০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
ইসলামী ব্যাংকের বোর্ডের জোর: নিরবচ্ছিন্ন সেবা ও ঋণ পুনরুদ্ধার পাবনা ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু ডিএসই–তে ঘুরে দাঁড়ানো: ২০ দিন পর সূচক ৫ হাজারের ওপরে প্রায় ভুলে যাওয়া এক দেয়াল জীবনরক্ষাকারী সব ওষুধের দাম নির্ধারণে সরকারের পূর্ণ ক্ষমতা ফিরিয়ে দিল হাইকোর্ট ডিইউ অধ্যাপক হাফিজুর রহমানের ছয় মাসের জামিন, মুক্তিতে আর বাধা নেই ভারতের চাল কিনছে বাংলাদেশ, সিঙ্গাপুরে থাকা ভারতীয় কোম্পানির শাখার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন ভ্রমণপিপাসুদের জন্য ১২ ধরনের উপহার—উদ্দেশ্য একটাই, যাত্রা একটু আরামদায়ক করা কেন্ড্রিকের সঙ্গে এবার স্পিল্ট মিল্কে জেনেসিস ওউসু ও লটে গ্যালাগারও

ধর্মেন্দ্রর মৃত্যুতে শোক—নিখিল সিদ্ধার্থের আবেগঘন স্মৃতিচারণ

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই ভারতজুড়ে শোকের ছায়া নেমে আসে। খবরটি শুনেই আবেগ চেপে রাখতে পারেননি টলিউড অভিনেতা নিখিল সিদ্ধার্থ। সাক্ষাৎকারের মধ্যেই ধর্মেন্দ্রকে নিয়ে নিজের শৈশব স্মৃতি, অনুপ্রেরণার গল্প এবং গভীর শ্রদ্ধা জানালেন তিনি।

নিখিলের চোখে ধর্মেন্দ্র—আজও আদর্শের শীর্ষে

নিকিল জানান, ছোটবেলায় তিনি এতটাই ধর্মেন্দ্র-ভক্ত ছিলেন যে খাওয়ার সময় টিভিতে শোলে না চললে তিনি খাবার মুখে দিতেন না। তাঁর ভাষায়—“টিভিতে শোলে চললেই তবেই খাব।” তাঁর শৈশবের বিনোদনের মূল কেন্দ্র ছিল ছবিটির জয়–বীরু জুটি।

তিনি বলেন, ধর্মেন্দ্র এমন এক অভিনেতা, যাঁকে দেখে যেকোনো অভিনেতাই অনুপ্রাণিত হন। জীবনে এত সাফল্য ও ভালোবাসা পাওয়াকে তিনি একজন অভিনেতার স্বপ্ন হিসেবেই দেখেন। ধর্মেন্দ্রর সন্তানরাও সফল—সানি দেওল, ববি দেওল, বিজেতা, ইশা এবং অহনা—যা কিংবদন্তি অভিনেতার ‘গর্ব’ বলে উল্লেখ করেন নিখিল।

Dinodia Dharmendra with Amjad Khan in Sholay

ধর্মেন্দ্র: এক অনবদ্য জীবন, এক অমর উত্তরাধিকার

১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবে জন্ম নেওয়া ধর্মেন্দ্র কেওয়াল কৃষণ দেওল ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম জনপ্রিয় এবং সুদর্শন অভিনেতা হিসেবে পরিচিত। ‘হি-ম্যান অব বলিউড’ খ্যাত এই তারকা ৩০০-টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন—অ্যাকশন, রোম্যান্স, কমেডি—সব ক্ষেত্রেই সমান দক্ষতা দেখিয়েছেন তিনি।

সম্প্রতি শাহিদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল তেরি বাতোঁ ম্যায় আইসা উলঝা জিয়া (২০২৪) ছবিতে। শীঘ্রই তিনি অভিনয় করতে চলেছিলেন শ্রীরাম রাঘবনের ইক্কিস ছবিতে, যা প্যারামবীর চক্রপ্রাপ্ত অরুণ খেতরপালের জীবনের ওপর নির্মিত একটি যুদ্ধভিত্তিক চলচ্চিত্র।

