১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
করপোরেট বাড়িওয়ালা নিষিদ্ধ করলে কি সত্যিই কমবে বাড়ির দাম কারাগারে ভোটে আগ্রহী ৬,২৪০ বন্দি, নিবন্ধন করেনি ৭৮ হাজার দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৮৬) বিজ্ঞান বাজেট কাটছাঁটে ট্রাম্পের প্রস্তাব, নীরবে রুখে দাঁড়ালেন রিপাবলিকানরা নিষ্ক্রিয়তার অপরাধ: উভালদে ট্র্যাজেডি কি পুলিশের দায় নতুনভাবে নির্ধারণ করবে নিউইয়র্কের ক্ষমতার নতুন ভাষা: জোহরান মামদানির ঝুঁকিপূর্ণ পথ চলা প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩৫৩) ইউরোপের উদ্বেগে গ্রিনল্যান্ড, ট্রাম্পের দখল-আতঙ্ক ঠেকাতে মরিয়া কূটনীতি স্পেনের রাজনীতিতে বিচারকের ছায়া: ক্ষমতার লড়াইয়ে আদালত যখন বিতর্কের কেন্দ্রে ঘুম ঠিক রাখার এক অভ্যাসই বদলে দিতে পারে আপনার স্বাস্থ্য

নেট্রা মান্তেনার উদয়পুর বিবাহে ‘ডোলা রে ডোলা’-এ মুগ্ধতা ছড়ালেন মাধুরী দীক্ষিত

মাধুরীর নাচে মুগ্ধতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

উদয়পুরে মার্কিন ধনকুবেরের কন্যা নেট্রা মান্তেনা ও প্রযুক্তি উদ্যোক্তা ভামসি গাদিরাজুর বর্ণাঢ্য বিয়ের আয়োজনকে কেন্দ্র করে বলিউড তারকারা জমিয়ে তুলেছেন নানা অনুষ্ঠান। এরই মধ্যে নেট্রা-ভামসির মেহেদি অনুষ্ঠানে মাধুরী দীক্ষিতের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা পাচ্ছে।

সবুজ লেহেঙ্গা-চোলি ও গোলাপি দুপাট্টায় দৃষ্টিনন্দন রূপে মঞ্চে ওঠেন মাধুরী। ‘দেবদাস’-এর বিখ্যাত গান ‘ডোলা রে ডোলা’-র আইকনিক হুক স্টেপ ফিরিয়ে এনে যেন মুহূর্তেই দর্শকদের মুগ্ধ করেন তিনি।

অনেক ভক্তই প্রশংসায় ভরিয়ে দিলেও কেউ কেউ লিখেছেন—‘কাশ! ঐশ্বর্য রাই-ও থাকতেন, তাহলে দৃশ্যটা আরও পরিপূর্ণ হতো।’

একজন লিখেছেন, “দারুণ। তবে যদি ঐশ্বর্য থাকতেন, মজাটা আরও বাড়ত।”
আরেকজনের মন্তব্য, “মাধুরী এককথায় অসাধারণ।”
অন্য এক মন্তব্যে এসেছে, “তার সৌন্দর্য ও নাচের ছন্দ চিরকালীন।”


মাধুরীর আরও জমজমাট পরিবেশনা

‘ডোলা রে ডোলা’ ছাড়াও মাধুরী নাচেছেন ‘গাঙ্গুবাই কঠিয়াওয়াড়ি’-র ‘ঢোলিডা’, এ আর রহমানের ‘জয় হো’ এবং ‘রংগিলো মারো ঢোলনা’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে। তার প্রাণবন্ত পারফরম্যান্স মুহূর্তেই সামাজিক মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে।

Madhuri Dixit recreates Dola Re Dola magic at billionaire wedding - India  Today

মেহেদি রাতের আরেক আকর্ষণ ছিলেন দিয়া মির্জা, যিনি অনুষ্ঠানের সঞ্চালনা করেন। নোরা ফাতেহি তার উজ্জ্বল নাচে মঞ্চ মাতিয়ে তোলেন।


নেট্রা মান্তেনা ও ভামসি গাদিরাজুর বিয়ে

২১ নভেম্বর জমকালো সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বিয়ের উৎসব। করণ জোহর ও সোফি চৌধুরী সঙ্গীতের সঞ্চালনা করেন। মঞ্চ মাতান রণবীর সিং, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, ক্রিতি স্যানন ও শহীদ কাপুরসহ আরও অনেক তারকা।

নেট্রা হলেন ইনজিনিয়াস ফার্মাসিউটিক্যালস-এর সিইও, অরল্যান্ডোর বিলিয়নিয়ার রামা রাজু মান্তেনা ও পদ্মজার কন্যা। অন্যদিকে ভামসি গাদিরাজু নিউ ইয়র্কভিত্তিক প্রযুক্তি প্ল্যাটফর্ম ‘সুপারঅর্ডার’-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিটিও, যা বহু-স্টোর রেস্তোরাঁকে ডেলিভারি ও টেকঅ্যাওয়ে পরিচালনায় সহায়তা করে।

