ডেমোক্র্যাটদের অভিযোগ
মার্কিন কংগ্রেসের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্র্যাট সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তাঁদের মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে হুমকির মুখে ফেলছে এবং চলমান ইউক্রেন যুদ্ধের সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্ক নেই।
তাঁরা বলেছেন, ট্রাম্প যদি সত্যিই যুদ্ধ বন্ধ করতে চাইতেন, তাহলে ইউক্রেনকে শক্তিশালী করে আলোচনায় অংশ নিতে সহায়তা করতেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের “সর্বোচ্চ আত্মসমর্পণ শর্ত” মেনে নিতে বাধ্য করতেন না।
ভারতের ওপর চাপ, চীনের নয়
ডেমোক্র্যাটরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ট্রাম্প চীনের মতো দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা না দিয়ে বরং ভারতকে আলাদা করে লক্ষ্যবস্তু করছেন। অথচ চীন ও আরও কিছু দেশ রাশিয়া থেকে বেশি তেল কিনছে। ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন এবং একইসঙ্গে ভারত-আমেরিকা সম্পর্কও দুর্বল হবে।
আগের সমালোচনাও
ট্রাম্প প্রশাসনের ঘোষণার পর থেকেই ডেমোক্র্যাটরা বলছেন, ভারতকে টার্গেট করলে পুতিন থামবেন না, ইউক্রেন যুদ্ধও শেষ হবে না। তাঁদের মতে, সত্যিকার অর্থে রাশিয়ার অবৈধ আগ্রাসন মোকাবিলা করতে চাইলে পুতিনকে শাস্তি দিতে হবে এবং ইউক্রেনকে প্রয়োজনীয় সামরিক সহায়তা দিতে হবে। অন্যসব কিছু শুধু “ধোঁকা ও ভান”।
ট্রাম্পের সিদ্ধান্ত
ট্রাম্প প্রথমে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছিলেন। চলতি মাসের শুরুতে তিনি একটি নির্বাহী আদেশে আরও ২৫ শতাংশ শুল্ক যোগ করেন। যুক্তি হিসেবে তিনি বলেন, ভারত রাশিয়ান তেল কিনছে। ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানির ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হয়।
ভারতের আশঙ্কা
ভারতের সরকারি হিসাব অনুযায়ী, এই নতুন শুল্কের প্রভাব পড়বে প্রায় ৪৮.২ বিলিয়ন ডলারের রপ্তানির ওপর। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এত বেশি শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যিকভাবে অকার্যকর হয়ে উঠতে পারে। এতে কর্মসংস্থান হ্রাস ও অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক
সাম্প্রতিক বছরগুলোতে ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্ক বাড়লেও বাজারে প্রবেশাধিকার এবং দেশীয় রাজনৈতিক চাপে সম্পর্ক এখনো নাজুক। বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে অন্যতম ভারত এই শুল্কের কারণে উল্লেখযোগ্য মন্দার ঝুঁকিতে পড়তে পারে।
কেন ভারত, চীন নয়? ট্রাম্পের ৫০ শতাংশ শুল্কে ক্ষুব্ধ মার্কিন ডেমোক্র্যাটরা
-
সারাক্ষণ রিপোর্ট - ১১:২৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- 38
জনপ্রিয় সংবাদ




















