শরৎ-সন্নিধানে
উপেনবাবুর নির্দেশ মতো আমরা তাঁহার বাসায় বিচিত্রা-অফিসে আসিয়া উপস্থিত হইলাম। অল্পক্ষণের মধ্যেই শরৎচন্দ্র আসিলেন। উপেনবাবু লাল মিঞাকে পরিচিত করাইয়া দিলেন। আমার সহিত শরৎবাবুর পূর্ব পরিচয় আছে মনে করিয়া আমাকে আর পরিচিত করাইলেন না; সতরাং অতি সহজভাবেই আলাপ চলিতে লাগিল।
সভাপতিত্ব করার কথা উঠিলেই প্রথমে শরৎবাবু তাঁর স্বাস্থ্যের কথা বলিলেন। আমি বলিলাম, “আপনি তো আমাদের বাঙলা দেশটা কোনোদিন দেখলেন না। বর্ষায় আমাদের দেশ জলের উপর ভাসে। শীতকালে সমস্ত মাঠ চৈতালি ফসলে ভরে যায়। ফুলের রঙে সমস্ত পূর্ববঙ্গ রঙিন হয়ে উঠে। সেখানে গেলে আপনাকে নৌকার গান শুনাব, মুর্শিদ-ফকিরের সারিন্দা বাজানো শুনাব; আপনি চলুন।” আমার কথা শুনিয়া শরৎচন্দ্র একটু হাসিলেন। উপেনবাবুরও সুযোগ বুঝিয়া আমার অনুরোধের উপর জোর দিলেন। শরৎবাবুর রাজি হইলেন।
কয়েক মিনিট পরে শরৎবাবু বলিলেন, “চল হাওড়া হতে বেড়িয়ে আসি।” আমি ও লাল মিঞা শরৎবাবুর গাড়িতে যাইয়া বসিলাম। বেহালার একটি যুবক সাহিত্যিক সেইদিন আমাদের সাথি হইয়াছিলেন, তাঁহার নামটি মনে নাই। গাড়িতে বসিয়া শরৎচন্দ্র হিন্দু-মুসলমান সমস্যা লইয়া আলোচনা আরম্ভ করিলেন। তিনি বলিলেন, “তোমাদের মতো উদার মুসলমান যদি বাংলার সর্বেসর্বা হয়েও বসেন তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু সংকীর্ণ মন নিয়ে একদেশদর্শী হয়ে যাঁরা শাসনশক্তি চালনা করবেন, তাঁরা অপর সমাজের তো অকল্যাণ করবেনই, নিজেদেরও কোনো হিত করতে পারবেন না। তাঁদের জন্যই আমার ভয়।”
আমি প্রতি-উত্তরে বলিলাম, “আপনার মতো হিন্দু যদি আজ বাংলার সর্বেসর্বা হয়ে বসত তাতে অনেক মুসলমানেরই কোনো আপত্তি থাকত না। যাঁরা দেশকে ভালোবাসেন না, দেশের জনসাধারণের প্রতি যাঁদের মনের প্রীতি নেই, তাঁরাই আজ দেশের রাজনৈতিক ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি করছেন।” কথায় কথায় আলোচনা অন্য প্রসঙ্গে চলিয়া গেল। শরৎচন্দ্র বলিলেন, ‘দেখ, সব সময় ভালো সাহিত্য রচনা করা যায় না। নিজেরই ক্ষমতার উপর অবিশ্বাস এসে যায়। সভ-সমিতিতে গেলে লোকে ভালো বলে, প্রশংসা করে; তাতে মনে মনে কিছু উৎসাহ পাই।”
আমি বলিলাম, “আমাদের সব চাইতে বড় দুঃখ আপনি বাঙলা দেশের এতবড় দরদি সাহিত্যিক, আমাদের বিরাট মুসলমান-সমাজের সুখ-দুঃখ আপনার লেখনীতে ভাষা পেল না। সমাজের মিথ্যা সংস্কারের সহস্র পীড়নে যারা পঙ্গু হয়ে ছিল, যাদের দিকে কেহই ফিরে তাকাত না, তাদের কথাও আপনি কত দরদের সঙ্গে লিখেছেন। ‘রামের সুমতি’র রামের প্রতি আমরা টোলের পণ্ডিতমশায়ের মতো বেত্রদণ্ডের ব্যবস্থাই করতাম; ‘বিরাজ বৌ’ গল্পের নীলাম্বরকে আমরা শুধু ঘৃণা করতেই জানতাম। আপনার কাছেই আমরা এদের ভালোবাসতে শিখেছি। অর্ধেক বাঙলা জুড়ে আছি আমরা মুসলমানেরা। আপনি আমাদের কথা লিখলেন না, এ ক্ষোভ আমাদের চিরজীবন থাকবে।” শরৎবাবু বলিলেন, “তোমাদের সমাজের কথা আমি লিখতে পারি। কিন্তু পরমত সহ্য করতে তোমরা বড় অসহিষ্ণু।”
চলবে…..
Sarakhon Report 



