জাঁকজমকপূর্ণ এই বিয়ে অনুষ্ঠিত হচ্ছে ২৩ নভেম্বর উদয়পুরে।


#Bollywood #MadhuriDixit #NetraMantenaWedding #UdaipurWedding #Entertainment

জনপ্রিয় সংবাদ

করপোরেট বাড়িওয়ালা নিষিদ্ধ করলে কি সত্যিই কমবে বাড়ির দাম

নেট্রা মান্তেনার উদয়পুর বিবাহে ‘ডোলা রে ডোলা’-এ মুগ্ধতা ছড়ালেন মাধুরী দীক্ষিত

১০:৩০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

মাধুরীর নাচে মুগ্ধতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

উদয়পুরে মার্কিন ধনকুবেরের কন্যা নেট্রা মান্তেনা ও প্রযুক্তি উদ্যোক্তা ভামসি গাদিরাজুর বর্ণাঢ্য বিয়ের আয়োজনকে কেন্দ্র করে বলিউড তারকারা জমিয়ে তুলেছেন নানা অনুষ্ঠান। এরই মধ্যে নেট্রা-ভামসির মেহেদি অনুষ্ঠানে মাধুরী দীক্ষিতের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়তা পাচ্ছে।

সবুজ লেহেঙ্গা-চোলি ও গোলাপি দুপাট্টায় দৃষ্টিনন্দন রূপে মঞ্চে ওঠেন মাধুরী। ‘দেবদাস’-এর বিখ্যাত গান ‘ডোলা রে ডোলা’-র আইকনিক হুক স্টেপ ফিরিয়ে এনে যেন মুহূর্তেই দর্শকদের মুগ্ধ করেন তিনি।

অনেক ভক্তই প্রশংসায় ভরিয়ে দিলেও কেউ কেউ লিখেছেন—‘কাশ! ঐশ্বর্য রাই-ও থাকতেন, তাহলে দৃশ্যটা আরও পরিপূর্ণ হতো।’

একজন লিখেছেন, “দারুণ। তবে যদি ঐশ্বর্য থাকতেন, মজাটা আরও বাড়ত।”
আরেকজনের মন্তব্য, “মাধুরী এককথায় অসাধারণ।”
অন্য এক মন্তব্যে এসেছে, “তার সৌন্দর্য ও নাচের ছন্দ চিরকালীন।”


মাধুরীর আরও জমজমাট পরিবেশনা

‘ডোলা রে ডোলা’ ছাড়াও মাধুরী নাচেছেন ‘গাঙ্গুবাই কঠিয়াওয়াড়ি’-র ‘ঢোলিডা’, এ আর রহমানের ‘জয় হো’ এবং ‘রংগিলো মারো ঢোলনা’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে। তার প্রাণবন্ত পারফরম্যান্স মুহূর্তেই সামাজিক মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়েছে।

Madhuri Dixit recreates Dola Re Dola magic at billionaire wedding - India  Today

মেহেদি রাতের আরেক আকর্ষণ ছিলেন দিয়া মির্জা, যিনি অনুষ্ঠানের সঞ্চালনা করেন। নোরা ফাতেহি তার উজ্জ্বল নাচে মঞ্চ মাতিয়ে তোলেন।


নেট্রা মান্তেনা ও ভামসি গাদিরাজুর বিয়ে

২১ নভেম্বর জমকালো সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বিয়ের উৎসব। করণ জোহর ও সোফি চৌধুরী সঙ্গীতের সঞ্চালনা করেন। মঞ্চ মাতান রণবীর সিং, বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, ক্রিতি স্যানন ও শহীদ কাপুরসহ আরও অনেক তারকা।

নেট্রা হলেন ইনজিনিয়াস ফার্মাসিউটিক্যালস-এর সিইও, অরল্যান্ডোর বিলিয়নিয়ার রামা রাজু মান্তেনা ও পদ্মজার কন্যা। অন্যদিকে ভামসি গাদিরাজু নিউ ইয়র্কভিত্তিক প্রযুক্তি প্ল্যাটফর্ম ‘সুপারঅর্ডার’-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিটিও, যা বহু-স্টোর রেস্তোরাঁকে ডেলিভারি ও টেকঅ্যাওয়ে পরিচালনায় সহায়তা করে।

জাঁকজমকপূর্ণ এই বিয়ে অনুষ্ঠিত হচ্ছে ২৩ নভেম্বর উদয়পুরে।


#Bollywood #MadhuriDixit #NetraMantenaWedding #UdaipurWedding #Entertainment