দেশজুড়ে ২৭০টিরও বেশি রেস্টুরেন্ট ও ক্যাফেতে বিকাশের মাধ্যমে বিল পরিশোধ করলে গ্রাহকরা পিৎজা অর্ডারে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন। এই অফার চলবে আগামী ১ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
ডিজিটাল পেমেন্টে উৎসাহ দিতে বিকাশের উদ্যোগ
ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে বিকাশ নতুন এক অফার চালু করেছে। দেশের বিভিন্ন জেলায়—ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনাসহ—২৭০টিরও বেশি রেস্টুরেন্ট ও ক্যাফেতে গ্রাহকরা এই সুবিধা নিতে পারবেন। বিকাশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রাহকদের অনলাইন পেমেন্টে উৎসাহিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ছাড় পাওয়ার নিয়ম ও শর্ত
পিৎজা অর্ডারে ছাড় পেতে হলে গ্রাহককে বিকাশ অ্যাপের মাধ্যমে ন্যূনতম ২৫০ টাকা পরিশোধ করতে হবে। পেমেন্টের সময় ব্যবহার করতে হবে ‘D4’ প্রোমোকোড।
প্রতিটি লেনদেনে গ্রাহক ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন, যা সর্বোচ্চ ১০০ টাকায় সীমিত থাকবে। প্রতিদিন একজন গ্রাহক একবার এবং পুরো ক্যাম্পেইনে সর্বোচ্চ দুইবার এই অফারটি উপভোগ করতে পারবেন।
অংশগ্রহণকারী আউটলেটের তালিকা
অংশগ্রহণকারী রেস্টুরেন্ট ও ক্যাফেগুলোর নাম, জেলা ও ঠিকানা বিকাশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কাছাকাছি কোন রেস্টুরেন্টে এই অফার চলছে তা জানতে গ্রাহকরা নিচের লিংক থেকে জানতে পারবেন—
https://www.bkash.com/page/
পিৎজায় ছাড়ের এই অফার গ্রাহকদের জন্য যেমন আকর্ষণীয়, তেমনি ব্যবসায়ীদের জন্যও ডিজিটাল পেমেন্ট বাড়ানোর সুযোগ তৈরি করবে। নগদবিহীন লেনদেন বাড়ানোর মাধ্যমে দেশের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে বিকাশের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।
#বিকাশ #পিৎজা #ছাড় #ডিজিটালপেমেন্ট #রেস্টুরেন্টঅফার #ব্যবসা #বাংলাদেশ