যন্ত্রী বন্ধ করো শব্দ-
পর্দা সরে যাক,
সরে যাক চোখেরও।
দেখুন সবাই
আসছেন নাটকের
সকল কুশীলব।
মাথা নত কর
সবাই।
শ্রদ্ধা জানাও ধীর পায়ে
যিনি এলেন,
তার প্রতি কিছুটা বেশি-
তিনিই এখানে সেরা।
বসিলেন সকলে ঘন হয়ে।
দেখুন সবাই বিমুগ্ধ চোখে।
শুনুন সবাই শ্রদ্ধাভরা প্রাণে।
আজিকার নাটকের
এ অঙ্ক বড়ই সহজ
ও সরল।
না বুঝিলে –
কিছুই হয় নাই, কিছুই হয় নাই-
কিছুই হয় নাই- কোন একদিন।