১০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
সৌদিতে বিরল তুষারপাতের পর প্রশ্ন: সংযুক্ত আরব আমিরাতেও কি আবার তুষারপাত সম্ভব? যে রিকশায় গুলিবিদ্ধ হন হাদি, সেই চালকের আদালতে জবানবন্দি তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হবো: মির্জা ফখরুল পারমাণবিক সাবমেরিন থেকে কে-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের তারেক রহমানের প্রত্যাবর্তনে বহুদলীয় গণতন্ত্র আরও শক্তিশালী হবে: নাহিদ ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ মগবাজারে ককটেল বিস্ফোরণে শ্রমিক নিহত, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা নির্বাচনপ্রত্যাশীদের জন্য অনলাইনে কর রিটার্ন দাখিলে বিশেষ ব্যবস্থা এনবিআরের মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান মিয়ানমারের অসম্পূর্ণ সাধারণ নির্বাচন: জানা দরকার পাঁচটি বিষয়

চীনে জাহাজ পরিষ্কারে অত্যাধুনিক রোবট

  • ফয়সল/মিম
  • ০৬:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • 71

চীনা প্রকৌশলীরা এবার তৈরি করলেন এমন এক রোবট, যার কাজ হবে জাহাজের কেবিন পরিষ্কার করা। বাল্ক ক্যারিয়ার জাহাজ পরিষ্কারকে দ্রুত, নিরাপদ ও কার্যকর করে তুলতে এর জুড়ি নেই। এতদিন যে কাজ ছিল শ্রমনির্ভর ও ঝুঁকিপূর্ণ, সেটিই এখন আধুনিক প্রযুক্তির কারণে হয়ে গেছে সহজ ও দ্রুত। বাল্ক ক্যারিয়ার জাহাজ সাধারণত কয়লা, শস্য, লোহা আকরিক থেকে শুরু করে সারও বহন করে থাকে। কার্গো পরিবর্তনের সময় জাহাজের কেবিন ভালোভাবে পরিষ্কার করতেই হয়। তা না হলে এক পণ্য থেকে আরেক পণ্যে ছড়াতে পারে দূষণ।

এতদিন এ কাজ মানুষই করতো—যা সময়সাপেক্ষ ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণও ছিল। শানতোং প্রদেশের ছিংতাও বন্দরে ২২০ মিটার লম্বা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজের সাতটি কার্গো হোল্ড পরিষ্কার করা হলো নতুন আবিষ্কৃত রোবটের মাধ্যমে। কার্গো হোল্ডগুলোর প্রত্যেকটি প্রায় ৩,৩০০ বর্গমিটার করে। রোবটটি চীনের নিজস্ব গবেষণা ও উন্নয়নের ফল। এতে রয়েছে রিমোট কন্ট্রোল, স্থায়ী চুম্বক প্রযুক্তি, বাঁকা পৃষ্ঠে চলাচলের সক্ষমতা এবং হাই-লো প্রেসার ওয়াটার জেট সিস্টেম। এসব দিয়ে এটি সহজেই জাহাজের ভেতরকার জটিল কাঠামোয় পরিষ্কারের কাজ চালাতে পারে। আগে এ জাহাজ পরিষ্কারে ৩ থেকে ৫ জন কর্মীর টানা ৩-৪ দিন লাগত।

এর মধ্যে ছিল বিপজ্জনক উচ্চতায় কাজ করার ঝুঁকি। এখন ১-২ জন কর্মীর তত্ত্বাবধানে রোবটই পুরো কাজ করে ফেলছে। চায়না কসকো শিপিং কোম্পানির গবেষক থান লোং জানালেন, ‘এই ছোট্ট রোবট ঘণ্টায় ৯০০ বর্গমিটার পর্যন্ত পরিষ্কার করতে পারে। একটি কার্গো হোল্ড পরিষ্কার করতে লাগে ৩ ঘণ্টা। পুরো ২২০ মিটার লম্বা জাহাজ পরিষ্কার করছে মাত্র ২৪ ঘণ্টায়।’ শুধু মেঝে নয়, দেয়াল ও উঁচু-নিচু সব জায়গায় কাজ করতে সক্ষম রোবটটি। এর রহস্য লুকিয়ে আছে এর বিশেষ ‘পায়ে’।

থান লোং আরও জানালেন, ‘এই রোবটের পায়ে একটি বাঁকা স্থায়ী চুম্বকে আছে, যা দিয়ে কার্গো হোল্ডের দেয়ালের সাথে এটি দৃঢ়ভাবে জুড়ে থাকতে পারে। এর মাধ্যমে রোবটটি দেয়ালে লেগে ১২০ ডিগ্রিরও বেশি কোণ অতিক্রম করতে পারে এবং ৪০ মিলিমিটার পর্যন্ত বাধা টপকে যেতে পারে। ফলে জাহাজের ভেতরে ছাদ কিংবা উঁচু জায়গাও পরিষ্কার করতে পারছে ঝুট ঝামেলা ছাড়াই।’ এ রোবটে স্মার্ট নেভিগেশন ও রিয়েল-টাইম পথ নির্ধারণ প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে চীনা প্রকৌশলীদের। তখন এটি স্বয়ংক্রিয়ভাবে পথ বদলে জাহাজের ভেতর আরও জটিল কাঠামোয় কাজ করতে পারবে।

সিএমজি বাংলা

জনপ্রিয় সংবাদ

সৌদিতে বিরল তুষারপাতের পর প্রশ্ন: সংযুক্ত আরব আমিরাতেও কি আবার তুষারপাত সম্ভব?

