নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শনিবার সতর্ক করে বলেছেন, যদি জাতীয় নির্বাচনে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি ব্যবহার করা হয়, তবে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে আসতে পারে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে পিআরভিত্তিক নির্বাচন বাস্তবসম্মত নয়। যদি জাতীয় নির্বাচন এ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়, তবে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ আবারও ফিরে আসতে পারে। প্রাক্তন ডাকসু সহসভাপতি মান্না এ মন্তব্য করেন।
বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনে (বিএফডিসি) ‘ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে’ শীর্ষক এক ছায়া সংসদে বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।
মান্না বলেন, আওয়ামী লীগের কৌশলে জাতীয় পার্টি আর লেজ নয়, বরং মাথায় পরিণত হয়েছে।
তিনি বলেন, চলতি বছরের ফেব্রুয়ারির নির্বাচন চলমান উদ্বেগের মধ্যেও অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী পাঁচ মাসে রাজনৈতিক পরিস্থিতিতে অপ্রত্যাশিত পরিবর্তনও আসতে পারে বলে তিনি সতর্ক করেন।
মান্না মনে করেন, ছাত্র সংসদ নির্বাচন জাতীয় রাজনীতিতে কিছুটা প্রভাব ফেললেও তার ফলাফল জাতীয় নির্বাচনের সামগ্রিক ফল পরিবর্তন করবে না।

তিনি জুলাই চার্টার থেকে উদ্ভূত ঐকমত্যকে ‘রূপালী রেখা’ হিসেবে উল্লেখ করেন এবং এর বাস্তবায়নের আশা প্রকাশ করেন।
ছোট রাজনৈতিক দলগুলো প্রসঙ্গে মান্না বলেন, নির্বাচনের আগে তাদের ঐক্য একটি ইতিবাচক বিষয় এবং নাগরিক ঐক্য গণঅধিকার পরিষদের সঙ্গে মিলে এমন উদ্যোগকে সমর্থন করবে।
তিনি নিবন্ধনহীন দলের সদস্যদের প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরসঙ্গীতে অন্তর্ভুক্তির বিরোধিতা করেন।
ছায়া সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। সেখানে অনুষ্ঠিত হয় একটি বিতর্ক প্রতিযোগিতা—“ছাত্র সংসদ নির্বাচনের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না” শীর্ষক।
প্রতিযোগিতায় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিতার্কিকরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দলকে পরাজিত করে।
মান্না আরও বলেন, ছাত্রদের চাঁদাবাজি বিরোধী অবস্থানের কারণে শিবির ডাকসু নির্বাচনে জয়লাভ করেছিল।
বিচারক প্যানেলে ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন এবং সাংবাদিক সাঈদুর রহমান, মঈদুর রহমান রুবেল ও জাকির হোসেন লিটন।
বিজয়ীরা পেয়েছেন ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র।
সারাক্ষণ রিপোর্ট 



















