গেম অব থ্রোনস মহাবিশ্বে নতুন অধ্যায়
এইচবিওর নতুন প্রিক্যুয়েল সিরিজ ‘এ নাইট অব দ্য সেভেন কিংডমস’ প্রথম পর্ব প্রচারের আগেই দ্বিতীয় মৌসুমের অনুমোদন পেয়ে গেছে। জর্জ আর আর মার্টিনের ‘টেইলস অব ডাঙ্ক অ্যান্ড এগ’ উপন্যাস অবলম্বনে নির্মিত অর্ধঘণ্টার এই ফ্যান্টাসি ড্রামার গল্প গড়ে উঠেছে ‘গেম অব থ্রোনস’-এর মূল কাহিনির প্রায় একশ বছর আগে। কেন্দ্রে রয়েছেন সার ডানকান “ডাঙ্ক” দ্য টল নামে এক সাধারণ হেজ নাইট আর তাঁর কিশোর স্কয়ার এগ, যে পরবর্তীতে রাজা এগন পঞ্চম হিসেবে পরিচিত হবে। প্রথম মৌসুমের প্রচার শুরু হচ্ছে ১৮ জানুয়ারি ২০২৬–এ, আর সদ্য ঘোষিত দ্বিতীয় মৌসুম ২০২৭ সালে আসতে পারে বলে ধারণা দেওয়া হয়েছে।
নিউইয়র্কে আয়োজিত এক প্রেস প্রেজেন্টেশনে এই ঘোষণা দেন এইচবিও ও এইচবিও ম্যাক্স কনটেন্ট প্রধান কেইসি ব্লয়স। একই অনুষ্ঠানে তিনি আরেক প্রিক্যুয়েল ‘হাউস অব দ্য ড্রাগন’-এর চতুর্থ মৌসুমের খবরও নিশ্চিত করেছেন, যার তৃতীয় মৌসুম ২০২৬ সালের গ্রীষ্মে প্রচারিত হবে। দীর্ঘমেয়াদে দুটি প্রিক্যুয়েলেই বিনিয়োগ করে এইচবিও দেখাতে চাইছে, ওয়েস্টেরসভিত্তিক কনটেন্টই এখনো তাদের প্ল্যাটফর্মের বড় শক্তি। আগে থেকেই একাধিক মৌসুম পূর্বনির্ধারণ করার ফলে নির্মাতারা চরিত্র ও প্লট আর্ক বহু বছরের জন্য পরিকল্পনা করার সুযোগ পাচ্ছেন, প্রতি মৌসুমে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে হচ্ছে না।
ঘনিষ্ঠ গল্প বলা ও ফ্যান প্রত্যাশা
মূল ‘গেম অব থ্রোনস’-এর বিস্তৃত রাজনৈতিক ষড়যন্ত্র ও রক্তক্ষয়ী যুদ্ধের তুলনায় ‘এ নাইট অব দ্য সেভেন কিংডমস’ অনেক বেশি ঘনিষ্ঠ ও চরিত্রনির্ভর গল্প বলার প্রতিশ্রুতি দিচ্ছে। এখানে টুর্নামেন্ট, সীমান্তবর্তী ছোট ছোট সংঘাত আর মানবিক সম্পর্কের মধ্য দিয়ে ওয়েস্টেরসের সামাজিক–রাজনৈতিক বাস্তবতা ধীরে ধীরে উন্মোচিত হবে। তবু টারগ্যারিয়েন শাসনের সময়কালকে বেছে নেওয়ায় ড্রাগন, বংশ–রাজনীতি ও ভবিষ্যদ্বাণী—এসব পরিচিত উপাদানও থাকছে। ফলে যারা নতুন গল্প চান, আবার একই সঙ্গে পুরোনো লোরের ধারাবাহিকতাও অনুভব করতে চান, তাদের দুই ধরনের প্রত্যাশাই মেটানোর সুযোগ পাচ্ছে নির্মাতারা।
তবে চ্যালেঞ্জও কম নয়। উচ্চ বাজেটের ফ্যান্টাসি ধারাবাহিকে সাম্প্রতিক সময়ে দর্শক ও সমালোচকের মন জয় করা ক্রমেই কঠিন হয়ে উঠেছে। অনেক ভক্ত এখনো ‘গেম অব থ্রোনস’-এর শেষ মৌসুম নিয়ে হতাশা কাটিয়ে উঠতে পারেননি; ফলে নতুন প্রিক্যুয়েলগুলোকে তারা একধরনের পুনর্বাসনের সুযোগ হিসেবে দেখছেন। দ্বিতীয় মৌসুম আগেই অনুমোদিত হওয়ায় সিরিজটির ওপর প্রত্যাশা আরও বেড়ে গেল। যদি প্রথম দুই মৌসুমে ধারাবাহিক, সংহত গল্প বলা যায়, তবে টেলিভিশনে ওয়েস্টেরস–ভিত্তিক কনটেন্টকে আবারও শক্তভাবে দাঁড় করানো সম্ভব হবে; অন্যথায় সমালোচকরা ফ্র্যাঞ্চাইজি ক্লান্তির অভিযোগ আরও জোরে তুলতে পারেন।
সারাক্ষণ রিপোর্ট 



