চীনে জাহাজ পরিষ্কারে অত্যাধুনিক রোবট

০৬:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

চীনা প্রকৌশলীরা এবার তৈরি করলেন এমন এক রোবট, যার কাজ হবে জাহাজের কেবিন পরিষ্কার করা। বাল্ক ক্যারিয়ার জাহাজ পরিষ্কারকে দ্রুত, নিরাপদ ও কার্যকর করে তুলতে এর জুড়ি নেই। এতদিন যে কাজ ছিল শ্রমনির্ভর ও ঝুঁকিপূর্ণ, সেটিই এখন আধুনিক প্রযুক্তির কারণে হয়ে গেছে সহজ ও দ্রুত। বাল্ক ক্যারিয়ার জাহাজ সাধারণত কয়লা, শস্য, লোহা আকরিক থেকে শুরু করে সারও বহন করে থাকে। কার্গো পরিবর্তনের সময় জাহাজের কেবিন ভালোভাবে পরিষ্কার করতেই হয়। তা না হলে এক পণ্য থেকে আরেক পণ্যে ছড়াতে পারে দূষণ।

এতদিন এ কাজ মানুষই করতো—যা সময়সাপেক্ষ ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণও ছিল। শানতোং প্রদেশের ছিংতাও বন্দরে ২২০ মিটার লম্বা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজের সাতটি কার্গো হোল্ড পরিষ্কার করা হলো নতুন আবিষ্কৃত রোবটের মাধ্যমে। কার্গো হোল্ডগুলোর প্রত্যেকটি প্রায় ৩,৩০০ বর্গমিটার করে। রোবটটি চীনের নিজস্ব গবেষণা ও উন্নয়নের ফল। এতে রয়েছে রিমোট কন্ট্রোল, স্থায়ী চুম্বক প্রযুক্তি, বাঁকা পৃষ্ঠে চলাচলের সক্ষমতা এবং হাই-লো প্রেসার ওয়াটার জেট সিস্টেম। এসব দিয়ে এটি সহজেই জাহাজের ভেতরকার জটিল কাঠামোয় পরিষ্কারের কাজ চালাতে পারে। আগে এ জাহাজ পরিষ্কারে ৩ থেকে ৫ জন কর্মীর টানা ৩-৪ দিন লাগত।

এর মধ্যে ছিল বিপজ্জনক উচ্চতায় কাজ করার ঝুঁকি। এখন ১-২ জন কর্মীর তত্ত্বাবধানে রোবটই পুরো কাজ করে ফেলছে। চায়না কসকো শিপিং কোম্পানির গবেষক থান লোং জানালেন, ‘এই ছোট্ট রোবট ঘণ্টায় ৯০০ বর্গমিটার পর্যন্ত পরিষ্কার করতে পারে। একটি কার্গো হোল্ড পরিষ্কার করতে লাগে ৩ ঘণ্টা। পুরো ২২০ মিটার লম্বা জাহাজ পরিষ্কার করছে মাত্র ২৪ ঘণ্টায়।’ শুধু মেঝে নয়, দেয়াল ও উঁচু-নিচু সব জায়গায় কাজ করতে সক্ষম রোবটটি। এর রহস্য লুকিয়ে আছে এর বিশেষ ‘পায়ে’।

থান লোং আরও জানালেন, ‘এই রোবটের পায়ে একটি বাঁকা স্থায়ী চুম্বকে আছে, যা দিয়ে কার্গো হোল্ডের দেয়ালের সাথে এটি দৃঢ়ভাবে জুড়ে থাকতে পারে। এর মাধ্যমে রোবটটি দেয়ালে লেগে ১২০ ডিগ্রিরও বেশি কোণ অতিক্রম করতে পারে এবং ৪০ মিলিমিটার পর্যন্ত বাধা টপকে যেতে পারে। ফলে জাহাজের ভেতরে ছাদ কিংবা উঁচু জায়গাও পরিষ্কার করতে পারছে ঝুট ঝামেলা ছাড়াই।’ এ রোবটে স্মার্ট নেভিগেশন ও রিয়েল-টাইম পথ নির্ধারণ প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে চীনা প্রকৌশলীদের। তখন এটি স্বয়ংক্রিয়ভাবে পথ বদলে জাহাজের ভেতর আরও জটিল কাঠামোয় কাজ করতে পারবে।

সিএমজি বাংলা