১১ ডিসেম্বর ২০২৫, কানাডা:
কানাডা ভিত্তিক থিঙ্কট্যাঙ্ক সংগঠন “গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্ন্যান্স (জিসিডিজি)” ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার বাংলাদেশ সময় রাত ৯:০০ টায় একটি ভার্চুয়াল আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করে।
“Bangladesh in Crisis: Human Rights, Justice, and the Future of Democracy” শীর্ষক আয়োজিত এ ভার্চুয়াল সেমিনারে জিসিডিজি’র সভাপতি অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইংল্যান্ডের হাউজ অব লর্ডস এর সদস্য লর্ড রামিন্দ্র সিং রেঞ্জার, আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর সিনিয়র ফেলো মাইকেল রুবিন এবং সুইজারল্যান্ডের পাবলিক রেডিওর এডিটর শার্লট জ্যাকুইমার্ট।

বক্তব্যে শার্লট জ্যাকুইমার্ট বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এক বছরে (আগস্ট-২০২৪ থেকে জুলাই-২০২৫) সাংবাদিকদের বিরুদ্ধে ১৯৫টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। যা বিগত বছরের তুলনায় ৫৫০ শতাংশেরও বেশি। এছাড়াও একই সময়ে ৮৭৮জন সাংবাদিক নানাভাবে হেনস্থার শিকার হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। জ্যাকুইমার্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি করেন।
মাইকেল রুবিন মন্তব্য করেন, ড. মুহাম্মদ ইউনূস আত্মকেন্দ্রিকতায় এতটাই ডুবে আছেন যে, তিনি দেশের ভালোর চেয়ে নিজের ভালো এবং প্রতিশোধ পরায়নতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

সভাপতির সূচনা বক্তব্যে অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতার পরিস্থিতি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন। সকল দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণ করলে দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাব্যক্ত করেন। সাথে সাথে ডা. মিল্লাত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ এর কার্যক্রম বন্ধসহ রাজনৈতিক প্রতিহিংসামূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং সকলের অবিলম্বে মুক্তির দাবি করেন।
সেমিনারটির সঞ্চালনা করেন জিসিডিজি’র সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী আরিফা রহমান রুমা। সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন জিসিডিজি’র নির্বাহী পরিচালক মো. গোলাম কিবরিয়া তালুকদার।

সারাক্ষণ রিপোর্ট 






















