০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ নিয়ে নতুন ভ্রমণ সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ঢাকা-৮ আসনে গুলিবিদ্ধ ওসমান হাদি: স্বতন্ত্র প্রার্থীকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন চাঞ্চল্য বুলগেরিয়ায় জেনারেশন জেডের বিক্ষোভে সরকারের পতন ওবামাকেয়ার ভর্তুকি শেষ হতে যাচ্ছে, সিনেটে দুই দলই সমাধান আনতে ব্যর্থ ওকলাহোমা সিটির দুনিয়া কাঁপানো দৌড়: এনবিএ ইতিহাসের সেরা দল কি থান্ডারই মাদুরো সরকারের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা ‘নির্ণায়ক’, নরওয়েতে পৌঁছে মন্তব্য মারিয়া করিনা মাচাদোর মার্কিন জাহাজ জব্দে চরম চাপে মাদুরো, ভেনিজুয়েলায় নতুন সঙ্কটের ছায়া নাটোর সতর্কবার্তা: রাশিয়ার পরবর্তী লক্ষ্য আমরা জাপানের নোবোরিতো ল্যাবের গোপন যুদ্ধাস্ত্র উন্মোচন: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘ছায়া প্রস্তুতি’ নিয়ে বিশেষ প্রদর্শনী মোদি-ট্রাম্প আলোচনায় বাণিজ্য অগ্রগতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের গতি

নাটোর সতর্কবার্তা: রাশিয়ার পরবর্তী লক্ষ্য আমরা

বার্লিনে কঠোর ভাষায় সতর্ক করেছেন নাটোর মহাসচিব মার্ক রুটে। তার দাবি, রাশিয়া যে মাত্রার সংঘাত ফিরিয়ে এনেছে ইউরোপে, তা ঠেকাতে এখনই শক্তিশালী প্রতিরক্ষা প্রস্তুতি না নিলে পরবর্তী লক্ষ্য হতে পারে নাটো জোটেরই সদস্যরা। রুটের এই মন্তব্যে ইউরোপজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

রাশিয়ার হুমকি বাড়ছে
বার্লিনে দেওয়া ভাষণে রুটে বলেন, ইউরোপের অনেক দেশ এখনো রাশিয়ার হুমকিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। তার মতে, প্রতিরক্ষা খাতের ব্যয় দ্রুত বাড়াতে হবে, সামরিক উৎপাদনও বাড়াতে হবে। না হলে অতীত প্রজন্মের ভয়াবহ যুদ্ধের মতো পরিস্থিতি ফেরার আশঙ্কা প্রবল।

রুটের সরাসরি সতর্কতা
রুটে স্পষ্ট ভাষায় বলেন, আমরা রাশিয়ার পরবর্তী লক্ষ্য। অনেকেই বিষয়টি নিয়ে উদাসীন আচরণ করছেন, ভাবছেন সময় আমাদের পক্ষে। কিন্তু সময় আমাদের পক্ষে নেই, এখনই পদক্ষেপ নিতে হবে। রুটের মতে, যুদ্ধ ইতোমধ্যেই ইউরোপের দরজায় এসে দাঁড়িয়েছে।

রুটে আরও বলেন, পরবর্তী পাঁচ বছরের মধ্যেই রাশিয়া নাটো দেশগুলোর বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের মতো প্রস্তুতি অর্জন করতে পারে। তাই দেরি না করে এখনই প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা ছাড়া বিকল্প নেই।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ নিয়ে নতুন ভ্রমণ সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

নাটোর সতর্কবার্তা: রাশিয়ার পরবর্তী লক্ষ্য আমরা

০৬:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

বার্লিনে কঠোর ভাষায় সতর্ক করেছেন নাটোর মহাসচিব মার্ক রুটে। তার দাবি, রাশিয়া যে মাত্রার সংঘাত ফিরিয়ে এনেছে ইউরোপে, তা ঠেকাতে এখনই শক্তিশালী প্রতিরক্ষা প্রস্তুতি না নিলে পরবর্তী লক্ষ্য হতে পারে নাটো জোটেরই সদস্যরা। রুটের এই মন্তব্যে ইউরোপজুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

রাশিয়ার হুমকি বাড়ছে
বার্লিনে দেওয়া ভাষণে রুটে বলেন, ইউরোপের অনেক দেশ এখনো রাশিয়ার হুমকিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না। তার মতে, প্রতিরক্ষা খাতের ব্যয় দ্রুত বাড়াতে হবে, সামরিক উৎপাদনও বাড়াতে হবে। না হলে অতীত প্রজন্মের ভয়াবহ যুদ্ধের মতো পরিস্থিতি ফেরার আশঙ্কা প্রবল।

রুটের সরাসরি সতর্কতা
রুটে স্পষ্ট ভাষায় বলেন, আমরা রাশিয়ার পরবর্তী লক্ষ্য। অনেকেই বিষয়টি নিয়ে উদাসীন আচরণ করছেন, ভাবছেন সময় আমাদের পক্ষে। কিন্তু সময় আমাদের পক্ষে নেই, এখনই পদক্ষেপ নিতে হবে। রুটের মতে, যুদ্ধ ইতোমধ্যেই ইউরোপের দরজায় এসে দাঁড়িয়েছে।

রুটে আরও বলেন, পরবর্তী পাঁচ বছরের মধ্যেই রাশিয়া নাটো দেশগুলোর বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের মতো প্রস্তুতি অর্জন করতে পারে। তাই দেরি না করে এখনই প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করা ছাড়া বিকল্প নেই।