ভোট স্থগিতের ঘটনা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বৃহস্পতিবার দুপুরে ফজিলাতুন্নেছা মুজিব হলে ভোটগ্রহণ স্থগিত করা হয়। অভিযোগ ওঠে, ওই কেন্দ্রে অনিয়ম ও ভোট কারচুপি হয়েছে।

অভিযোগ ও ঘটনার বিবরণ
ছাত্রীরা জানান, দুপুর ১২টার দিকে জাকসুর সহসভাপতি (ভিপি) পদে জাতীয়তাবাদী ছাত্রদল (জসদ) সমর্থিত প্রার্থী শেখ সাদি হাসান ৭–৮ জন কর্মী নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তারা কয়েকজন নারী প্রার্থীকে জোর করে বাইরে বের করে দেন বলে অভিযোগ রয়েছে।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান, এ ঘটনায় অন্যান্য প্রার্থীরা তীব্র প্রতিবাদ জানান এবং ভোটগ্রহণ বন্ধের দাবি তোলেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতেই ওই হলে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
সামগ্রিক পরিবেশ
বৃহস্পতিবার সকাল ৯টায় দীর্ঘ প্রতীক্ষিত জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিকেল ৫টা পর্যন্ত পুরো ক্যাম্পাসজুড়ে ভোট চলার কথা রয়েছে। তবে ফজিলাতুন্নেছা মুজিব হলে ঘটনার কারণে ভোট বন্ধ হয়ে যায়।
সারাক্ষণ রিপোর্ট 



















