মঞ্চে তারকা, পেছনে বার্তা
শাকিরা–কার্ডি বি’দের উর্বর পারফরম্যান্সের পাশাপাশি দারিদ্র্য, স্বাস্থ্য ও জলবায়ু ইস্যুতে প্রতিশ্রুতি ঘিরে শোর আলোচনা; টিভি–সোশালে তুমুল সাড়া।
লাইভ মিউজিক ও অ্যাডভোকেসির পাঠ
এক রাতের উন্মাদনাকে বছরের প্রতিশ্রুতিতে কীভাবে রূপ দেওয়া যায়—এটাই বড় চ্যালেঞ্জ; ভাইরাল মুহূর্ত স্ট্রিমিং ও তহবিলে প্রভাব ফেলে।