দোকানে হাতির হানা
থাইল্যান্ডের এক মুদি দোকানে এক বন্য হাতি হঠাৎ ঢুকে পড়ে এবং তাক থেকে খাবার তুলে খেতে শুরু করে। সোমবার ঘটনাটি ঘটে খাও ইয়াই জাতীয় উদ্যানের কাছে, উত্তর-পূর্ব থাইল্যান্ডে। বিশাল এই পুরুষ হাতিটির নাম ‘প্লাই বিয়াং লেক’। ঘটনার ভিডিওতে দেখা যায়, হাতিটি প্রথমে দোকানের সামনে থেমে কিছুক্ষণ দাঁড়ায়, এরপর শরীর নিচু করে ভেতরে ঢুকে পড়ে।
খাবারের শিকার
দোকানের কাউন্টারের সামনে দাঁড়িয়ে হাতিটি একের পর এক নাস্তা তুলে খেতে থাকে। জাতীয় উদ্যানের কর্মীরা তাকে ভয় দেখিয়ে তাড়ানোর চেষ্টা করলেও সে বিন্দুমাত্র বিচলিত হয়নি। অবশেষে সে মুখে একটি খাবারের প্যাকেট নিয়ে দোকান থেকে বেরিয়ে যায়। দোকানের ভেতরে তেমন কোনো ক্ষতি হয়নি, কেবল কাদার দাগ পড়ে গেছে মেঝে ও দেয়ালে।
মালিকের অভিজ্ঞতা
দোকানের মালিক কামপ্লয় কাকাও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ভিডিওতে ঘটনার বর্ণনা দেন। তিনি জানান, হাতিটি তার দোকান থেকে নয় ব্যাগ মিষ্টি চালের বিস্কুট, একটি স্যান্ডউইচ এবং কিছু শুকনো কলা খেয়েছে। তবে সে কাউকে আঘাত না করেই চলে যায়।
এলাকার পরিচিত দৃশ্য
উদ্যানের স্বেচ্ছাসেবক দানাই সুক্কানথাচাত বলেন, প্রায় ৩০ বছরের এই হাতি এলাকাবাসীর কাছে পরিচিত। আগেও তাকে বাড়িঘরে ঢুকে খাবার খুঁজতে দেখা গেছে। তবে এটাই প্রথমবার সে কোনো মুদি দোকানে প্রবেশ করল।
ঘটনার পর
দোকান থেকে বের হয়ে হাতিটি পাশের আরেকটি বাড়ির জানালা খুলে ঢোকার চেষ্টা করেছে বলে জানা গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি, তবে স্থানীয়রা এখন আরও সতর্ক হয়ে উঠেছে।
এই ঘটনাটি দেখায় কীভাবে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত বৃদ্ধি পাচ্ছে, বিশেষত বনাঞ্চলের কাছাকাছি বসবাসকারী মানুষের জীবনে।