ঢাকার উপকণ্ঠ দক্ষিণ কেরানীগঞ্জে একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুন টানা ১০ ঘণ্টা চেষ্টা চালিয়েও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। বেজমেন্টে দাহ্য ঝুটের গুদাম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন লাগার সময় ও স্থান
শনিবার ১৩ ডিসেম্বর ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় অবস্থিত জাবালে নূর টাওয়ারের বেজমেন্টে আগুনের সূত্রপাত হয়। ভবনটি বাণিজ্যিক ও আবাসিক উদ্দেশ্য মিলিয়ে নির্মিত একটি বড় স্থাপনা।
ফায়ার সার্ভিসের সর্বশেষ অবস্থা
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দীর্ঘ সময় ধরে ফায়ার ফাইটাররা আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আগুন নিয়ন্ত্রণে দেরির কারণ
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনটির বেজমেন্টে একাধিক দোকানের পাশাপাশি ঝুটের গোডাউন রয়েছে। এসব ঝুটের স্তূপে আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। দাহ্য উপকরণ বেশি থাকায় আগুন দ্রুত বিস্তার লাভ করায় নেভাতে সময় লাগছে।
ভবনের ভেতরের পরিস্থিতি
জাবালে নূর টাওয়ারের প্রথম ও দ্বিতীয় তলায় রয়েছে বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান এবং ছোট ছোট ঝুটের গোডাউন। এর ওপরে রয়েছে আবাসিক কোয়ার্টার। বেজমেন্টে প্রবেশের পথ মাত্র দুটি হওয়ায় ফায়ার ফাইটারদের কাজ করতে বাড়তি বেগ পেতে হচ্ছে।
তালা ও শাটার ভেঙে অভিযান
আগুন লাগার সময় দোকানগুলো বন্ধ থাকায় অধিকাংশ দোকানের তালা ও শাটার কেটে ভেতরে প্রবেশ করতে হচ্ছে। একদিকে আগুন নেভানোর কাজ চললেও অন্য দিক দিয়ে ধোঁয়া ও আগুন আবার ছড়িয়ে পড়ছে। পুরো এলাকায় ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
সারাক্ষণ রিপোর্ট 



















