খোকার হাতে লাঠি ছিলো
পাগড়ি ছিলো না মাথায়-
মা ছিলো তার কুমড়ো
ফুলের বড়া নিয়ে কড়াই পানে চেয়ে –
সেদিকেই তাকাইনি তো খোকা-
লাঠি নিয়ে ছুটলো সে যে ভীষণ জোরে
ডাকাত পড়েছে তার গাঁয়ে-
সে ছাড়া কি ডাকাত তাড়ানো হতে পারে?
হতাশ খোকা ফিরে এলো
ডাকাতরা সব এতই ভীতু
খোকার লাঠি দেখার আগেই
পালিয়ে গেলো তারা –
যেমন করে শিয়াল পালায়
গর্তে দিয়ে মুখ ঢুকিয়ে
লেজ যায় শুধু দেখা।