০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৭২) আমেরিকায় এইচ–১বি ভিসায় বাড়ছে নজরদারি, ভারতীয়দের সময় পরিবর্তন শুরু প্রাচীন ভারতে গণিতচর্চা (পর্ব-৩৩৯) ডি’অ্যাঞ্জেলো: নিও-সোলের শেষ শুদ্ধ বাতিঘর ও কুয়েস্টলাভের হৃদয়ে রেখে যাওয়া গভীর ধ্বনি ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে সরানোর ভাবনা ভারতের জিডিপি নিয়ে এডিবির নতুন আশাবাদ: প্রবৃদ্ধি বাড়ল ৭.২ শতাংশে বিলাওয়াল বললেন, দল নিষিদ্ধে সমর্থন নয়, আচার-আচরণেই বদল আনুক কে-পি-র রাজনৈতিক শক্তি থাইল্যান্ড-কাম্বোডিয়া সীমান্তে তীব্র সংঘর্ষ: বিমান হামলা, গোলাবর্ষণ ও ব্যাপক বাস্তুচ্যুতি রয়টার্স এর প্রতিবেদন: ‘ নোবেল-জয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আচরণে অপমানিত হয়েছি- নির্বাচন শেষেই পদত্যাগ করবো ’ – রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইউএই ফেডারেল কর্মীদের জন্য এআই-চালিত ‘ইনজাজাতি’ স্মার্ট সিস্টেম চালু

আমেরিকায় এইচ–১বি ভিসায় বাড়ছে নজরদারি, ভারতীয়দের সময় পরিবর্তন শুরু

আমেরিকার দূতাবাস জানিয়েছে যে সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই–বাছাইয়ের নতুন নিয়ম কার্যকর হওয়ার কারণে ভারতে বহু এইচ–১বি ভিসা ও এইচ–৪ ভিসা সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হয়েছে। দূতাবাসের ভাষ্য, সম্পদের প্রাপ্যতা ও বাড়তি যাচাই–প্রক্রিয়ার কারণে এই পুনর্নির্ধারণ অনিবার্য হয়ে পড়েছে।

ভিসার তারিখ বদল, দূতাবাসের সরাসরি বার্তা

দূতাবাস জানায় যে যাদের সাক্ষাৎকারের তারিখ বদলানো হয়েছে, তাঁদের ইমেলের মাধ্যমে নতুন সময় জানিয়ে দেওয়া হবে। পুরোনো তারিখে দূতাবাস বা কনস্যুলেটে হাজির হলে ঢোকার অনুমতি মিলবে না বলে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে।

Many H-1B visa interviews cancelled amid new rules, check guidelines for  Indians | Hindustan Times

১৫ ডিসেম্বর থেকে অনলাইন উপস্থিতি যাচাই বাধ্যতামূলক

দূতাবাসের মুখপাত্র ক্রিস্টোফার এল্‌মস জানান, এত দিন শুধু এফ, এম ও জে ক্যাটাগরির শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটরদের অনলাইন উপস্থিতি যাচাই করা হতো। কিন্তু ১৫ ডিসেম্বর থেকে এই বাধ্যতামূলক যাচাই–বাছাই বাড়িয়ে সকল বিশেষ পেশাজীবী এইচ–১বি আবেদনকারী ও তাঁদের এইচ–৪ নির্ভরশীলদের ক্ষেত্রেও প্রয়োগ করা হবে। এর উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করা।

আইনজীবীদের মতে চাপ বাড়বে, কিন্তু অনুমোদন কঠিন হবে না

অভিবাসন আইনজীবীদের ধারণা, যোগ্যতা শক্তিশালী হলে ভিসা পাওয়া কঠিন হবে না। তবে নতুন নিয়মে প্রক্রিয়া আরও ধীর, অনিশ্চিত ও মানসিক চাপ পূর্ণ হতে পারে। প্রথমবার স্ট্যাম্পিং বা কর্মস্থলে যোগদানের সংকীর্ণ সময়সীমা থাকলে দুশ্চিন্তা বাড়বে। সাক্ষাৎকারের অপেক্ষার সময় দীর্ঘ হতে পারে এবং অনেক আবেদন প্রশাসনিক প্রক্রিয়ায় আটকে যেতে পারে। ফলে একই প্রভাব পড়বে নির্ভরশীল এইচ–৪ আবেদনকারীদের ওপরও।

পূর্বের অভিজ্ঞতা ও বৈশ্বিক প্রভাব

H-1B interview for Indians put off by months. Is it linked to social-media  vetting? - India Today

এর আগে ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী ভিসায় সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই চালু করলে ভারতে হাজার হাজার শিক্ষার্থীর অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে যায়। এবারও নতুন নিরাপত্তা যাচাই–প্রক্রিয়া চালুর কারণে একই ধরনের বিলম্ব দেখা দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

ভিসা ছাড়াই যারা যুক্তরাষ্ট্রে ঢোকে, তাদের ওপরও বাড়বে নজরদারি

যুক্তরাষ্ট্র প্রস্তাব করছে যে যেসব দেশের নাগরিকদের ভিসা ছাড়াই ৯০ দিন পর্যন্ত থাকার অনুমতি রয়েছে, তাদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাধ্যতামূলক করা হবে। অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান ও যুক্তরাজ্যের মতো প্রায় ৪০ দেশের ভ্রমণকারী এর আওতায় আসবেন। তাঁরা ইএসটিএ নামের ইলেকট্রনিক প্রক্রিয়ার মাধ্যমে আগেই স্ক্রিনিং সম্পন্ন করেন।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তাই মুখ্য, জানাল দূতাবাস

