তুর্কমেনিস্তানে একটি আন্তর্জাতিক সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের অপেক্ষায় ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। অভিযোগ উঠেছে, প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর তিনি নাকি পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বন্ধদ্বার বৈঠকে হঠাৎ ঢুকে পড়েন। এই দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা ও বিতর্ক।
অপেক্ষা আর ভাইরাল ভিডিও
তুর্কমেনিস্তানের স্থায়ী নিরপেক্ষতার ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ফোরামে অংশ নিতে গিয়ে শেহবাজ শরিফের পুতিনের সঙ্গে সাক্ষাৎ নির্ধারিত ছিল। প্রতিবেদনে বলা হয়, তিনি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে প্রায় ৪০ মিনিট অপেক্ষা করেন। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়, অপেক্ষায় বিরক্ত হয়ে তিনি পুতিন ও এরদোয়ানের চলমান বৈঠকের কক্ষে প্রবেশ করেন এবং প্রায় ১০ মিনিট পর সেখান থেকে বেরিয়ে যান।
ভিডিওর ক্যাপশনে বলা হয়, “৪০ মিনিট অপেক্ষার পর পুতিন–এরদোয়ান বৈঠকে ঢুকে পড়েন প্রধানমন্ত্রী শরিফ।” তবে এই ঘটনার ধারাবাহিকতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভুল উপস্থাপনের অভিযোগ
ভাইরাল ভিডিওটি প্রথমে প্রচার করলেও পরে তা সরিয়ে নেয় আরটি ইন্ডিয়া। এক বিবৃতিতে তারা জানায়, আগের পোস্টে ঘটনাটি ভুলভাবে উপস্থাপিত হতে পারে। তাই ভিডিওটি মুছে ফেলা হয়েছে।
পুতিন–এরদোয়ান বৈঠকে কী আলোচনা হলো
সম্মেলনের ফাঁকে পুতিন ও এরদোয়ানের বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ বন্ধে উদ্যোগ জরুরি এবং বিশেষ করে জ্বালানি স্থাপনা ও বন্দর লক্ষ্য করে সীমিত যুদ্ধবিরতি সহায়ক হতে পারে। এএফপির উদ্ধৃতি অনুযায়ী, কৃষ্ণসাগরে রাশিয়া-সংযুক্ত ট্যাংকারে সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন।
এই হামলাগুলোকে ‘উদ্বেগজনক উত্তেজনা’ বলে আখ্যা দিয়ে তুরস্ক রাশিয়া ও ইউক্রেন—উভয় দেশের রাষ্ট্রদূতকে তলব করে। যুদ্ধ চলাকালে মস্কো ও কিয়েভ—দুই পক্ষের সঙ্গেই সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে আঙ্কারা। বসফরাস প্রণালী তুরস্কের নিয়ন্ত্রণে, যা ইউক্রেনের শস্য ও রাশিয়ার তেল ভূমধ্যসাগরে পরিবহনের গুরুত্বপূর্ণ পথ।
রয়টার্স জানায়, বৈঠকে যুদ্ধ নিয়ে শান্তি উদ্যোগের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের রুশ সম্পদ জব্দের বিষয়টিও আলোচনায় আসে। এরদোয়ান জানান, যেকোনো কাঠামোয় শান্তি আলোচনার আয়োজন করতে প্রস্তুত তুরস্ক।
সব মিলিয়ে, শেহবাজ শরিফকে ঘিরে ভাইরাল ভিডিও নতুন করে কূটনৈতিক প্রটোকল ও তথ্য যাচাইয়ের গুরুত্ব সামনে এনেছে।
সারাক্ষণ রিপোর্ট 



















