ঘটনার সংক্ষিপ্ত বিবরণ
নওগাঁর পত্নীতলা সীমান্ত দিয়ে ১৬ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নওগাঁর বিজিবি-১৪ (পত্নীতলা) ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
কোথায় ও কীভাবে ঘটেছে
বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার ভোরে উপজেলার শীতলমাঠ বিওপির সীমান্ত পিলার ২৫৪/১-এস এর কাছ দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। পরে বিজিবি পত্নীতলা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের আটক করেন।
আটক ব্যক্তির অবস্থান
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুশইন করা ১৬ জন সীমান্তের ঘুরকী গ্রামের পাকা রাস্তার পাশে একটি চায়ের দোকানের আশপাশে ঘোরাফেরা করছিলেন। বিজিবির টহল দল বিষয়টি লক্ষ্য করে তাদের আটক করে।
আটককৃতদের পরিচয়
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন:
- ৭ জন পুরুষ
- ৫ জন শিশু
- ৪ জন নারী