দূতাবাস জানায়, আবেদনকারী যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ঝুঁকি কিনা তা নিশ্চিত করতে যত সময় লাগবে ততটাই নেওয়া হবে। পাশাপাশি, কর্মীসংখ্যা বা সম্পদের প্রাপ্যতা বিবেচনায় অ্যাপয়েন্টমেন্ট পুনর্বিন্যাস করা স্বাভাবিক প্রক্রিয়া বলে তারা উল্লেখ করেছে।

 

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঢাকা (পর্ব-৭২)

আমেরিকায় এইচ–১বি ভিসায় বাড়ছে নজরদারি, ভারতীয়দের সময় পরিবর্তন শুরু

০৪:০০:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

আমেরিকার দূতাবাস জানিয়েছে যে সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই–বাছাইয়ের নতুন নিয়ম কার্যকর হওয়ার কারণে ভারতে বহু এইচ–১বি ভিসা ও এইচ–৪ ভিসা সাক্ষাৎকারের তারিখ পরিবর্তন করা হয়েছে। দূতাবাসের ভাষ্য, সম্পদের প্রাপ্যতা ও বাড়তি যাচাই–প্রক্রিয়ার কারণে এই পুনর্নির্ধারণ অনিবার্য হয়ে পড়েছে।

ভিসার তারিখ বদল, দূতাবাসের সরাসরি বার্তা

দূতাবাস জানায় যে যাদের সাক্ষাৎকারের তারিখ বদলানো হয়েছে, তাঁদের ইমেলের মাধ্যমে নতুন সময় জানিয়ে দেওয়া হবে। পুরোনো তারিখে দূতাবাস বা কনস্যুলেটে হাজির হলে ঢোকার অনুমতি মিলবে না বলে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে।

Many H-1B visa interviews cancelled amid new rules, check guidelines for  Indians | Hindustan Times

১৫ ডিসেম্বর থেকে অনলাইন উপস্থিতি যাচাই বাধ্যতামূলক

দূতাবাসের মুখপাত্র ক্রিস্টোফার এল্‌মস জানান, এত দিন শুধু এফ, এম ও জে ক্যাটাগরির শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটরদের অনলাইন উপস্থিতি যাচাই করা হতো। কিন্তু ১৫ ডিসেম্বর থেকে এই বাধ্যতামূলক যাচাই–বাছাই বাড়িয়ে সকল বিশেষ পেশাজীবী এইচ–১বি আবেদনকারী ও তাঁদের এইচ–৪ নির্ভরশীলদের ক্ষেত্রেও প্রয়োগ করা হবে। এর উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকি শনাক্ত করা।

আইনজীবীদের মতে চাপ বাড়বে, কিন্তু অনুমোদন কঠিন হবে না

অভিবাসন আইনজীবীদের ধারণা, যোগ্যতা শক্তিশালী হলে ভিসা পাওয়া কঠিন হবে না। তবে নতুন নিয়মে প্রক্রিয়া আরও ধীর, অনিশ্চিত ও মানসিক চাপ পূর্ণ হতে পারে। প্রথমবার স্ট্যাম্পিং বা কর্মস্থলে যোগদানের সংকীর্ণ সময়সীমা থাকলে দুশ্চিন্তা বাড়বে। সাক্ষাৎকারের অপেক্ষার সময় দীর্ঘ হতে পারে এবং অনেক আবেদন প্রশাসনিক প্রক্রিয়ায় আটকে যেতে পারে। ফলে একই প্রভাব পড়বে নির্ভরশীল এইচ–৪ আবেদনকারীদের ওপরও।

পূর্বের অভিজ্ঞতা ও বৈশ্বিক প্রভাব

H-1B interview for Indians put off by months. Is it linked to social-media  vetting? - India Today

এর আগে ট্রাম্প প্রশাসন শিক্ষার্থী ভিসায় সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই চালু করলে ভারতে হাজার হাজার শিক্ষার্থীর অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে যায়। এবারও নতুন নিরাপত্তা যাচাই–প্রক্রিয়া চালুর কারণে একই ধরনের বিলম্ব দেখা দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

ভিসা ছাড়াই যারা যুক্তরাষ্ট্রে ঢোকে, তাদের ওপরও বাড়বে নজরদারি

যুক্তরাষ্ট্র প্রস্তাব করছে যে যেসব দেশের নাগরিকদের ভিসা ছাড়াই ৯০ দিন পর্যন্ত থাকার অনুমতি রয়েছে, তাদের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাধ্যতামূলক করা হবে। অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান ও যুক্তরাজ্যের মতো প্রায় ৪০ দেশের ভ্রমণকারী এর আওতায় আসবেন। তাঁরা ইএসটিএ নামের ইলেকট্রনিক প্রক্রিয়ার মাধ্যমে আগেই স্ক্রিনিং সম্পন্ন করেন।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তাই মুখ্য, জানাল দূতাবাস

দূতাবাস জানায়, আবেদনকারী যুক্তরাষ্ট্রের নিরাপত্তার ঝুঁকি কিনা তা নিশ্চিত করতে যত সময় লাগবে ততটাই নেওয়া হবে। পাশাপাশি, কর্মীসংখ্যা বা সম্পদের প্রাপ্যতা বিবেচনায় অ্যাপয়েন্টমেন্ট পুনর্বিন্যাস করা স্বাভাবিক প্রক্রিয়া বলে তারা উল্লেখ করেছে।