আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। তার আগে সম্ভাব্য সব প্রার্থীদের পোস্টার—ব্যানারসহ সব ধরনের প্রচারণা সামগ্রী নিজ খরচায় ৪৮ ঘণ্টার মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সন্ধ্যা ৬টায় নির্বাচন ও গণভোটের সময়সূচি ঘোষণা
সিইসি এএমএম নাসির উদ্দিনের পূর্বে রেকর্ড করা ভাষণ আজ সন্ধ্যা ৬টায় বিটিভি ও বেতারে প্রচারিত হবে। এতে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় চার্টার গণভোট উভয়ের সময়সূচি ঘোষণা করা হবে।
রাষ্ট্রপতির সঙ্গে ইসির ব্রিফিং, ভোটের সময় বাড়লো ১ ঘণ্টা
বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে ইসি নির্বাচন প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরে। এ সময় জানানো হয়, এবার ভোটগ্রহণ হবে সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত। রাষ্ট্রপতি প্রস্তুতিতে সন্তোষ জানান।

প্রথমবারের মতো হাইব্রিড ডাকভোট
দেশে প্রায় ১২.৭৬ কোটি ভোটারের জন্য এবার প্রথমবারের মতো প্রবাসী, সরকারি কর্মচারী, ভোটকর্মী ও বন্দীদের জন্য হাইব্রিড ডাকভোট চালু হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৩ লাখ প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। দেশে আরও প্রায় ১০ লাখ মানুষ ডাকভোটে অংশ নিতে পারেন বলে জানিয়েছে ইসি।
সারাক্ষণ রিপোর্ট 


















