ভোটগণনা দীর্ঘায়িত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগণনা শুক্রবার সকাল পর্যন্ত চলতে থাকে। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানান, এ প্রক্রিয়া সারা দিনব্যাপী চলতে পারে এবং চূড়ান্ত ফলাফল রাতের যেকোনো সময় প্রকাশ হতে পারে।
হল সংসদে আংশিক অগ্রগতি
ওই কর্মকর্তা আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ১১টি হল সংসদের ভোটগণনা শেষ হয়েছে। তবে বাকি ১০টি হলে ভোটগণনা এখনো চলছে। অন্যদিকে কেন্দ্রীয় জাকসুর ২১টি পদের ভোটগণনা এখনো শুরুই হয়নি। এতে ধারণা করা হচ্ছে, পুরো প্রক্রিয়া গভীর রাত পর্যন্ত গড়াতে পারে।
অনিয়মের অভিযোগ ও বর্জন
বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়। তবে এর আগেই বিভিন্ন প্যানেল ভোট কারচুপি, বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করে। এর মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল (জেসিডি)-সমর্থিত প্যানেল অন্যতম।
ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী অভিযোগ করেন, ভোট শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকেই ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা কেন্দ্রে প্রবেশ করে। তারা বিভিন্ন বুথে ভোট কারচুপি করেছে এবং কিছু নারী সমর্থক একাধিকবার ভোট দিয়েছেন।
শিক্ষকদের পদত্যাগ
এদিকে বিএনপি-ঘনিষ্ঠ তিন শিক্ষক—প্রফেসর শামিমা সুলতানা, নজরুল ইসলাম ও নাহরীন খান—তাদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। তাদের অভিযোগ, নির্বাচনে ব্যাপক অনিয়ম ঘটেছে।
অন্য প্যানেলের সরে দাঁড়ানো
ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের কিছু অংশ নিয়ে গঠিত সংসপ্তক পর্ষদও বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন থেকে সরে দাঁড়ায়। তারা এক বিবৃতিতে জানায়, পুরো প্রক্রিয়া ছিল জালিয়াতিপূর্ণ ও অন্যায্য।
উৎসবমুখর ভোটগ্রহণ ও নিরাপত্তা
বৃহস্পতিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। উৎসবমুখর পরিবেশে মোট ১৭৮ জন প্রার্থী ২৫টি জাকসু পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে মোতায়েন ছিল প্রায় এক হাজার ২০০ পুলিশ সদস্য।