০৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

ভালোবাসা নেই, শুধু বিষ আছে

ক্ষতটা বড় বেশি হয়ে গেলো
বাড়িটা ভাঙার পরেও খুঁড়ে ফেলা হলো
বড় বেশি মিথ্যে বললে তুমি
প্রতারণাকে করলে সব থেকে দামী ধাতু
মানুষের অন্তরে অন্তরে দিলে
কাল কেউটে সাপের যন্ত্রণাময় বিষ
বিষই এখন সব থেকে বেশি সহজলভ্য।
কেমন সুন্দর দিনের আলোয়
শিয়াল ছানাগুলো গর্ত থেকে বের হয়ে এলো
দিন ও রাতের পার্থক্য মুছে গেলো
অথচ তুমি বললে এটাই সত্য।
সত্য ও মিথ্যের মধ্যে পার্থক্য বড় বেশি কমে গেলো
এরপরে যদি হঠাৎ রবীন্দ্রনাথ এসে বলেন,
ভালোবাসোঅন্তর হতে বিদ্বেষ বিষ নাশ
তখন কি তাকে বলতে পারবো
ভালোবাসা নেইঅন্তর নেইশুধু বিষ আছে
তাই দিতে পারি তোমাকে কবি।

ভালোবাসা নেই, শুধু বিষ আছে

০৪:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

ক্ষতটা বড় বেশি হয়ে গেলো
বাড়িটা ভাঙার পরেও খুঁড়ে ফেলা হলো
বড় বেশি মিথ্যে বললে তুমি
প্রতারণাকে করলে সব থেকে দামী ধাতু
মানুষের অন্তরে অন্তরে দিলে
কাল কেউটে সাপের যন্ত্রণাময় বিষ
বিষই এখন সব থেকে বেশি সহজলভ্য।
কেমন সুন্দর দিনের আলোয়
শিয়াল ছানাগুলো গর্ত থেকে বের হয়ে এলো
দিন ও রাতের পার্থক্য মুছে গেলো
অথচ তুমি বললে এটাই সত্য।
সত্য ও মিথ্যের মধ্যে পার্থক্য বড় বেশি কমে গেলো
এরপরে যদি হঠাৎ রবীন্দ্রনাথ এসে বলেন,
ভালোবাসোঅন্তর হতে বিদ্বেষ বিষ নাশ
তখন কি তাকে বলতে পারবো
ভালোবাসা নেইঅন্তর নেইশুধু বিষ আছে
তাই দিতে পারি তোমাকে কবি।