তাইওয়ানের তথাকথিত “বিদেশ বিষয়ক” প্রধান লিন ছিয়া-লুংকে নিউইয়র্ক সফরের অনুমতি দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র নিন্দা ও কঠোর বিরোধিতা জানিয়েছে চীন।
বৃহস্পতিবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সময় তাইওয়ানের তথাকথিত “বিদেশ বিষয়ক” প্রধান লিন ছিয়া-লুংয়ের নিউইয়র্ক সফর যুক্তরাষ্ট্র তাইওয়ান বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে উসকে দেওয়ার এক প্রকাশ্য মঞ্চ তৈরি করেছে। এটি চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপ এবং এক-চীন নীতি ও চীন-যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন।

কুও চিয়াখুন আরও বলেন, “তাইওয়ানে বিচ্ছিন্নতার কোনো প্রচেষ্টা সফল হবে না। ডিপিপি কর্তৃপক্ষ ও বিচ্ছিন্নতাবাদীরা তাদের প্ররোচনার ফল ভোগ করবেই।” তিনি সতর্ক করে দিয়ে বলেন, যারা এখনও তাইওয়ানের সঙ্গে তথাকথিত কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, তাদের উচিত বাস্তবতা অনুধাবন করা এবং তাইওয়ান বিচ্ছিন্নতাবাদীদের ফাঁদে না পড়া।
চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে, পৃথিবীতে মাত্র একটি চীন রয়েছে, তাইওয়ান তার অবিচ্ছেদ্য অংশ এবং গণপ্রজাতন্ত্রী চীনই সমগ্র চীনের একমাত্র বৈধ সরকার। আন্তর্জাতিক সম্প্রদায়ের এক-চীন নীতির প্রতি অঙ্গীকার অটল রয়েছে এবং কোনো শক্তিই চীনের পূর্ণ পুনঃএকত্রীকরণ ঠেকাতে পারবে না।
তথ্য ও ছবি: সিসিটিভি