অবকাশের পর আদালতের কার্যক্রম শুরু
বাংলাদেশ সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি শেষ হচ্ছে। আগামী রবিবার থেকে দেশের সর্বোচ্চ আদালতের নিয়মিত কার্যক্রম শুরু হবে। এ দিনই হাইকোর্ট বিভাগসহ সুপ্রিম কোর্টের সব বিভাগ পুনরায় কাজ শুরু করবে।
বিজ্ঞপ্তিতে ঘোষণা
ঢাকার ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, অবকাশ শেষে আদালতের প্রথম কার্যদিবসে বিচারপতিরা পূর্বের মতো আদালতের দায়িত্ব গ্রহণ করবেন এবং নির্ধারিত সময় অনুযায়ী মামলা শুনানি শুরু হবে।
বিচারপতি ও আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট—উভয় বিভাগের বিচারপতিরা রবিবার সকালে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টের মূল ভবনসংলগ্ন ইনার কোর্ট ইয়ার্ডে (বাগান এলাকায়)।
সময়সূচি ও উপস্থিতি নির্দেশনা
সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হয়েছে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এ সময়ে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক, এবং আদালতের বিভিন্ন বিভাগের আইনজীবীরা উপস্থিত থাকবেন।
অংশগ্রহণের আহ্বান
বিজ্ঞপ্তিতে আদালতের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, বিচারপতি ও আইনজীবীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এটি সুপ্রিম কোর্টের অবকাশ পরবর্তী প্রথম আনুষ্ঠানিক অনুষ্ঠান হিসেবেই বিবেচিত হচ্ছে, যা নতুন কার্যপর্বের সূচনা করবে।
: #সুপ্রিম_কোর্ট #বাংলাদেশ #আদালত #অবকাশ #বিচারব্যবস্থা #হাইকোর্ট