বার্লিনে কঠোর ভাষায় সতর্ক করেছেন নাটোর মহাসচিব মার্ক রুটে। তার দাবি, রাশিয়া যে মাত্রার সংঘাত ফিরিয়ে এনেছে ইউরোপে, তা ঠেকাতে এখনই শক্তিশালী প্রতিরক্ষা প্রস্তুতি না নিলে পরবর্তী লক্ষ্য হতে পারে নাটো জোটেরই সদস্যরা। রুটের এই মন্তব্যে ইউরোপজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রাশিয়ার হুমকি বাড়ছে
বার্লিনে দেওয়া ভাষণে রুটে বলেন, ইউরোপের অনেক দেশ এখনো রাশিয়ার হুমকিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। তার মতে, প্রতিরক্ষা খাতের ব্যয় দ্রুত বাড়াতে হবে, সামরিক উৎপাদনও বাড়াতে হবে। না হলে অতীত প্রজন্মের ভয়াবহ যুদ্ধের মতো পরিস্থিতি ফেরার আশঙ্কা প্রবল।
রুটের সরাসরি সতর্কতা
রুটে স্পষ্ট ভাষায় বলেন, আমরা রাশিয়ার পরবর্তী লক্ষ্য। অনেকেই বিষয়টি নিয়ে উদাসীন আচরণ করছেন, ভাবছেন সময় আমাদের পক্ষে। কিন্তু সময় আমাদের পক্ষে নেই, এখনই পদক্ষেপ নিতে হবে। রুটের মতে, যুদ্ধ ইতোমধ্যেই ইউরোপের দরজায় এসে দাঁড়িয়েছে।
রুটে আরও বলেন, পরবর্তী পাঁচ বছরের মধ্যেই রাশিয়া নাটো দেশগুলোর বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের মতো প্রস্তুতি অর্জন করতে পারে। তাই দেরি না করে এখনই প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা ছাড়া বিকল্প নেই।
সারাক্ষণ রিপোর্ট 


















