০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও লাভে এগিয়ে টয়োটা, ট্রাম্পের শুল্কের মাঝেও বিক্রিতে রেকর্ড মার্থা ওয়াশিংটন থেকে মেলানিয়া ট্রাম্প: যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডিদের পোশাকে ইতিহাস, রাজনীতি ও শক্তির প্রতিচ্ছবি চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলির ঘটনায় কী জানা যাচ্ছে; দলগুলো কেন ক্যাডার রাখে? ট্রাম্প যখন যুদ্ধ শেষের দম্ভ দেখাচ্ছেন, চীন তখন নীরবে শান্তির পথে কাজ করছে অটিজম চিকিৎসার অপ্রতিষ্ঠিত পথে প্রতিটি পরিবার সাত দশক পর ব্রিটিশ মিউজিক্যালে নতুন জীবন পেল প্রিয় ভালুক সম্পর্কের উষ্ণতা ধরে রাখা উচিৎ, পারিবারিক সীমারেখা রক্ষা করে উৎসব উদযাপনের জ্ঞান শৈশবের গভীর ক্ষত থেকে লেখা এক রন্ধনশিল্পীর আত্মস্বীকারোক্তি মুর্শিদাবাদ-কাহিনী (পর্ব-৩৬৪) ক্ষমতার নৃত্য: ট্রাম্পের হোয়াইট হাউস বলরুম প্রকল্পে দানের আড়ালে ব্যবসায়িক স্বার্থের খেলা

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৫)

  • নাঈম হক
  • ০৯:০০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • 78

‘হান-চীনাদের’ বিশাল অংশ- বিদেশি আক্রমণকারীদের হাত থেকে দেশ রক্ষায় “কিংজ রাজবংশের” অক্ষমতার প্রতি তীব্র বিতৃষ্ণ হয়ে উঠতে থাকে।

“বক্সার প্রটোকল” অনুযায়ি “কিংজ রাজবংশ” ক্ষয়ক্ষতির খেসারত বাবদ চারশ’ পঞ্চাশ মিলিয়ন রূপার “টেলস” (tacis- চীনা পরিমাপ, ৫০ গ্রামঃ। ২০১৮ সালের হিসেব মতে আর্থিক মূল্য দশ বিলিয়ন ডলার) দিতে বাধ্য থাকবে এবং উনচল্লিশ বছর মেয়াদের মধ্যে পরিশোধযোগ্য।

সরকারি কর্মচারিরা যারা বক্সার সমর্থক ছিল- তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে: বেজিং এবং বন্দর ও বন্দর এলাকায় বিদেশি সেনা পাহারাদারিতে মোতায়েন থাকবে ইত্যাদি ইত্যাদি। তাছাড়াও, হংকং, শাংহাই, ক্যান্টন (গুয়াংজৌ) বন্দরসমূহে বিজয়ীদলকে যে ছাড় দিতে বাধ্য হয় পরাজিত চীন, সেগুলো ছিল “এক্সট্রা-টেরিটোরিয়ালিটি” মেজাজের।

এই “বক্সার প্রটোকল”ই পৌনে তিনশ’ বছর রাজত্বের পরে মাথঞ্জু প্রভাবিত “কিংজ-রাজবংশ কে অত্যন্ত দুর্বল অবস্থানে নিয়ে আসে। বিদেশি আক্রমণকারী দেশগুলোর দাপট ও কর্তৃত্বের দৌরাত্মে সাধারণ মানুষ তীব্রভাবে। জাতীয় পরিচয় ও সার্বভৌমত্ব হারানোর আত্মশ্লাঘা অনুভব করে। সাধারণভাবে চীনারা, বিশেষ করে ‘হান-চীনাদের’ বিশাল অংশ- বিদেশি আক্রমণকারীদের হাত থেকে দেশ রক্ষায় “কিংজ রাজবংশের” অক্ষমতার প্রতি তীব্র বিতৃষ্ণ হয়ে উঠতে থাকে।

