০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
এআই ভিডিও কমাতে ‘টোন ডাউন’ অপশন আনছে টিকটক রেকর্ড-নতুন ফল: চীনের জুনো ‘ঘোস্ট পার্টিকল’ ডিটেক্টরের অভাবনীয় সাফল্য ডেভনে আবার ফিরতে পারে বন্য বিড়াল: দুই বছরের গবেষণায় নতুন সম্ভাবনা প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩২৭) নন-প্রফিট কাঠামোতে যাচ্ছে মাষ্টডন, সিইও পদ ছাড়ছেন প্রতিষ্ঠাতা ইউজেন রখকো” ইউটিউবে রেকর্ড ভিউ, তবু ‘বেবি শার্ক’ নির্মাতার আয় সীমিত কেন” চীনের এআই দৌড়ে তীব্র প্রতিযোগিতা, লোকসানে কেঁপে উঠল বাইদু গোপন সসের নিরাপত্তায় নতুন জোর দিচ্ছে রেইজিং কেইন’স  সিডনিতে জমজমাট ২০২৫ এআরআইএ অ্যাওয়ার্ড, এগিয়ে নিনাজারাচি ও ডম ডোলা তাইওয়ানের স্যাটেলাইট যুগের সূচনা: স্পেসএক্স উৎক্ষেপণে বড় অগ্রগতি

ব্র্যাক ও বিকিপ্টকের আয়োজনে তরুণ উদ্যোক্তা মেলা

‘প্রোটেক্ট প্রোটেকশনস অ্যান্ড ইয়ুথ এন্টারপ্রেনারশিপ ফেয়ার’-এ পরিবেশবান্ধব পণ্যের প্রদর্শনী

ঢাকার ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত হলো ‘প্রোটেক্ট প্রোটেকশনস অ্যান্ড ইয়ুথ এন্টারপ্রেনারশিপ ফেয়ার’। ব্র্যাক ও বিকিপ্টক সাউথ এশিয়ার যৌথ আয়োজনে এই মেলায় অংশ নেন তরুণ উদ্যোক্তারা। সেখানে প্রদর্শিত হয় পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল নানা পণ্য।

জলবায়ু পরিবর্তন ও বেকারত্ব: উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত

বক্তারা জানান, জলবায়ু পরিবর্তন এখন কেবল ভবিষ্যতের আশঙ্কা নয়—এটি বর্তমানের কঠিন বাস্তবতা। দেশে বেকারত্বের হার ও পরিবেশগত ঝুঁকি বাড়তে থাকায় তরুণদের জন্য উদ্যোক্তা হওয়া বিকল্প পথ হয়ে উঠছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২ কোটি ৬৭ লাখ ৬০ হাজার তরুণ শ্রমশক্তির মধ্যে প্রায় ১৯ লাখ ৪০ হাজার বেকার।

প্রশিক্ষণ ও সহায়তার সুযোগ

এই ফেয়ারের মাধ্যমে সমাপ্ত হয় এক বছরের ‘ক্লাইমেট-স্মার্ট এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম ফর ইয়ুথ-লেড বিজনেসেস’। রংপুর, খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় ১,৩৫০ তরুণ উদ্যোক্তাকে প্রশিক্ষণ ও নানা সহায়তা দেওয়া হয় এই প্রকল্পে।

প্রধান অতিথির মন্তব্য

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অপর্না সেন চৌধুরী বলেন, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সংখ্যা ৫১ শতাংশ বেড়েছে। তরুণ উদ্যোক্তারা শুধু নিজেদের স্বপ্নই পূরণ করছেন না, তারা কর্মসংস্থানও তৈরি করছেন। এর ফলে উদ্যোক্তা হওয়া এখন তরুণদের কাছে চাকরির বিকল্প বাস্তবতা হয়ে উঠেছে।

অন্যান্য বক্তাদের মতামত

  • শামীমা আক্তার (ইউনিলিভার বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স ও কমিউনিকেশনস পরিচালক): তরুণদের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে এই উদ্যোগ সহায়ক। টেকসই ও উদ্ভাবনী ব্যবসায় প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • সাবে রহমান খান (ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন প্রোগ্রামের পরিচালক): বাংলাদেশের তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে আরও বেশি উদ্যোক্তা তৈরি করা জরুরি।

প্রদর্শনী ও তরুণদের অভিজ্ঞতা

ফেয়ারে ১১টি স্টলে প্রদর্শিত হয় জলবায়ু-সহনশীল হস্তশিল্প, পোশাক, মাটির সামগ্রীসহ নানা উদ্ভাবনী পণ্য।

চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী ও ময়মনসিংহের তরুণীরা আলোচনায় জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্যোক্তা হয়ে তারা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, তবে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাদের অনুপ্রাণিত করছে।

ব্র্যাকের কর্মকর্তাদের অংশগ্রহণ

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান রওশন আরা, মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের সহযোগী পরিচালক সাবেরা বেগম এবং ব্র্যাকের মনিটরিং ও ইভ্যালুয়েশন বিভাগের প্রধান সাবেদুর রহমান

জনপ্রিয় সংবাদ

এআই ভিডিও কমাতে ‘টোন ডাউন’ অপশন আনছে টিকটক

ব্র্যাক ও বিকিপ্টকের আয়োজনে তরুণ উদ্যোক্তা মেলা

০৬:৪৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
‘প্রোটেক্ট প্রোটেকশনস অ্যান্ড ইয়ুথ এন্টারপ্রেনারশিপ ফেয়ার’-এ পরিবেশবান্ধব পণ্যের প্রদর্শনী

ঢাকার ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত হলো ‘প্রোটেক্ট প্রোটেকশনস অ্যান্ড ইয়ুথ এন্টারপ্রেনারশিপ ফেয়ার’। ব্র্যাক ও বিকিপ্টক সাউথ এশিয়ার যৌথ আয়োজনে এই মেলায় অংশ নেন তরুণ উদ্যোক্তারা। সেখানে প্রদর্শিত হয় পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল নানা পণ্য।

জলবায়ু পরিবর্তন ও বেকারত্ব: উদ্যোক্তাদের জন্য নতুন দিগন্ত

বক্তারা জানান, জলবায়ু পরিবর্তন এখন কেবল ভবিষ্যতের আশঙ্কা নয়—এটি বর্তমানের কঠিন বাস্তবতা। দেশে বেকারত্বের হার ও পরিবেশগত ঝুঁকি বাড়তে থাকায় তরুণদের জন্য উদ্যোক্তা হওয়া বিকল্প পথ হয়ে উঠছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২ কোটি ৬৭ লাখ ৬০ হাজার তরুণ শ্রমশক্তির মধ্যে প্রায় ১৯ লাখ ৪০ হাজার বেকার।

প্রশিক্ষণ ও সহায়তার সুযোগ

এই ফেয়ারের মাধ্যমে সমাপ্ত হয় এক বছরের ‘ক্লাইমেট-স্মার্ট এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম ফর ইয়ুথ-লেড বিজনেসেস’। রংপুর, খুলনা, বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় ১,৩৫০ তরুণ উদ্যোক্তাকে প্রশিক্ষণ ও নানা সহায়তা দেওয়া হয় এই প্রকল্পে।

প্রধান অতিথির মন্তব্য

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অপর্না সেন চৌধুরী বলেন, ২০২২ থেকে ২০২৫ সালের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সংখ্যা ৫১ শতাংশ বেড়েছে। তরুণ উদ্যোক্তারা শুধু নিজেদের স্বপ্নই পূরণ করছেন না, তারা কর্মসংস্থানও তৈরি করছেন। এর ফলে উদ্যোক্তা হওয়া এখন তরুণদের কাছে চাকরির বিকল্প বাস্তবতা হয়ে উঠেছে।

অন্যান্য বক্তাদের মতামত

  • শামীমা আক্তার (ইউনিলিভার বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স ও কমিউনিকেশনস পরিচালক): তরুণদের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে এই উদ্যোগ সহায়ক। টেকসই ও উদ্ভাবনী ব্যবসায় প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
  • সাবে রহমান খান (ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন প্রোগ্রামের পরিচালক): বাংলাদেশের তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে আরও বেশি উদ্যোক্তা তৈরি করা জরুরি।

প্রদর্শনী ও তরুণদের অভিজ্ঞতা

ফেয়ারে ১১টি স্টলে প্রদর্শিত হয় জলবায়ু-সহনশীল হস্তশিল্প, পোশাক, মাটির সামগ্রীসহ নানা উদ্ভাবনী পণ্য।

চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী ও ময়মনসিংহের তরুণীরা আলোচনায় জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় উদ্যোক্তা হয়ে তারা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, তবে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাদের অনুপ্রাণিত করছে।

ব্র্যাকের কর্মকর্তাদের অংশগ্রহণ

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান রওশন আরা, মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের সহযোগী পরিচালক সাবেরা বেগম এবং ব্র্যাকের মনিটরিং ও ইভ্যালুয়েশন বিভাগের প্রধান সাবেদুর রহমান