কৌশলগত অংশীদারি ও বাণিজ্যের নতুন অধ্যায়
মুম্বাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ইউকে–ভারত বাণিজ্য চুক্তিকে দীর্ঘমেয়াদি অংশীদারির ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, প্রযুক্তি, লাইফ সায়েন্স, নবায়নযোগ্য জ্বালানি ও উচ্চশিক্ষায় যৌথ বিনিয়োগ বাড়াতে দুই দেশ অগ্রাধিকার দিচ্ছে। শুল্ক হ্রাস ও বাজারে প্রবেশ সহজ হলে দুই অর্থনীতির সরবরাহ–শৃঙ্খল ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে।
নীতি–আলোচনায় নিরাপত্তা, জ্বালানি ও ইউক্রেন
বৈঠকে ইউক্রেনের ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি, ইন্দো–প্যাসিফিক স্থিতিশীলতা এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো নিয়ে আলোচনা হয়। রাশিয়ার জ্বালানি আমদানির প্রসঙ্গও উত্থাপিত হয় বলে স্টার্মার জানান। মানবাধিকার ইস্যুতে ব্রিটিশ নাগরিক জগতার সিং জোহালের মামলাও আলোচিত হয়।
শিক্ষা ও দক্ষতা–সংযোগের বিস্তার
যুক্তরাজ্যের আরও বিশ্ববিদ্যালয় ভারতে নতুন ক্যাম্পাস চালুর অনুমোদন পেয়েছে। এতে ভারতীয় শিক্ষার্থীরা ব্রিটিশ উচ্চশিক্ষায় বেশি সুযোগ পাবে, একই সঙ্গে জ্ঞান–অর্থনীতিতে দুই দেশের সংযোগ মজবুত হবে। ডিজিটাল আইডি নিয়ে নীতিগত অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে নন্দন নিলেকানির সঙ্গেও স্টার্মারের বৈঠক হয়।