ফলে, একাধিক বিদ্রোহ ও গণ-অভ্যুত্থান ঘটে। অবশেষে ১৯১১ সালে বিপ্লবের মাধ্যমে “কিংজ রাজবংশ” অপসারিত হয়। ১৯১২ সালে “ইয়ুয়ান শিকাই” (Yuan shikai) নিজেকে চীনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন; বিবিধ ঘটনাবলির মধ্য দিয়ে চীনা প্রজাতন্ত্র অগ্রসর হতে থাকে। কিন্তু ১৯১৬ সালে ইয়ুয়ান শিকাই মারা যান, সৃষ্টি হয় ‘ক্ষমতার শূন্যতা’।

(চলবে)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৪)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৪)

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও লাভে এগিয়ে টয়োটা, ট্রাম্পের শুল্কের মাঝেও বিক্রিতে রেকর্ড

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৫)

০৯:০০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

‘হান-চীনাদের’ বিশাল অংশ- বিদেশি আক্রমণকারীদের হাত থেকে দেশ রক্ষায় “কিংজ রাজবংশের” অক্ষমতার প্রতি তীব্র বিতৃষ্ণ হয়ে উঠতে থাকে।

“বক্সার প্রটোকল” অনুযায়ি “কিংজ রাজবংশ” ক্ষয়ক্ষতির খেসারত বাবদ চারশ’ পঞ্চাশ মিলিয়ন রূপার “টেলস” (tacis- চীনা পরিমাপ, ৫০ গ্রামঃ। ২০১৮ সালের হিসেব মতে আর্থিক মূল্য দশ বিলিয়ন ডলার) দিতে বাধ্য থাকবে এবং উনচল্লিশ বছর মেয়াদের মধ্যে পরিশোধযোগ্য।

সরকারি কর্মচারিরা যারা বক্সার সমর্থক ছিল- তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে: বেজিং এবং বন্দর ও বন্দর এলাকায় বিদেশি সেনা পাহারাদারিতে মোতায়েন থাকবে ইত্যাদি ইত্যাদি। তাছাড়াও, হংকং, শাংহাই, ক্যান্টন (গুয়াংজৌ) বন্দরসমূহে বিজয়ীদলকে যে ছাড় দিতে বাধ্য হয় পরাজিত চীন, সেগুলো ছিল “এক্সট্রা-টেরিটোরিয়ালিটি” মেজাজের।

এই “বক্সার প্রটোকল”ই পৌনে তিনশ’ বছর রাজত্বের পরে মাথঞ্জু প্রভাবিত “কিংজ-রাজবংশ কে অত্যন্ত দুর্বল অবস্থানে নিয়ে আসে। বিদেশি আক্রমণকারী দেশগুলোর দাপট ও কর্তৃত্বের দৌরাত্মে সাধারণ মানুষ তীব্রভাবে। জাতীয় পরিচয় ও সার্বভৌমত্ব হারানোর আত্মশ্লাঘা অনুভব করে। সাধারণভাবে চীনারা, বিশেষ করে ‘হান-চীনাদের’ বিশাল অংশ- বিদেশি আক্রমণকারীদের হাত থেকে দেশ রক্ষায় “কিংজ রাজবংশের” অক্ষমতার প্রতি তীব্র বিতৃষ্ণ হয়ে উঠতে থাকে।

ফলে, একাধিক বিদ্রোহ ও গণ-অভ্যুত্থান ঘটে। অবশেষে ১৯১১ সালে বিপ্লবের মাধ্যমে “কিংজ রাজবংশ” অপসারিত হয়। ১৯১২ সালে “ইয়ুয়ান শিকাই” (Yuan shikai) নিজেকে চীনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন; বিবিধ ঘটনাবলির মধ্য দিয়ে চীনা প্রজাতন্ত্র অগ্রসর হতে থাকে। কিন্তু ১৯১৬ সালে ইয়ুয়ান শিকাই মারা যান, সৃষ্টি হয় ‘ক্ষমতার শূন্যতা’।

(চলবে)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৪)

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৪)