এক মহাপুরুষের বিদায়ে চলচ্চিত্রজগতের শূন্যতা

শোলেফুল অউর পাথরদ্য বার্নিং ট্রেনসহ অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয়ের জন্য চিরকাল স্মরণীয় থাকবেন ধর্মেন্দ্র। তাঁর মৃত্যু ভারতীয় চলচ্চিত্রজগতের এক মহাপুরুষের যুগের অবসান ঘটাল।

 

# বলিউড ধর্মেন্দ্র নিখিল_সিদ্ধার্থ

জনপ্রিয় সংবাদ

ইসলামী ব্যাংকের বোর্ডের জোর: নিরবচ্ছিন্ন সেবা ও ঋণ পুনরুদ্ধার

ধর্মেন্দ্রর মৃত্যুতে শোক—নিখিল সিদ্ধার্থের আবেগঘন স্মৃতিচারণ

০৬:৩০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই ভারতজুড়ে শোকের ছায়া নেমে আসে। খবরটি শুনেই আবেগ চেপে রাখতে পারেননি টলিউড অভিনেতা নিখিল সিদ্ধার্থ। সাক্ষাৎকারের মধ্যেই ধর্মেন্দ্রকে নিয়ে নিজের শৈশব স্মৃতি, অনুপ্রেরণার গল্প এবং গভীর শ্রদ্ধা জানালেন তিনি।

নিখিলের চোখে ধর্মেন্দ্র—আজও আদর্শের শীর্ষে

নিকিল জানান, ছোটবেলায় তিনি এতটাই ধর্মেন্দ্র-ভক্ত ছিলেন যে খাওয়ার সময় টিভিতে শোলে না চললে তিনি খাবার মুখে দিতেন না। তাঁর ভাষায়—“টিভিতে শোলে চললেই তবেই খাব।” তাঁর শৈশবের বিনোদনের মূল কেন্দ্র ছিল ছবিটির জয়–বীরু জুটি।

তিনি বলেন, ধর্মেন্দ্র এমন এক অভিনেতা, যাঁকে দেখে যেকোনো অভিনেতাই অনুপ্রাণিত হন। জীবনে এত সাফল্য ও ভালোবাসা পাওয়াকে তিনি একজন অভিনেতার স্বপ্ন হিসেবেই দেখেন। ধর্মেন্দ্রর সন্তানরাও সফল—সানি দেওল, ববি দেওল, বিজেতা, ইশা এবং অহনা—যা কিংবদন্তি অভিনেতার ‘গর্ব’ বলে উল্লেখ করেন নিখিল।

Dinodia Dharmendra with Amjad Khan in Sholay

ধর্মেন্দ্র: এক অনবদ্য জীবন, এক অমর উত্তরাধিকার

১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবে জন্ম নেওয়া ধর্মেন্দ্র কেওয়াল কৃষণ দেওল ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম জনপ্রিয় এবং সুদর্শন অভিনেতা হিসেবে পরিচিত। ‘হি-ম্যান অব বলিউড’ খ্যাত এই তারকা ৩০০-টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন—অ্যাকশন, রোম্যান্স, কমেডি—সব ক্ষেত্রেই সমান দক্ষতা দেখিয়েছেন তিনি।

সম্প্রতি শাহিদ কাপুর ও কৃতি শ্যাননের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল তেরি বাতোঁ ম্যায় আইসা উলঝা জিয়া (২০২৪) ছবিতে। শীঘ্রই তিনি অভিনয় করতে চলেছিলেন শ্রীরাম রাঘবনের ইক্কিস ছবিতে, যা প্যারামবীর চক্রপ্রাপ্ত অরুণ খেতরপালের জীবনের ওপর নির্মিত একটি যুদ্ধভিত্তিক চলচ্চিত্র।

এক মহাপুরুষের বিদায়ে চলচ্চিত্রজগতের শূন্যতা

শোলেফুল অউর পাথরদ্য বার্নিং ট্রেনসহ অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয়ের জন্য চিরকাল স্মরণীয় থাকবেন ধর্মেন্দ্র। তাঁর মৃত্যু ভারতীয় চলচ্চিত্রজগতের এক মহাপুরুষের যুগের অবসান ঘটাল।

 

# বলিউড ধর্মেন্দ্র নিখিল_সিদ্ধার্থ