রাতে একইসাথে শতাধিক ড্রোন
রাশিয়া শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত ইউক্রেনের দিকে শতাধিক ড্রোন পাঠায়। ইউক্রেন বলে, এগুলোর বড় অংশই ছিল শাহেদ ধরনের আত্মঘাতী ড্রোন, যেগুলো আঘাত করেই বিস্ফোরিত হয়। ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, প্রায় ১০১টির মধ্যে ৯০টি ভূপাতিত করা গেছে। তবু কয়েকটি ড্রোন রাজধানী কিয়েভের দেসনিয়ানস্কি জেলায় বহুতল বাসাবাড়িতে বিধে যায়। সেখানে আগুন ধরে যায়, উপরের তলাগুলো জ্বলতে থাকে, ফায়ার সার্ভিস অন্ধকার সিঁড়ি বেয়ে লোকজন নামিয়ে আনে। অন্তত তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে আছেন ১৯ বছরের এক তরুণী ও তার মা। আহত হয়েছেন ২৯ জন, যার মধ্যে সাতজন শিশু।

শীতের আগে মনোবল ভাঙার কৌশল
কিয়েভের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলার মাত্রা ও ধরণ ইঙ্গিত দেয় যে মস্কো শীতের আগেই ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ক্লান্ত করে ফেলতে চাইছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্রদের উদ্দেশে নতুন করে বলেছেন, আরও উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম দ্রুত না এলে বেসামরিক এলাকাই সবচেয়ে ঝুঁকিতে থাকবে। তিনি অভিযোগ করেন, রাশিয়া এখন কেবল সামরিক লক্ষ্য নয়, সাধারণ ফ্ল্যাটবাড়ি ও বিদ্যুৎ অবকাঠামোতেও বারবার আঘাত করছে, যেন সাধারণ মানুষ ঠাণ্ডা শুরুর আগেই মানসিকভাবে ভেঙে পড়ে। ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা বলছেন, এখন রাশিয়া সামনের লাইনে বড় স্থল আক্রমণ চালানোর বদলে টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র বর্ষণকে অগ্রাধিকার দিচ্ছে, যাতে শহরগুলোর বেসামরিক জীবন অচল হয়ে পড়ে এবং একইসাথে সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা ছড়িয়ে দিতে হয়।
সারাক্ষণ রিপোর্ট 


















