ইউএনবি থেকে অনূদিত
বাংলাদেশের পুঁজি বাজার গত ১৫ বছরে প্রায় ৪৮ শতাংশ সঙ্কুচিত হয়েছে। দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল তদারকি ও বাজারের প্রধান অংশীজনদের মধ্যে সমন্বয়ের ঘাটতিকে এই পরিস্থিতির মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন বিএসইসি কমিশনার মো. সাইফুদ্দিন। তিনি দ্রুত পদক্ষেপ, স্বচ্ছ করপোরেট নিরীক্ষা এবং মেশিন-পাঠযোগ্য আর্থিক প্রতিবেদন চালুর ওপর জোর দেন।
বাংলাদেশের পুঁজি বাজার গত ১৫ বছরে প্রায় ৪৮ শতাংশ সঙ্কুচিত হয়েছে—এর প্রধান কারণ দীর্ঘমেয়াদি অনিয়ম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দুর্বল সমন্বয়—বুধবার এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. সাইফুদ্দিন।
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত ‘এমার্জিং টেকনোলজি ও ডিজিটাল ফাইন্যান্সের মাধ্যমে বিনিয়োগকারীদের ক্ষমতায়ন’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিয়ে তিনি বলেন, দীর্ঘস্থায়ী অদক্ষতা বিনিয়োগকারীদের আস্থা ক্ষয় করেছে।
তিনি বলেন, “বিনিয়োগকারীরা আমাদের ভালো মানুষ হিসেবে দেখেন না। তারা মনে করেন, যারা পুঁজি বাজার পরিচালনা করেন, সবাই দুর্নীতিগ্রস্ত—দুঃখজনক হলেও এই ধারণার পেছনে কারণ আছে। আমাদের নিজেদেরই বদলাতে হবে।”
বাজারের প্রধান অংশীজনদের মধ্যে সমন্বয়ের ঘাটতিকে তিনি কঠোর ভাষায় সমালোচনা করে বলেন, এই দুর্বলতা প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ বাজার গড়ার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করেছে।
তার বক্তব্যে তিনি আহ্বান জানিয়ে বলেন, “যদি সত্যিই বাজারকে রূপান্তর করতে চাই, তবে এখনই পদক্ষেপ নিতে হবে। সবাইকে একসঙ্গে বসতে হবে, কথা বলতে হবে—সে কমিশনই হোক, আইসিএবি, সিডিবিএল বা সিসিবিএল। যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে।”
গত ১৮ মাসে শক্তিশালী কোনো প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) না থাকার প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করে বলেন, পুঁজি বাজার কোনো ভোক্তা বাজার নয়। “আমরা প্রায়ই আইপিওতে পণ্যের বৈচিত্র্যের কথা বলি, অথচ আসল আলোচনাটি হওয়া উচিত বিনিয়োগযোগ্য সম্পদ নিয়ে।”
একই অনুষ্ঠানে করপোরেট নিরীক্ষায় আরও স্বচ্ছতার আহ্বান জানিয়ে তিনি বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটকে (আইসিএবি) তদারকি জোরদার ও সততা বজায় রাখার তাগিদ দেন।
তিনি আরও বলেন, “বিনিয়োগকারীদের কাছে আমাদের একমাত্র সম্পদ আস্থা। একবার সেই আস্থা ভেঙে গেলে বাজার ধসে পড়বে। আর্থিক প্রতিবেদনগুলোকে পুরোহিতের পবিত্রতার মতো করে প্রস্তুত করতে হবে।”
এছাড়া বাজারে স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে কমিশন মেশিন-পাঠযোগ্য (মেশিন-রিডেবল) আর্থিক প্রতিবেদন চালু করার পরিকল্পনাও করছে বলে তিনি জানান।
#পুঁজি_বাজার #বিএসইসি #ঢাকা_স্টক_এক্সচেঞ্জ #বিনিয়োগকারী #আইপিও #করপোরেট_গভর্ন্যান্স #স্বচ্ছতা #আর্থিক_প্রতিবেদন #ডিএসই #আইসিএবি