দুই ভারতীয়কে যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) ভারতীয় নাগরিকদের রাশিয়ার সেনাবাহিনীতে যোগ না দেওয়ার জন্য কড়া সতর্কবার্তা জারি করেছে। সম্প্রতি খবর পাওয়া গেছে যে, কয়েকজন ভারতীয় মস্কোতে ভ্রমণ করে প্রতারণার শিকার হয়েছেন। তাদেরকে নির্মাণশ্রমিকের চাকরির প্রতিশ্রুতি দিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়, পরে বাধ্যতামূলকভাবে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।
‘দ্য হিন্দু’র এক প্রতিবেদনে জানানো হয়, দুই ভারতীয় বর্তমানে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রয়েছেন। তারা দাবি করেছেন, নির্মাণশ্রমিক হিসেবে কাজের কথা বলে রাশিয়ায় নেওয়া হলেও শেষ পর্যন্ত তাদেরকে রুশ সেনাদের সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠানো হয়েছে। ফোনে দেওয়া সাক্ষাৎকারে তারা জানান, একই পরিস্থিতিতে আরও অন্তত ১৩ জন ভারতীয় রয়েছেন।

প্রতারণার কৌশল
প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসে ওই দুই ব্যক্তি শিক্ষার্থী বা ভিজিট ভিসা নিয়ে রাশিয়ায় গিয়েছিলেন। সেখানে এক দালাল তাদেরকে নির্মাণশ্রমিকের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে তাদেরকে সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়।
ভারতের কূটনৈতিক পদক্ষেপ
এমইএ মুখপাত্র রণধীর জয়সওয়াল বুধবার এক বিবৃতিতে বলেন,
“আমরা সম্প্রতি ভারতীয় নাগরিকদের রাশিয়ার সেনাবাহিনীতে নিয়োগ দেওয়ার তথ্য পেয়েছি। গত এক বছরে বিভিন্ন সময় আমরা এ বিষয়ে ঝুঁকি ও বিপদের কথা তুলে ধরে নাগরিকদের সতর্ক করে আসছি।”
তিনি আরও বলেন, রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দিল্লি ও মস্কো উভয় জায়গায় যোগাযোগ করা হয়েছে। এ ধরনের প্রতারণা বন্ধ করতে এবং আটক ভারতীয়দের অবিলম্বে মুক্তি দিতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

কড়া সতর্কবার্তা
রণধীর জয়সওয়াল আবারও ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে বলেন,
“আমরা জোরালোভাবে সবাইকে অনুরোধ করছি যেন কেউ রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার কোনো প্রস্তাবে সাড়া না দেন। এটি অত্যন্ত বিপজ্জনক ও প্রাণঘাতী পথ।”

সরকারের উদ্বেগ
এই ঘটনা ভারত সরকারের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। সরকার মনে করছে, প্রতারণার মাধ্যমে বিদেশি সেনাবাহিনীতে নিয়োগ জীবন ও নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। তাই সংঘাতপূর্ণ অঞ্চলে ভ্রমণ এবং সন্দেহজনক চাকরির প্রস্তাব গ্রহণ থেকে বিরত থাকতে নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















