রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রেখেই পশ্চিমা নিষেধাজ্ঞা মানবে রিলায়েন্স
নয়াদিল্লি, ২৪ অক্টোবর: ভারতের শীর্ষ তেল ক্রেতা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড জানিয়েছে, তারা রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা মেনে চলবে। তবে একই সঙ্গে বর্তমান সরবরাহকারীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখারও চেষ্টা করবে প্রতিষ্ঠানটি।
রিলায়েন্সের এক মুখপাত্র শুক্রবার এক বিবৃতিতে বলেন, “যেমনটি শিল্পে প্রচলিত, সরবরাহ চুক্তিগুলো সময়ের পরিবর্তন এবং নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে সংশোধিত হয়। রিলায়েন্স সেই অনুযায়ী পদক্ষেপ নেবে, তবে সরবরাহকারীদের সঙ্গে সম্পর্ক অটুট রাখবে।”
রোসনেফটের সঙ্গে দীর্ঘমেয়াদি তেল চুক্তি
বিলিয়নিয়ার মুখেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স বিশ্বের সবচেয়ে বড় রিফাইনিং কমপ্লেক্স পরিচালনা করে ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের জামনগরে। কোম্পানিটি রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রোসনেফটের কাছ থেকে দীর্ঘমেয়াদে প্রতিদিন প্রায় ৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কেনে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, রিলায়েন্স শিগগিরই রোসনেফট থেকে তেল আমদানি বন্ধ করার পরিকল্পনাও করছে। প্রতিষ্ঠানটি সরাসরি ছাড়াও মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে রুশ তেল ক্রয় করে থাকে।
পশ্চিমা নিষেধাজ্ঞা ও সময়সীমা
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। সর্বশেষ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র রাশিয়ার দুই শীর্ষ তেল উৎপাদক — লুকঅয়েল ও রোসনেফটের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে।
যুক্তরাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী, ২১ নভেম্বরের মধ্যে রাশিয়ার এসব তেল কোম্পানির সঙ্গে লেনদেন বন্ধ করতে হবে।
অন্যদিকে, ইইউ ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কোনো রিফাইনারিতে রুশ তেল প্রক্রিয়াজাত করা হলে বা সেই তেল ব্যবহার করে উৎপাদিত জ্বালানি ৬০ দিনের মধ্যে জাহাজীকরণের অনুমতি পাবে না। এদিনই ইউরোপ নতুন (১৯তম) নিষেধাজ্ঞা প্যাকেজও অনুমোদন করেছে।
বৈচিত্র্যময় তেল উৎসে ভরসা রাখছে রিলায়েন্স
রিলায়েন্স জানিয়েছে, তাদের বহুমুখী তেল ক্রয়নীতি ইউরোপীয় নিষেধাজ্ঞার মধ্যেও সরবরাহের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। তবে তারা রুশ তেল কেনা পুরোপুরি বন্ধ করবে কি না, সে বিষয়ে কিছু বলেনি।
প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেন, “রিলায়েন্সের সময়-পরীক্ষিত ও বহুমুখী তেল সংগ্রহ কৌশল দেশীয় ও রপ্তানি চাহিদা, বিশেষত ইউরোপের বাজারের সরবরাহ নিশ্চিতে স্থিতিশীলতা বজায় রাখবে বলে আমরা আশাবাদী।”
প্রেক্ষাপট ও গুরুত্ব
রিলায়েন্স বিশ্বের অন্যতম শীর্ষ রিফাইনারি প্রতিষ্ঠান, যার দৈনিক তেল প্রক্রিয়াকরণ ক্ষমতা প্রায় ১৪ লাখ ব্যারেল। পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে চললেও, রিলায়েন্স ভারতের জ্বালানি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশ্লেষকদের মতে, ইউরোপীয় ও মার্কিন নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে রিলায়েন্সের এই ভারসাম্যপূর্ণ অবস্থান দেশটির তেল আমদানি কৌশলে নতুন দিকনির্দেশনা আনবে।
সূত্র ও প্রতিবেদন
প্রতিবেদন: নিধি ভার্মা
সম্পাদনা: জো বেভিয়ার, ইলেইন হার্ডক্যাসল
(নিধি ভার্মা রয়টার্সের পুরস্কারপ্রাপ্ত জ্বালানি সাংবাদিক। তিনি দুই দশকেরও বেশি সময় ধরে ভারত ও বৈশ্বিক জ্বালানি খাত নিয়ে কাজ করছেন। তাঁর প্রতিবেদনে জ্বালানি ব্যবসার কূটনীতি, বৈদেশিক সম্পর্ক ও বাজারগত পরিবর্তনের নতুন দিকগুলো উঠে আসে।)
সারাক্ষণ রিপোর্ট 



















