, ‘সুন্দরীতমা’, ‘পাজি শ্বাশুড়ি’, ‘কোটিপতির কালো বউ’, ‘সহজ শর্তে ঋণ’, ‘চোরের সুন্দরী বউ’, ‘স্ত্রীর মর্যাদা’, ‘নায়িকা হতে চাই’, ‘মায়ের লটারী’, ‘সিনেমা’, ‘বউ’সহ অভিনয় করেন আরো অনেক নাটকে।